মাছরাঙায় সিসিমপুরের নতুন পর্ব শুক্রবার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হালুম, মিকরি, ইকরি

হালুম, মিকরি, ইকরি

হালুম, ইকরি, টুকটুকি, শিকু। ছোটদের কাছে খুব প্রিয় কিছু চরিত্র।

রয়েল বেঙ্গল টাইগার হালুম ভালোবাসে মাছ খেতে। মাথায় দুই বেণী, হাতে চুড়ি পরা মিশুক মেয়ে টুকটুকি বই পড়তে পছন্দ করে। ছোট্ট বন্ধু ইকরি মিকরি খুবই ভাবুক। আর, শিকু হলো খুবই যুক্তিবাদী ও বিজ্ঞানপ্রেমী এক শিয়াল।

বিজ্ঞাপন

হালুম, টুকটুকি, ইকরি, শিকু আর তাদের মজার মজার বন্ধুরা সব থাকে সিসিমপুরে। আনন্দ-ফুর্তি, হাসি-গান আর নানা রকম খেলার মজার আয়োজন ‘সিসিমপুর’।

শিক্ষা ও বিনোদনধর্মী এ অনুষ্ঠানটি সপ্তাহে ছয়দিন প্রচারিত হচ্ছে মাছরাঙা টেলিভিশনে।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ মার্চ) সকাল ৯টায় প্রচারিত হচ্ছে সিসিমপুরের নতুন পর্ব। আর রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা ৬ টায় প্রচারিত হচ্ছে পুরানো পর্বগুলো।

অনুষ্ঠানটিতে শিশু ও অভিভাবকদের কাছে ভাষা ও বর্ণ, পরিবেশ, সমতা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যকর অভ্যাস চর্চা, প্রাকৃতিক দুর্যোগ, রাস্তা পারাপার সংক্রান্ত নিরাপত্তা, সামাজিক আচার-আচরণ ও মূল্যবোধ, দেশীয় শিল্প-সংস্কৃতি ও ঐতিহ্য ইত্যাদি তুলে ধরা হয়েছে।