জীবনযুদ্ধে টিকে থাকার গল্পে ‘প্লেয়ারস’

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম মৃধা ও শিশু শিল্পী মুনতাহা

তামিম মৃধা ও শিশু শিল্পী মুনতাহা

জীবনের তাগিদে মানুষ কতো কিছুই না করে। কেউ একা জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টা চালায়। কেউবা দলবেঁধে নানান পথ বেছে নেয়। এমন একটি চক্রের গল্প নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘প্লেয়ারস’।

এটি লিখেছেন ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।

বিজ্ঞাপন

নাটকটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তামিম মৃধা। চক্রের সদস্য হিসেবে দেখা যাবে মনিরা আক্তার মিঠু, সামিরা খান মাহি, রাহেল ও শিশুশিল্পী মুনতাহাকে।

‘প্লেয়ারস’ প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি বলেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালায় একঝাঁক তরুণ কাজ করে। কেএম সোহাগ রানা তাদের মধ্যে অন্যতম। ছেলেটা দারুণ মেধাবী। সে ইতোমধ্যে কয়েকটি কাজ করে প্রশংসা কুড়িয়েছে। নতুন নাটকটিও দর্শকদের ভালো লাগবে আশা করি।’

বিজ্ঞাপন

ঢাকার উত্তরায় নাটকটির চিত্রায়ন হয়েছে। এর আবহ সংগীত তৈরি করেছেন নাভেদ পারভেজ। চিত্রগ্রহণে আদিত্য মনির। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে ‘প্লেয়ারস’ দেখা যাবে শিগগিরই।