দীর্ঘ চার বছর ধরে পর্দার আড়ালে রয়েছেন দেবশ্রী রয়। সবশেষ ২০১৭ সালে রূপালি পর্দায় দেখা গিয়েছিলো দেবশ্রীকে। সম্প্রতি ‘সর্বজয়া’ নামের একটি সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় ফিরেছেন দেবশ্রী।
চমকপ্রদ তথ্য হলো- ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও ফিরতে যাচ্ছেন দেবশ্রী। এমনটা নিজেই জানালেন ওপার বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রী।
বিজ্ঞাপন
ভারতীয় এক সংবামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবশ্রী জানান, সম্প্রতি একটি হিন্দি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন দেবশ্রী। তবে ছবির নাম কি, এর পরিচালক কে বা এতে তার সঙ্গে কে কে অভিনয় করবেন সে বিষয়ে কিছুই জানাননি তিনি।
হিন্দি ছবির পাশাপাশি আরও দুই তিনটি প্রোজেক্টের কথাবার্তা চলছে বলেও জানান দেবশ্রী।
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি বর্তমানে সবচেয়ে বেশি চর্চায় আছেন উঠতি গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। গত ৫ মার্চ এক পুরষের বুকে মাথা দিয়ে ছবি তুলে তা পোস্ট করা এবং পরে সেই ছবি নিজের ফেসবুক আইডি থেকে মুছে দেওয়ায় পরীর নতুন প্রেম উঠে এসেছে দারুণ আলোচনায়। নেটিজেন ধরেই নিয়েছেন মুখ না দেখতে পাওয়া ওই পুরুষ গায়ক শেখ সাদীই!
তবে ব্যক্তিজীবনে নাকি পরী বড্ড একা। সে কথাই একটু তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এই নায়িকা। পরী লিখেছেন, ‘আহারে জীবন! কতো পলিশ ভাবে উপস্থাপন করতে চাই আমরা সবসময় সোস্যাল মিডিয়ায়! কিন্তু আসলে কি তাই হয় সবসময়! হয় না তো।‘
চিত্রনায়িকা পরীমণি । ছবি: ফেসবুক
এরপর তিনি লিখেছেন, ‘এই যে আমি, কতো অসহায় লাগে আমার নিজেকে যখন একা একা খেতে বসতে হয়। শুধু এই একটা সময়ই আমার নিজেকে বড্ড একা লাগে। এতিম লাগে। নানা ভাই বেঁচে থাকতে কোনো দিন বুঝতে পারি নাই আমি এমন ভাবে একা ! কি রাত, কি দিন, কি ঠিক সময়, কি অসময়ে যখনই খেতে বসতাম নানা ভাই সামনে বসে থাকতো।’
সবশেষে পরী লিখেছেন, ‘বাচ্চারা ঘুমালে একটু নিজের জন্য সময় পাওয়া যাবে ভাবি। হাতে জমে থাকা কতো কাজ সেরে ফেলবো ভাবি। করিও সবই। শুধু খাবার সামনে একা বসে খেতে আর পারি না। রোজার সময়ে আজ আর সেহরি বা ইফতারে কোনো আয়োজন থাকে না আমার। আমি সব সয়ে নতুন করে বাঁচার মানুষ বরাবরই। আমি জানি, আমার বাচ্চারা বড় হয়ে গেলে আবার নতুন করে সুখী মানুষ হয়ে যাবো আমি। সময় বা অসময়ে তখন একা বসে খেতে তো হবে না আর...’
