নতুন অতিথিকে স্বাগত জানাতে যাচ্ছেন গুরমিত চৌধুরী ও দেবিনা ব্যানার্জী। ১১ বছর পর এই তারকা দম্পতির ঘর আলোকিত করে আসতে যাচ্ছে নতুন এই সদস্য।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে নতুন অতিথির আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন গুরমিত-দেবিনা।
বিজ্ঞাপন
গুরমিত-দেবিনার শেয়ার করা ছবিটিতে দেবিনার বেবিবাম্প দেখা গেছে। এর ক্যাপশনে ছোটপর্দার এই অভিনেত্রী লিখেছেন, “তিন হতে যাচ্ছি আমরা। ছোট চৌধুরী আসতে যাচ্ছে। আপনাদের সকলের আর্শীবাদ চাই।”
ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ গুরমিত চৌধুরী ও দেবিনা ব্যানার্জী। ‘রামায়ণ’ সিরিয়ালে কাজ করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা দম্পতি।
বিজ্ঞাপন
ভালোবেসে ২০১১ সালে বাঙালি কন্যা দেবিনা ব্যানার্জীর সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান গুরমিত চৌধুরী।
প্রকাশিত হয়েছে আসন্ন ঈদের ছবি ‘জ্বীন ৩’-এর দ্বিতীয় পোস্টার। যেখানে দেখা গেল আবদুন নূর সজল ও তানিয়া আহমেদকে।
তাদের মাঝে কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে। যার হাত ভর্তি লম্বা নখ, বড়বড় রক্ত চোষা দাঁত!
যারা নিয়মিত সিনেমা দর্শক, তারাও প্রথম দর্শনে চিনতে পারবেন না যে তিনি গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া! পোস্টারটি দেখে নজর আঁটকে যাচ্ছে তার দিকে।
নুসরাত ফারিয়া
কৌতূহলে দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে!
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানান, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।
‘জ্বীন ৩’-এর পোস্টার
‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া।
একটুর জন্য অস্কার হাত ছাড়া হলো হলিউডের কিংবদন্তীতূল্য অভিনেত্রী ডেমি মুরের! ‘দ্য সাবস্ট্যান্স’-এ অসাধারণ অভিনয়ের জন্য এবার অস্কারের চূড়ান্ত পর্বে তিনি ছিলেন সেরা অভিনেত্রীর দাবিদার! কিন্তু অস্কার হাত ফস্কে গেলেও চলতি বছরে অর্থবিত্তে এই অভিনেত্রী অপ্রতিরোধ্য!
হলিউডের এক উজ্জ্বল নক্ষত্র ডেমি মুর। যার অভিনয় দক্ষতা এবং ক্যারিয়ারের স্থায়িত্ব তাকে অসংখ্য ভক্ত ও সমালোচকদের প্রশংসা এনে দিয়েছে। ১৯৮১ সালে ‘চয়েস’ দিয়ে অভিষেক ঘটার পর থেকে তিনি একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন, যার মধ্যে ঘোস্ট, ইনডিসেন্ট প্রপোজাল, ডিসক্লোজার, চার্লিস অ্যাঞ্জেলস বিশেষভাবে উল্লেখযোগ্য।
এবারের অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পান ডেমি মুর । ছবি: ফেসবুক
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। ছবিটির জন্য ডেমি মুর অস্কারের জন্য মনোনীত হলেও সেরা অভিনেত্রীর পুরস্কার হারান মিকি ম্যাডিসনের (আনোরা) কাছে। তবে, ডেমি মুরের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পত্তির দিকে তাকালে বোঝা যায়, তার ক্যারিয়ারের সাফল্য আজও অটুট!
এরইমধ্যে আমেরিকার পেজথার্টিসিক্স এক প্রতিবেদনে ডেমি মুরের বিশাল সম্পদের আনুমানিক হিসেব প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়, ডেমির অর্থের একটি বড় অংশ আসে রিয়েল এস্টেট এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে।
‘দ্য সাবস্ট্যান্স’ ছবিতে অনবদ্য অভিনয় করেছেন ডেমি মুর
১৯৯০ সালে ব্রুস উইলিসের সঙ্গে মিলে ৮ মিলিয়ন ডলারে নিউ ইয়র্ক সিটির একটি পেন্টহাউস কেনেন ডেমি, যা তিনি ২০১৭ সালে ৪৫ মিলিয়ন ডলারে বিক্রি করেন।
ব্রুস উইলিসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ১০.৫ একরের একটি আইডাহো সম্পত্তি পান, যেখানে ৬টি বেডরুম ও ৮টি বাথরুম রয়েছে। ২০০৩ সালে বেভারলি হিলসে ৩.৪ মিলিয়ন ডলারে একটি বাড়ি কেনেন।
ডেমি মুরের একাল-সেকাল
ডেমির গাড়ির সংগ্রহও বেশ সৌখিন। ১৯৬৭ ফোর্ড মুস্তাং, মার্সিডিজ-বেঞ্জ, ল্যাম্বরগিনি উরুস আছে তালিকায়। তিনি হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন এবং তিনি নারী অভিনেতাদের সমান পারিশ্রমিকের দাবিতে বরাবরই উচ্চকণ্ঠ!
তার সিনেমা, সম্পত্তি, এবং ব্যবসায়িক বুদ্ধিমত্তা তাকে এখনো বিনোদন জগতের অন্যতম বড় তারকা হিসেবে ধরে রেখেছে বলে সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ বছর সেরা অভিনেত্রী ক্যাটাগরীতে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন ডেমি
তৃতীয়বার বিয়ে করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিলনের স্ত্রীর নাম শিপা।
এই অভিনেতার বিয়ের বিষয়টি নিশ্চিত করে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি চট্টগামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। আজ মিলনের দাওয়াতে তার বৌ দেখতে এসেছি। দুজনকে খুব ভালো মানিয়েছে। দোয়া করি ওরা যেনো সুখী হয়।’
নব দম্পতি মিলন-শিপা
এছাড়া মিলন-শিপা দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগলো। সুখী হও। আনন্দে ভাসো। তোমাদের জন্য ভালোবাসা।’
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুর রহমান মিলনের দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ।
দ্বিতীয় স্ত্রী পলি আহমেদ ও ছেলের সঙ্গে মিলন
অভিনেতার প্রথম স্ত্রী ছিলেন মঞ্চ ও চলচ্চিত্রের মেধাবী অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ে ও চার বছরের সংসার জীবনের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করে আসছিলেন অভিনেতা।
তবে ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী-পুত্র সামাজিক মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। সেই ছবি থেকে জানা যায়, তার স্ত্রীর নাম পলি আহমেদ এবং সন্তানের নাম মিহ্রান। আবারও নতুন জীবনে পা দিলেন এই অভিনেতা।
মূলত তিনি তুমুল প্রেমিক অবতারে হাজির হন গানে ও মিউজিক ভিডিওতে। ফলে ভক্তদের কাছে প্রেমময় একটা ইমেজ গড়ে উঠেছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের। তবে এবার আর রোমান্টিক ইমেজ নয়, এই রমজানে নতুন একটি ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন ইমরান।
গানটির শিরোনাম ‘দ্বীনের পথে রোজার সাথে’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ। গানটি গতকাল ভিডিওসহ প্রকাশ হয়েছে ইউটিউবে।
ইমরান মাহমুদুল । ছবি: ফেসবুক
ইমরান এই বিশেষ গান প্রসঙ্গে বলেন, ‘একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’