জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে জুটি করে এবারের ঈদের জন্য বেশ ক’টি নাটক নির্মাণ হয়েছে। এরমধ্যে সবচেয়ে মজার কাজ হতে যাচ্ছে ‘পান্তা ভাতে ঘি’- এমনটাই দাবি সংশ্লিষ্টদের।
নাটকটির নামের মধ্যেই রয়েছে মজার ইঙ্গিত, যদিও এর বেশি কিছু আগাম বলতে নারাজ এর নাট্যকার রাজীব আহমেদ ও নির্মাতা বি ইউ শুভ। এটি সম্প্রতি নির্মাণ হয়েছে সিএমভি’র ব্যানারে।
বিজ্ঞাপন
রাজীব আহমেদ বলেন, ‘যেহেতু ঈদ উৎসবের প্রজেক্ট, তাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নাটকটি লেখা। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল নাটকে পরিণত হবে।’
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘পান্তা ভাতে ঘি’। সবক’টি কাজ ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
চিত্রপরিচালক শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন হালের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি।
ঢাকার গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (২৩ নভেম্বর) সন্ধ্যায় ৪৭ বছর বয়সী শাহ আলম মণ্ডল মারা গেছেন। প্রথম সিনেমার পরিচালকের মৃত্যুতে শোক জানিয়েছেন পরীমণি। রোববার সকালে ফেসবুকে লিখেছেন, ‘ওস্তাদ, আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেল। আপনিও, মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না।’
ক্যারিয়ারের শুরুতে টুকটাক মডেলিং করেছেন পরীমণি। কয়েকটি নাটকেও দেখা গেছে তাকে। ২০১৩ সালের আগস্টে এক নাট্যপরিচালকের মাধ্যমে পরীমণির সঙ্গে শাহ আলম মণ্ডলের পরিচয় হয়; শাহ আলম দীর্ঘদিন পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী পরিচালক হিসেকে কাজ করে ‘ভালোবাসা সীমাহীন’ নামের একটি চলচ্চিত্র পরিচালনায় হাত দিয়েছেন।
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন পরিচালক। দিন দিন অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এভাবে পাঁচ হাসপাতাল ঘুরে শুক্রবার এই পরিচালককে ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তবে তাঁকে আর ফেরানো যায়নি। শাহ আলম মণ্ডলের মরদেহ রংপুরের বদরগঞ্জে নেওয়া হয়েছে।
শাহ আলম মণ্ডল ২০১১ সালে চলচ্চিত্রে আসেন। শাহ আলম মণ্ডলের অন্য ছবিগুলো হলো ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।
শাহরিয়ার স্বপন বাংলাদেশের একজন সফল তরুণ সংগঠক। তার বেশি পরিচিতি দেশের অন্যতম বড় তারকাবহুল অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘বাইফা’র ফাউন্ডার হিসেবে।
এছাড়া তিনি ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’সহ নানা ধরনের ইভেন্ট অর্গানাইজ করে আসছেন বিগত এক দশক ধরে। কাজের স্বাীকৃতিস্বরূপ দেশ-বিদেশের নানা সম্মাননাও পেয়েছেন। তারমধ্যে রয়েছে ভারত, থাইল্যান্ড, দুবাইসহ নানা দেশের পুরস্কার।
এবার ভারতের আরেকটি সম্মানজনক প্রাপ্তি যোগ হলো তার ঝুলিতে। তিনি ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ২০২৪’ পেয়েছেন। তরুণ সমাজসেবক, সাংস্কৃতিক কর্মকান্ড ও মানবাধিকার সংগঠক হিসেবে এই পুরস্কার পেয়েছেন তিনি। সম্প্রতি ভারতের কলকাতায় অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন শাহরিয়ার স্বপন। তার হাতে পুরস্কার তুলে দেন কলকাতার স্বনামধণ্য ব্যক্তিবর্গ।