চিত্রনায়িকা পরীমণি । ছবি: ফেসবুক
এদিকে, সম্প্রতি ‘গোলাপ’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেও তার শুটিং এখনো শুরু হয়নি। তাই এই নায়িকার এখন কোন শুটিং-এর ব্যস্ততা নেই। তিনি বরং নিজের পোশাকের ব্র্যান্ড বডি’র প্রচার নিয়ে ব্যস্ত আছেন। এরইমধ্যে পরী ধরা দিয়েছেন নতুন লুকে। কেননা, পরীর দীঘল কালো চুল আর কালো নেই, ধরেছে বিদেশিনীদের মতো সোনালি রঙ! তিনি চুলে রঙ করিয়েছেন।
নামাজের ভিডিও ভাইরাল, থালাপতি বিজয়ের ‘ধর্ম বদল’ নিয়ে যা জানা গেল
বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
|
টুপি পরে ইফতারে অংশ নেন দক্ষিণ ভারতের মেগাস্টার থালাপতি বিজয়
বিনোদন
দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় অভিনয় গুণে নিজ দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশেও খ্যাতি লাভ করেছেন। নিজেকে মেলে ধরেছেন রাজনীতির মাঠেও। কয়েক দিন আগেই একটি ইফতার আয়োজনে অংশ নিয়েছিলেন। সেখানকার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবি ও ভিডিও ঘিরে দাবি করা হয়, থালাপাতি বিজয় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মূলত, সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এ দাবি মিথ্যা ও গুজব।
ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে সাদা পোশাক ও টুপি পরিহিত অবস্থায় দেখা গেছে অভিনেতা থালাপাতি বিজয়কে। এসব ছবি-ভিডিও ঘিরেই অভিনেতা ইসলাম ধর্ম গ্রহণ করার দাবি করা হয়। যা সত্য নয়। তথ্য যাচাই-বাছাই সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবি সত্য নয়।
সম্প্রতি পবিত্র রমজান উপলক্ষে একটি ইফতার অনুষ্ঠানে দক্ষিণী তারকার অংশ নেয়ার ছবি-ভিডিও কেন্দ্র করে ধর্ম পরিবর্তনের এ দাবি প্রচার করা হলেও―বিশ্বস্ত কোনো সূত্র থালাপাতি বিজয়ের ধর্ম পরিবর্তনের তথ্য নিশ্চিত করেনি। আবার তারকার আগের বক্তব্য এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনেও কখনো নিজেকে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী হিসেবে ঘোষণা করেননি। তবে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এ অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল গত ৭ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দেখা যায়, গত ৭ মার্চ শুক্রবার রমজান উপলক্ষে চেন্নাইয়ে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেন থালাপাতি বিজয়। সেই অনুষ্ঠানে সাদা পোশাক ও টুপি পরে হাজির হয়েছিলেন তিনি। আয়োজনে ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে সন্ধ্যার নামাজ পড়েন এবং ইফতার করেন। কিন্তু প্রতিবেদনে কোথাও তার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচন করার পরিকল্পনা করছেন দক্ষিণীএই তারকা।
সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সোশ্যাল মিডিয়া এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের গত ৭ মার্চ প্রকাশ হওয়া এক পোস্টে এ ঘটনার ভিডিও পাওয়া গেছে। ওই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, এটি তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রতিষ্ঠাতা ও প্রধান থালাপাতি বিজয়ের রমজান মাসে চেন্নাইয়ে আয়োজিত এক ইফতার মাহফিলের ভিডিও।
এ ছাড়া এই ঘটনা ভারতের একাধিক সংবাদমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশ হলেও কোথাও থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এ তারকার এমন উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সমালোচনা করেছেন অনেকে।
এদিকে, ২০২২ সালে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে দক্ষিণী সুপারস্টারের ধর্মীয় বিশ্বাস নিয়ে অনুসন্ধানে তার বক্তব্য পাওয়া যায়। থালাপাতি বিজয় বলেন, আমি একজন দৃঢ় বিশ্বাসী। চার্চে যাই, আবার ‘ধুপাক্কি’ সিনেমার শুটিংয়ের সময় মন্দির ও আমিন পীর দরগায়ও গেছি। সব জায়গাতেই এক ধরনের ঐশ্বরিক অনুভূতি পেয়েছি। আমার মা একজন হিন্দু এবং বাবা একজন খ্রিস্টান। প্রেম করে বিয়ে করেছিলেন তারা। এমন এক পরিবারে বেড়ে উঠেছি আমি, যেখানে কখনো কোথায় যাওয়া ঠিক বা ঠিক নয়, আমাকে এ ব্যাপারে কখনো বাধা দেয়া হয়নি। আমার সন্তানদেরও সেই একই শিক্ষা দিচ্ছি আমি।
প্রসঙ্গত, সব প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, অভিনেতা থালাপাতি বিজয়ের ইসলাম ধর্ম গ্রহণের দাবিটি কেবলই মিথ্যা ও গুজব।
শাকিব খান ও ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি
বিনোদন
টিজার উন্মোচনের পর রীতিমতো উন্মাদনা তৈরি করেছে শাকিব খানের মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘বরবাদ’। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘বরবাদ’ শাহরিন আক্তার সুমি প্রযোজিত প্রথম সিনেমা
এবার জানা গেল, এই প্রযোজকের পরবর্তী সিনেমাতেও শাকিব খানই থাকছেন। এমনটা জানিয়েছেন প্রযোজক শাহরিন আক্তার সুমি নিজেই। সেই সঙ্গে এও জানালেন, এই সিনেমাটিতে বাংলাদেশের প্রডাকশনের সঙ্গে যুক্ত থাকবে হলিউড!
