মেয়ের জন্মদিন পালন করতে মালদ্বীপে ঐশ্বরিয়া-অভিষেক
আগামী ১৬ নভেম্বর ১০ বছরে পা দেবে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতির একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন। মেয়ের জীবনের বিশেষ দিনটিকে আরও একটু বিশেষ করে তুলতে তাকে নিয়ে বিদেশ ভ্রমণে গিয়েছেন এই তারকা দম্পতি।
মেয়ের ১০ম জন্মদিন পালনের জন্য মালদ্বীপ গিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন দম্পতি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন ঐশ্বরিয়া।
সাবেক এই বিশ্বসুন্দরীর শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে- সাদা বালি, নীল আকাশ, নারকেল গাছ, দু’পাশে সুইমিং পুল এবং তার একটু সামনে নীল পানির সমুদ্র।
ছবিটির ক্যাপশনে অ্যাশ লিখেছেন, “সূর্য, বাতাস এবং আনন্দ।”
ঐশ্বরিয়া ও অভিষেকের শেয়ার করা ছবি থেকে জানা গেছে, তারা বর্তমানে মালদ্বীপের আমিলা মালদ্বীপ রিসর্ট অ্যান্ড রেসিডেন্টে আছেন। সেখানেই একমাত্র কন্যার ১০ম জন্মদিন পালন করবেন তারা।