পুরস্কার পেয়ে তিনি বার্তা২৪.কমকে বলেন, ‘বিগত এক দশক ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছি। প্রতিটি ইভেন্টের মাধ্যমে সমাজের জ্ঞাণী-গুণী মানুষদের সম্মান প্রদাণের চেষ্টা করি। দেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস থেকে শুরু করে নারীশক্তির জয়কে সেলিব্রেট করতে নারী দিবস সম্মাননাসহ নানা ধরনের আয়োজন করে আসছি। এছাড়া সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও সম্মান থেকে দেশসেরা শিল্পীদের কাজের স্বীকৃতি দিতে একাধিক বড় পরিসরের আয়োজন করে থাকি। আগামীতে দেশের বাইরেও এ ধরনের কাজের মাধ্যমে আমার দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ইচ্ছে। অর্থাৎ আমার সকল কাজই সমাজে শান্তি ও পজিটিভিটি ছড়িয়ে দেবার জন্য। তাই ভারত থেকে সে দেশের জাতির জনকের নামে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার পেয়ে আমি গর্বিত। আমার কাজের যথার্থ মূল্যায়ন দেবার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।’
গ্রাম থেকে উঠে আসা শামসুন্নাহার স্মৃতির পরীমণি হয়ে ওঠা অনেকটা সিনেমার কাহিনির মতোই। মাকে হারিয়েছেন খুব কম বয়সেই; তার বাবারও মৃত্যু হয়েছে দুর্বৃত্তের গুলিতে। পরে অভিভাবকের দায়িত্ব নেন নানা শামসুল হক গাজী।
আর আজ তিনি সারাদিন চর্চিত প্রথম স্বামীর সড়ক দুর্ঘটনায় নিহতের খবরকে কেন্দ্র করে। এরপর আবার তার প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালকের লাইফ সাপোর্টের খবর আসে।
তবে পরী আছেন তার নিজের মতো। ফেসবুকে আঁড়ি পাতলে দেখা যায়, তিনি এখন গ্রামে। তার বাড়িতে খাসি কোরবানি করা হয়েছে। মেয়েকে নিয়ে প্রথমবার নিজের নানাবাড়ি গেলেন পরী। এমন সময়ে পরী ফেসবুকে দিলেন এক রহস্যময় স্ট্যাটাস। পরীমণি কণ্ঠশিল্পী হায়দার হোসেনের জনপ্রিয় গানের দু’লাইন তুলে ধরেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা!’
পোস্টের মন্তব্যের ঘরে পরীর অনুসারীদের একজন লিখেছেন, কথাগুলো সত্য...। নায়িকার সঙ্গে একমত হয়ে অন্য একজন লিখেছেন, ‘যার চলে যায় সেই বোঝে।’
তবে পরীর এই স্ট্যাটাস কার উদ্দেশে তা বোঝা যাচ্ছে না। তিনি কি কথাগুলো তার প্রাক্তন স্বামীর মৃত্যুতে লিখেছেন? নাকি তার নানার মৃত্যুবার্ষিকীতে উপলক্ষ্যে স্মৃতিচারণ?
গেল বছরের ২৩ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। দেখতে দেখতে পরীমণির নানার মারা যাওয়ার এক বছর পূর্ণ হলো শনিবার (২৩ নভেম্বর)। নানার প্রথম মৃত্যুবার্ষিকীতে বরিশালেই আছেন পরীমণি। আয়োজন করেছেন দোয়া-মাহফিলের।
অন্যদিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাতে জানাজা শেষে নিজবাড়ি ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গতকাল রাত থেকেই সংবাদ শিরোনামে আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তার প্রথম স্বামীর মৃত্যুর খবরটি তাকে জড়িয়ে করা হয়েছে, যদিও তার সঙ্গে পরীর কোন সম্পৃক্ততা ছিলো না। একই দিনে আবারও আরেকটি খবরে জুড়ে গেলো পরীর নাম।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দিন দিন তার অসুস্থতা বাড়তে থাকে। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এভাবে ৫ হাসপাতাল ঘুরে গতকাল শুক্রবার এই পরিচালককে ভর্তি করানো হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পরিস্থিতির অবনতি হলে আজ শনিবার ভোরে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালকের স্ত্রী উম্মে কুলসুম।
তিনি জানালেন, শাহ আলম মণ্ডলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গত দুই দিনে ১৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কোনো অবস্থায় তার শরীরের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। চিকিৎসকের বরাতে এই পরিচালকের পরিবার জানিয়েছে, শাহ আলম মণ্ডলের লিভার ফাংশন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা সিরিয়াস পর্যায়ে আছে। তার জন্য প্রচুর ‘এ’ পজিটিভ রক্তের প্রয়োজন। এর আগে চলতি বছরের জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহ আলম মণ্ডল।
শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)। পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে শাহ আলম মণ্ডল ২০১১ সালে চলচ্চিত্রে আসেন। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও।