ভালোবাসা দিবসের নাটকে সালমান-চমক

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সালমান ও চমক

সালমান ও চমক

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘চিরকুট’। বিদ্যুৎ রায়ের গল্পে এটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম।

উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতা। গাড়ি ড্রাইভ করে নিজেই, বাসায় শুধুমাত্র তার মা আর সে থাকে। নিয়মিত শরীরচর্চা তার অভ্যাস। একদিন সকালে ছাদের উপর ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও সাথে চিরকুট রাখা দেখলে সোনালী কৌতুহলবসত চারদিকে খুঁজতে থাকে। দেয়ালের আড়াল থেকে কেউ তাকে ফলো করছে বুঝতে পেরে সে অন্য খেলায় মেতে ওঠে।

বিজ্ঞাপন

সে ওই চিরকুটে নিজের ফোন নম্বর লিখে রেখে আসে। আর সেই সূত্র ধরে সোহানের সাথে হৃদিতার প্রথমে কথা বলা, তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালবাসার সম্পর্ক তৈরি হয়। একসাথে মিশতে গিয়ে হৃদিতার ওভার স্মার্টনেসের কাছে সোহান বারবার বোকা সেজে যায়। ইচ্ছা করে সোহানকে বারবার বোকা বানানোর বিষয়টি হৃদিতা খুব এনজয় করে।

কখনও রেস্টুরেন্টে, কখনও রাস্তায়, কখনও শপিংমলে, আবার কখনও মাঝরাতে ডেকে হৃদয়কে বোকা বানায় হৃদিতা। ঘটতে থাকে মজার মজার ঘটনা নিয়ে এগিয়ে যায় ‘চিরকুট’ নাটক।

বিজ্ঞাপন

নাটকটিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির, রোকেয়া জাহান চমক, সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি ও শিখা খান ও মোইন খান । নাটকটির টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। গানটি লিখেছেন পরিচালক নিজেই । সুর ও সঙ্গীত করেছেন কাওসার খান।

নির্মাতা জানান, আরটিভির অফিসিয়াল ইউটিউ চ্যানেলে নাটকের গানটি প্রকাশ হবে ১২ ফেব্রুয়ারি। এছাড়া রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি ।