বিচ্ছেদের পর নিজেকে অনেকটা গুটিয়েই নিয়েছেন ভারতীয় বাংলার ট্যালেন্টেড অভিনেতা যিশু সেনগুপ্ত। দীর্ঘদিনের সংসার ভেঙেছে, জীবনে এসেছে বড় পরিবর্তন। তার ওপর, বিচ্ছেদের সূত্রপাতের দোষও পড়েছে তার ঘাড়েই। শুধু অচেনা নেটিজনরাই নয়, কাছের মানুষদেরও অভিযোগ ছিল তাকে নিয়ে। অবৈধ প্রেমের সম্পর্কের জের ধরেই নাকি আলাদা হয়েছেন যিশু-নীলাঞ্জনা দম্পতি।
বিচ্ছেদের কথা ওঠার পর থেকেই বেশ চুপচাপ হয়ে যান যিশু। তিনি কোথায় আছেন বা কি করছেন- তা নিয়ে তেমন তথ্য পাওয়া যেত না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যেত না। এতদিন পর বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিললো যিশুর। সদ্য তথাগত ঘোষের তোলা একটি ছবি প্রকাশ পেয়েছে।
যিশুর ছবিটি যেন তার বর্তমান জীবনের প্রতীকী। জীবন েথেকে রঙ হারিয়ে যাওয়ার মতোই ছবিটিও সাদা-কালো। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে বালির মধ্যে শুয়ে আছেন যিশু। পাশ থেকে পড়ন্ত সূর্য উকি মারছে। বিকেল বেলার রোদের মতো তার অস্তিত্বও যে বিলীন হয়নি, এখনো যিশু ফুরিয়ে যাননি- যেন তেমনটাই জানান দিলেন অভিনেতা।
নারী সহায়িকার সঙ্গে যিশুর প্রেম এবং বাবা হওয়ার গুঞ্জন উঠেছিল। এই নিয়ে এখনো সরাসরি মুখ খোলেননি তিনি। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে গণমাধ্যমে খবর ছড়িয়েছে, সেসব অভিযোগ নাকি মিথ্যা। অনেকের মনে প্রশ্ন, সব যদি বানোয়াটই হবে তাহলে নিজেকে গুটিয়ে কেন রেখেছেন যিশু! আর তবে বিচ্ছেদের কারণই বা কি? সেসবের উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় গণমাধ্যমের মতে, সন্তানদের সঙ্গে দূরত্ব বাড়াই তার নীরব হয়ে যাওয়ার কারণ।
দুই মেয়েকে বড্ড ভালোবাসেন যিশু। সন্তান সারা এবং জারার কারণেই নাকি নীরব যিশু। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে সন্তানদের সঙ্গেও দূরত্ব সৃষ্টি হয়েছে। সংসার ভাঙার পাশাপাশি এটিও তার শোকের বড় কারণ। তাই তো সব সম্পত্তি সহ বাড়িও লিখে দিয়েছেন মেয়েদের নামে। পুরানো বাড়িতে দিদির সঙ্গে গিয়ে থাকতে শুরু করেছেন। নিজেকে গুটিয়ে নিয়ে যতটা সম্ভব আগের মতো জীবন যাপন করার চেষ্টায় রয়েছেন।
নিজেকে আড়াল করা নিয়ে অনেকের মনেই যিশুকে নিয়ে প্রশ্ন। সম্ভবত নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে বেশি কাদা ছেটাতে পছন্দ করেন না অভিনেতা। তাই তো, এতদিন পর বিচ্ছেদের কারণ নিয়ে তার দিকে তোলা পুরনো অভিযোগ নিয়ে কথা বলতে শুরু করেছেন যিশু। তাছাড়া, বিচ্ছেদের শোক, সমালোচনা আর দোষারোপ সামলানো- সব মিলিয়ে কিছুটা নিজেকে সময় দিচ্ছিলেন যিশু।
তবে ব্যক্তিগত কারণে তো আর ক্যারিয়ার অবহেলা করা চলে না। যিশু সেনগুপ্ত এখন বেশ বড় নাম সমগ্র ভারত জুড়ে। বলিউড থেকে দক্ষিণী সিনেমা, জনপ্রিয় অনেক ইন্ডাস্ট্রির সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।
সামনেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা। কাজের খাতিরেই তাই হয়তো নিজেকে অবশেষে প্রকাশ্যে আনলেন যিশু। ২০ ডিসেম্বর মুক্তি পাবে ‘খাদান’। সিনেমার দুই মুখ্য চরিত্রে যিশুর পাশাপাশি দেখা যাবে দেবকেও। এছাড়াও, প্রিয়তমাখ্যাত ইধিকা পাল, হিন্দি ভাষার অভিনেত্রী বারখা সহ আরও অনেকে অভিনয় করেছে এই সিনেমায়।