মেয়ের হাত ধরে ফের বিতর্কিত ঐশ্বরিয়া
ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের চোখের মনি আরাধ্য বচ্চন। ২০১১ সালের ১৬ নভেম্বর এই তারকা দম্পতির ঘর আলোকিত করে আসে আরাধ্য।
মেয়ের জন্মের পর তার দেখাশোনার জন্য দীর্ঘদিন রূপালি পর্দার আড়ালে ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এমনকি বলিউডের এই অভিনেত্রী যখন যেখানেই যাক না কেনো সবসময় মেয়েকে সঙ্গে করে নিয়ে যান তিনি। সবসময় আগলে ধরে রাখেন তার হাতটি। এ নিয়ে বেশ কয়েকবার বিতর্কের মুখেও পড়তে হয়েছে অ্যাশকে।
মেয়ের হাত ধরার জন্য ফের একবার বিতর্কের মুখে পড়তে হলো সাবেক এই বিশ্বসুন্দরীকে।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চনকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। সেখানেও মেয়ের হাত ধরে থাকতে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। এরপরই শুরু হয় সমালোচনা।
ঐশ্বরিয়া কেনো সবসময় মেয়ের হাত ধরে রাখেন? ফের একবার এমন প্রশ্নের মুখে পড়তে হলো তাকে। অনেকে আবার বলছেন, মেয়েকে একটু বেশিই সুরক্ষিত রাখতে চান বলেই তার হাতটি সবসময় ধরে রাখেন তিনি।