আমি আর পারছি না, বিদায়!
হিন্দু ধর্মাবলম্বীদের দেবতাদের নিয়ে অশালীন মন্তব্যের কারণে এ বছরের শুরুতে গুজরাত থেকে গ্রেফতার করা হয়েছিলো কমেডিয়ান মুনাওয়ার ফারুকীকে। হিন্দু চরমপন্থী সংগঠনগুলোর রোষের মুখে পড়তে হয়েছিলো তাকে। আলোচিত সেই ঘটনার পর সম্প্রতি আরও একবার খবরের শিরোনামে এসেছে তার নামটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট শেয়ার করে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ভারতের এই কমেডিয়ান।
জানা গেছে, গত ২৮ নভেম্বর বেঙ্গালুরুতে পারফর্ম করার কথা ছিল মুনাওয়ার ফারুকীর। ‘ডোংরি টু নোওয়ার’ শীর্ষক এই স্ট্যান্ডআপ কমেডি শো শেষ মুহূর্তে বাতিল করে দেওয়া হয়। এরপর এক বিবৃতিতে মুনাওয়ার জানান, এই নিয়ে গত ২ মাসে তার ১২ নাম্বার শো বাতিল করে দেওয়া হল। এ ঘটনার জেরে ভেঙে পড়ে তরুণ এই শিল্পী ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।
তিনি বলেন, “ঘৃণা জিতে গেল, শিল্পী হেরে গেল। আমি আর পারছি না, বিদায়! এটা অবিচার।”
Nafrat jeet hai, Artist haar gaya.
Im done! Goodbye! INJUSTICE pic.twitter.com/la4xmaeQ0C — munawar faruqui (@munawar0018) November 28, 2021
ভক্তদের ধন্যবাদ জানিয়ে এবং কিছুটা আক্ষেপ করে মুনাওয়ার আরও বলেন, ‘আমার মনে হচ্ছে এটাই শেষ। আমার নাম মুনাওয়ার ফারুকী, এর আমার সময় ফুরিয়ে গেছে। আমার দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ’।