৬৪ জেলার শিশুরা শুভেচ্ছা জানাবে প্রধানমন্ত্রীকে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘দেশরত্ন শেখ হাসিনা’।

নাট্যাংশ, নাচ, গান, আবৃত্তি, গ্রন্থপাঠের মাধ্যমে সাজানো হয়েছে এটি। এছাড়াও ৬৪টি জেলার ৬৪জন শিশু একমঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবে।

বিজ্ঞাপন

১৯ জন শিশু ‘৭৫’ শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ লেখা কেক কাটবে।

শিশুদের কণ্ঠে পরিবেশিত হবে ‘আলো আমার আলো’ এবং ‘এদিন আজি কোন ঘরেগো খুলে দিলো গানদুটি। কবির বকুলের লেখা ‘এই মেয়ে সেই মেয়ে’ এবং ‘৫২ আমার মা এবং ৭১ আমার বাবা’ শিরোনামের দুটি গানও থাকছে।

বিজ্ঞাপন

নিমা রহমানের কণ্ঠে ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করবে তামান্না রহমান ও তার দল।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর (এমপি)।

‘স্মৃতির দক্ষিণ দুয়ার’ থেকে প্রধানমন্ত্রীর লেখা অংশবিশেষ পাঠ করবেন মনিরা ইউসুফ মেমী।

‘একজন সাধারণ শিশুর স্বপ্ন’ শিরোনামে একটি নাট্যাংশও থাকছে এই অনুষ্ঠানে। ড. নুজহাত চৌধুরীর উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। অনুষ্ঠানটি প্রচারিত হবে ২৮ সেপ্টেম্বর রাত ৯টায়।