‘বরবাদ’-এ শাকিব খান
এই প্রযোজক বলেন, ‘নেক্সট প্রজেক্টও শাকিব ভাইয়ের সঙ্গে হবে। ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। এবার আমাদের সঙ্গে হলিউড ইন্ডাস্ট্রি যুক্ত থাকবে। তাদের সঙ্গে আমরা কো-প্রডাকশনে কাজ করবো এবং সেখানকার স্টারও থাকবে।’
তবে এখনই বিস্তারিত জানাতে চাননা প্রযোজক। শুধু এটুকু বললেন, ‘আগে থেকে সবকিছু বলার চেয়ে আমরা কাজ আরম্ভ করে জানাবো। তবে ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু করেছি। আগামীতে বিস্তারিত অ্যানাউন্সমেন্ট দিয়ে জানাবো। বছরে তিন থেকে চারটি সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।’
‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেধেছেন কলকাতার ইধিকা পাল
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেধেছেন কলকাতার ইধিকা পাল। এছাড়াও রয়েছেন পশ্চিমবঙ্গের তুখোড় অভিনেতা যিশু সেনগুপ্ত, আইটেম গানেও দেখা যাবে সেখানকার নুসরাত জাহানকে। ঢালিউডের ডাকসাইটে ভিলেন মিশা সওদাগর প্রমুখ। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
গতরাতে ভারতের জয়পুরে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস আইফা’র রজতজয়ন্তী অর্থাৎ ২৫তম আসর। আর তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে সেরার মুকুট পরেছে একেবারেই নতুন প্রজন্মের কয়েকজন তারকা। কারা জিতলেন এবারের পুরস্কার? দেখে নিন ছবিতে—
রাকেশ রোশনকে আজীবন সম্মাননা তুলে দেন এভারগ্রীণ অভিনেত্রী রেখা
এবার আইফার রজতজয়ন্তী অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন বলিউডের বিখ্যাত পরিচালক-প্রযোজক ও অভিনেতা রাকেশ রোশন। তিনি সুপারস্টার হৃত্বিক রোশনের বাবা।
‘লাপাতা লেডিস’-এর পুরো টিম স্টেজে
এবার সেরা ছবি হয়েছে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’। আইফার ইনস্টাগ্রাম থেকে
আইফা হাতে কার্তিক আরিয়ান
‘ভুল ভুলাইয়া ৩’-এর জন্য সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন কার্তিক আরিয়ান। ছবি: আইফার ইনস্টাগ্রাম থেকে
সেরা অভিনেত্রী হয়েছেন নিতাংশি গোয়েল
সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার উঠেছে নিতাংশি গোয়েলের হাতে, ‘লাপাতা লেডিস’-এর জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। আইফার ইনস্টাগ্রাম থেকে
কিরণ রাও
‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন কিরণ রাও। আইফার ইনস্টাগ্রাম থেকে
বিপ্লব গোস্বামী
‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা গল্পকারের পুরস্কার পেয়েছেন বিপ্লব গোস্বামী। আইফার ইনস্টাগ্রাম থেকে
কুনাল খেমু
গত বছরের আলোচিত কমেডি সিনেমা ছিল ‘মারগাঁও এক্সপ্রেস’। এ সিনেমার জন্য সেরা নবাগত নির্মাতা হয়েছেন কুনাল খেমু। আইফার ইনস্টাগ্রাম থেকে
লক্ষ্য লালওয়ানি
অ্যাকশন সিনেমা ‘কিল’-এ অনবদ্য পারফরম্যান্সের সেরা নবাগত পুরুষ অভিনয়শিল্পী হয়েছে লক্ষ্য লালওয়ানি। আইফার ইনস্টাগ্রাম থেকে
প্রতিভা রত্ন
সেরা নবাগত নারী অভিনয়শিল্পী হয়েছেন প্রতিভা রত্ন, ‘লাপাতা লেডিস’-এর জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। আইফার ইনস্টাগ্রাম থেকে
রাঘব জুয়াল
নেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী হয়েছেন রাঘব জুয়াল (কিল)। আইফার ইনস্টাগ্রাম থেকে
রবি কৃষাণ
‘লাপাতা লেডিস’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন রবি কৃষাণ। আইফার ইনস্টাগ্রাম থেকে
জানকি বড়িওয়ালা
‘শয়তান’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা নারী অভিয়শিল্পী হয়েছেন জানকি বড়িওয়ালা। আইফার ইনস্টাগ্রাম থেকে
সেরা নারী সংগীতশিল্পী হয়েছেন শ্রেয়া ঘোষাল
‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ‘আমি যে তোমার ৩.০’ গানের জন্য সেরা নারী সংগীতশিল্পী হয়েছেন শ্রেয়া ঘোষাল। আইফার ইনস্টাগ্রাম থেকে
জুবিন নটিয়াল
সেরা পুরুষ সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছে জুবিন নটিয়াল। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার ‘দুয়া’ গানের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। আইফার ইনস্টাগ্রাম থেকে
রাম সমপথ
‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা সংগীত পরিচালক হয়েছেন রাম সমপথ। আইফার ইনস্টাগ্রাম থেকে
বসকো সিজার
সেরা নৃত্য কোরিওগ্রাফার হয়েছেন বসকো সিজার। ‘ব্যাড নিউজ’ সিনেমার ‘তওবা তওবা’ গানের জন্য এই পুরস্কার উঠেছে তাদের হাতে।