প্রতিবেশীর প্রতি পোষা কুকুর হত্যার অভিযোগ আনলেন সোনিয়া রিফাতবিনোদন রিপোর্ট, বার্তা ২৪.কম
সোনিয়া রিফাত ও নিহত কুকুর

সোনিয়া রিফাত ও নিহত কুকুর

  • Font increase
  • Font Decrease

প্রাণবিক মানুষ হিসেবেই স্যোসাল মিডিয়ায় পরিচিত মডেল ও উপস্থাপিকা সোনিয়া রিফাত। তার পোষা কুকুরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ আনলেন।

তার দাবি, ঘাতক গাড়ির চালক একই বিল্ডিংয়ের একটি ফ্লাটের বাসিন্দার ড্রাইভার। গাড়িটির মালিক গৌতম, একটি ফাইন্যান্স কোম্পানিতে কর্মরত। জানা যায়, কুকুরটি ‘গার্ড ডগ’ হিসেবে থাকতো বিল্ডিংয়ের সামনে। খুব আদর যত্নে পুষতেন সোনিয়া রিফাত।

বিগত কয়েক মাস ধরে বিল্ডিংয়ের কয়েকজন বাসিন্দা কুকুরটারে বিনা কারণে অপসারনের জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন। তারপর হঠাৎ ১৬ জানুয়ারি রাত ৯টার দিকে বিল্ডিংয়ের গ্যারেজের সামনে ঘুমিয়ে থাকা কুকুরটার উপর দিয়ে গাড়ি চালিয়ে গ্যারেজে ঢুকে যায় গাড়িটি। দু’দিন চিকিৎসা চলার পর ১৯ জানুয়ারি সকালে মারা যায় কুকুরটি। কুকুরটির নাম ছিলো কুকি।

ঘাতক ড্রাইভারের সাথে যোগাযোগ করে কেন এরকমটা করেছেন জানার চেষ্টা করলে গাড়ির মালিক গৌতম তার ড্রাইভারের সাথে কোন রকম কথা বলতেও দেননি সোনিয়া রিফাতকে। এতে তার সন্দেহ হয় যে, গৌতম ইচ্ছাকৃতভাবে ড্রাইভারকে দিয়ে ব্যাপারটা ঘটিয়েছেন যেহেতু আগেও কুকুর নিয়ে তাদের আপত্তি ছিলো।

এদিকে, বিষয়টি নিয়ে মামলা করতে থানায় গেলে তিনটি থানা ঘুরেও মামলা করতে পারেন নি বলে জানিয়েছেন সোনিয়া। তিনি জানান, বৃহস্পতিবার প্রথমে কাফরুল থানায় মামলা করতে যান তিনি। তারা দাবি করেন ঘটনাস্থল শেওড়াপাড়া তাদের এরিয়ায় না। তারা মিরপুর-২ থানায় যোগাযোগ করতে বলে। তিনি সেখানে গেলে তারা কুকুরের হত্যার মামলা করতে চাওয়ায় ভৎর্সনা পাওয়ারও অভিযোগ করেন তিনি। থানার পক্ষ থেকে বলা হয়-‘এই এলাকা আমাদের অধীনে না আপনি শেরে বাংলা থানায় যোগাযোগ করেন’। শেরে বাংলা থানায় গেলে সেখানে তারা তদন্ত করবে বলে আশ্বাস দেয়। বিষয়টা আন্তরিকতার সাথে নেয়। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় সেই থানা থেকেও তদন্তে এসে, পুলিশ জানায় এই এলাকা শেরে বাংলা থানার অধীনেও না।

সোনিয়া রিফাতের প্রশ্ন. তাহলে তিনি এবং তার হতভাগা কুকুরটি আসলে কোন থানার বাসিন্দা? সোনিয়া রিফাত বলেন, “আমি আদালতের মাধ্যমে মামলা লড়ার প্রস্তুতি নিচ্ছি। প্রাণী অধিকার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি হলে প্রানীদের প্রতি সহিংসতা চালাতে অনেকেই ভয় পাবে বলে মনে করি।”

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বিভিন্ন মন্তব্য ও আলোচনা করছেন নেটিজেনরা।

আইপিএল’র ফাইনালে প্রকাশ পাবে ‘লাল সিং চাড্ডা’র ট্রেলারবিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘লাল সিং চাড্ডা’র পোস্টারে আমির খান ও কারিনা কাপুর খান

‘লাল সিং চাড্ডা’র পোস্টারে আমির খান ও কারিনা কাপুর খান

  • Font increase
  • Font Decrease

‌‌বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তিনি। সবশেষ ২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে দেখা গেছে তাকে। অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’র মধ্য দিয়ে চার বছর পর রূপালি পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন তিনি। কথা হচ্ছে বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে।

আমির খানের ছবি বড়পর্দায় আসবে আর চমক থাকবে না তা কি করে হয় বলুন তো? আর নিজের আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’র ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না সেটি ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছেন আমির। এই যেমন, একই ছবিতে নানা অবতারের ধরা দিচ্ছেন তিনি। দেশের বহু শহরে পৌঁছে শুটিং করেছেন ছবিটির। কয়েক দিন আগে রেডিও চ্যানেলে মুক্তি পেয়েছে ছবির গান। যেখানে অন্যান্য ছবির ভিডিও গান প্রকাশ্যে আসে, সেখানে ‘লাল সিং চাড্ডা’র নতুন গান শুধু অডিওর মধ্যে দিয়ে সামনে আনলেন।

এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, আগামী ২৯ মে আইপিএলের ফাইনালে ‘লাল সিং চাড্ডা’র প্রথম ঝলক প্রকাশ্যে আনবেন মিস্টার পারফেকশনিস্ট।

জানা গেছে, খেলা চলাকালীনই টেলিভিশনের পর্দায় ফুটে উঠবে আমিরের এই ছবির প্রথম ঝলক। জানা গিয়েছে, আইপিএলের উন্মাদনাকে কাজে লাগিয়ে ‘লাল সিং চাড্ডা’র প্রচার সারতে চাইছেন আমির।

;

সারার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কার্তিকবিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
কার্তিক আরিয়ান ও সারা আলি খান

কার্তিক আরিয়ান ও সারা আলি খান

  • Font increase
  • Font Decrease

প্রেমের সম্পর্ক ছিলো কার্তিক আরিয়ান ও সারা আলি খানের। যার শুরুটা হয়েছিলো ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল’ ছবির সেট থেকে। কিন্তু প্রেমের বিষয়টি নিয়ে এই তারকা জুটির কেউই কখনও কোন মন্তব্য করেননি।


‘লাভ আজ কাল’ ছবির সেট থেকে কার্তিক-সারার প্রেমের শুরুটি হলেও, ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর প্রেম ভেঙে যায় তাদের। ইনস্টা থেকে সেই সময় একে-অপরকে আনফলো করে দিয়েছিলেন তারা। এরপর অনেকে তো সেসময় এমনটিও বলেছিলো যে, ছবির প্রোমোশনের জন্যই নাকি এই প্রেমের সম্পর্কের নাটক করেছিলেন তারা।


তবে এবার হয়তো সারার সঙ্গে প্রেমের বিষয়টি স্বীকার করে নিলেন কার্তিক আরিয়ান। সম্প্রতি নবভারত টাইমসে দেওয়া সাক্ষাৎকারে কার্তিক নিজের প্রেম প্রসঙ্গে জানান, ‘না না ওখানে কোনও কিছু প্রোমোশনাল ছিল না। কীভাবে এটা আমি বোঝাব? আমরাও তো মানুষ, তাই সব কিছু প্রোমোশনাল হয় না। এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা আমিার পক্ষে সম্ভব নয়।’


এই তারকা জুটি তাদের বিচ্ছেদ নিয়ে কোন মন্তব্য না করলেও, তাদের এই প্রেম ভাঙার কারণ হিসেবে মাঝে উঠে এসেছিল ‘পজেসিভনেস’র থিয়োরি।

;

কানের লালগালিচায় আলো ছড়ালেন আরিফিন শুভবিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
কানের লালগালিচায় আরিফিন শুভ

কানের লালগালিচায় আরিফিন শুভ

  • Font increase
  • Font Decrease

পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী কান চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ রেড কার্পেটে হেঁটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। কান উৎসবের চতুর্থ দিন (২০ মে) ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদা-কালোর সমন্বয়ে ড্যাপার বিস্পোকে টাকসিডোর রেড কার্পেটে দেখা মেলে বাংলাদেশি এই পাওয়ার-স্টারের।

নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ। এক প্রতিক্রিয়ায় নায়ক জানিয়েছেন, ‘কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো; একেবারে স্বপ্নের বাইরের কোনও কিছুকে ছোঁয়ার মতো। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে। আমার অসংখ্য ভক্ত-ফ্যান যাঁরা আছেন, আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব তাঁদের যে আস্থা-বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে।’


কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ট্রেইলার প্রদর্শন হয়।

সিনেমাটির সবশেষ অবস্থা প্রসঙ্গে ভ্যারাইটিকে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল টিজার পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। যদিও দেখানো হয়নি কারও লুক। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।


সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

;

ছেলের মা হলেন রিহানাবিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
রিহানা

রিহানা

  • Font increase
  • Font Decrease

ছেলের মা হলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা রিহানা। গত ১৩ মে লস অ্যাঞ্জেলসে পুত্র সন্তানের জন্ম দেন রিহানা।


রিহানার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সন্তানকে নিয়ে বর্তমানে নিজেদের লস অ্যাঞ্জেলসের বাড়িতেই রয়েছেন রিহানা। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন।


ফেব্রুয়ারি মাসের শুরুতেই বয়ফ্রেন্ড এসাপ রকির হাত ধরে নিউইয়র্ক সিটির রাস্তায় বেবিবাম্প নিয়ে হাঁটতে দেখা গিয়েছিল রিহানাকে। ছবিতে স্পষ্ট ধরা পড়েছিল তার বেবিবাম্প, আর সেই শুরু হইচই। ছেলে হওয়ার সুখবর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রিহানা, কিন্তু তাতে কী! সবমহল থেকে উপচে পড়ছে শুভেচ্ছা বার্তা। দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াও পিছিয়ে থাকলেন না। সোশ্যাল মিডিয়ায় রিহানাকে মাতৃত্বকে আলিঙ্গন করার জন্য অভিনন্দন বার্তা দিলেন।


রিহানার প্রেগন্যান্সি শ্যুটের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেই ছবির ক্যাপশনে পিগি চপস লেখেন, ‘অভিনন্দন রিহানা’ সঙ্গে জুড়ে দেন একটা হলুদ হার্ট ইমোজি।

;