মহসীন আংকেল আপনি অনেক আক্ষেপ নিয়ে চলে গেলেন: ভাবনা
প্রথমে ঢাকাই চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’ কবরী এরপর ‘রাজপুত্র’খ্যাত ওয়াসিমের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতে ওপারে চলে গেছেন আরেক গুণী অভিনেতা এস এম মহসীন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মহসীন।
প্রয়াত এই তারকা অনেক আক্ষেপ নিয়ে চলে গিয়েছেন বলে জানালেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করে ভাবনা লিখেছেন,
মহসীন আংকেল,
এখন সবাই আপনাকে নিয়ে ভালো কথা লিখবে। বলবে আপনি অনেক অসাধারণ অভিনেতা ছিলেন। তবে আমি জানি আপনি হয়তো আইসিইউ’তে শুয়ে শুয়েও ভেবেছেন ইশ এমন একটা চরিত্র করবো, ওমন করে ডেলিভারি দেবো, এমন একটা লোকেশনে একটা শর্ট !!! আমার অভিনয় দেখে সবাই ভাল বলবে, আহা!!!
কী অভিনয় করার ইচ্ছা একজন অভিনেতার প্রতিমুহূর্তে, এতো ভালো কাজ করতে চাইতেন আপনি,
একজন অভিনেতা তো এমনই ভিন্ন চরিত্র খোঁজে পাগলের মতন করে।
আমাদের দেশের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে পড়ে আসা অভিনেতা কয়জন আছেন??
আমরা তাদের মুল্যায়ন করি না। কখনই করি না ।
ছোট মুখে বড় কথা বললাম। তবে সত্যি কথা, এমন একজন শিল্পীকে নিয়ে আমরা মাতামাতি করি না। মেতে থাকি ——————
মহসীন আংকেল আপনি অনেক আক্ষেপ নিয়ে চলে গেলেন।
হয়তো অন্য কোথাও অনেক অনেক চরিত্র আসবে অভিনয় করার। অনেক। আপনি সময়ই দিতে পারবেন না। শুটিং করবেন আর ঠাণ্ডা কোক খাবেন। তখন আপনি কিন্তু আপনি দুপুরের খাবার ২টার মধ্যে খেতে চাইবেন না আবার। ঠিক আছে আংকেল!!! টাটা