শততম পর্বে ‘জমিদার বাড়ি’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘জমিদার বাড়ি’ নাটকের দৃশ্য

‘জমিদার বাড়ি’ নাটকের দৃশ্য

গত বছরের অক্টোবর থেকে প্রচার হয়ে আসে তারকাবহুল ধারাবাহিক নাটক ‘জমিদার বাড়ি’। বুধবার (২৩ জুন) নাটকটির শততম পর্ব প্রচার হতে যাচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দায়।

টিপু আলম মিলনের গল্পে এবং নিজের সংলাপ-চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন দোদুল।

বিজ্ঞাপন

‘জমিদার বাড়ি’র শততম পর্ব প্রচার উপলক্ষে পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘দর্শকদের অকৃত্রিম ভালোবাসাই নাটকটিকে এতদূর নিয়ে এসেছে। বিশেষ করে নাটকটি মানসম্পন্ন করার জন্য অভিনয় শিল্পীদের আন্তরিকতা এবং আমার চেষ্টার কোনো কমতি ছিল না। ’

‘জমিদার বাড়ি’ নাটকের দৃশ্য

জমিদারী প্রথা শেষ হয়েছে অনেক আগে। ভগ্নপ্রায় জমিদার বাড়িগুলো এখন পর্যটন কেন্দ্রে পরিণত। কিন্তু প্রথা শেষ হলেও বংশ পরম্পরায় তাদের শরীরে রয়ে গেছে জমিদারীর অহংকার। তারা মানতেই চায় না এ এক নতুন সমাজ, তাদের জমিদারী এখন আর নেই। কিন্তু তা না থাকলেও, জমিদারী প্রথার মতোই শ্রেণি বৈষম্য এখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে।

বিজ্ঞাপন

এই বিষয়টিই ‘জমিদার বাড়ি’র মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে বলেই জানান নির্মাতা। এতে অভিনয় করছেন শম্পা রেজা, আ খ ম হাসান, মনোজ সেনগুপ্ত, নাদিয়া মীম, শিল্পী সরকার অপু, সুব্রত, মোমেনা চৌধুরী, মিলন ভট্ট, সিফাত, ইমতু, রাশেদ মামুন অপু।

‘জমিদার বাড়ি’ নাটকের দৃশ্য

প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচার হয়।