ভারতীয় চ্যানেল সনি এন্টারটেইনমেন্টে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো।’ গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এই শো বন্ধ করতে বাধ্য হচ্ছেন কপিল নিজেই। কারণ জুন মাসের মাঝামাঝি সময় থেকে একমাসের জন্য আমেরিকায় যাবেন তিনি। সেখানে মঞ্চে বেশ কয়েকটি শো করার কথা তার। সেই কারণেই ছোটপর্দার জনপ্রিয় শোটি তার পক্ষে চালানো সম্ভব নয় এই সময়ে।
আসছে ঈদুল ফিতরে ঈদে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিকান্দার’ মুক্তি পাবে। ঈদে সালমানের ছবি মানেই এখন থেকে সাজ সাজ রব। নেট–দুনিয়ায় ‘সিকান্দার’কে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবর, এই ছবির তৈরির খরচের ৮০ শতাংশ নাকি উশুল করে নিয়েছেন নির্মাতারা। এর মধ্যে ‘সিকান্দার’ ছবির জন্য সালমান, রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শারমান যোশী, প্রতীক বব্বররা কত পারিশ্রমিক নিয়েছেন, তা-ও ফাঁস হয়েছে।
ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা; আর তাই সিনেমাপ্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। ইতিমধ্যে ‘সিকান্দার’ ছবির একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে।
‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে
এই গানে সালমান আর রাশমিকার রসায়ন সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ‘সিকান্দার’ ছবিটি এর ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি পেয়েছে। ‘সিকান্দার’-এর স্ট্রিমিং রাইটসের জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দর বাড়িয়ে ১০০ কোটি করবে।
এআর মুরুগাদস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জি-কে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে।
‘সিকান্দার’ সিনেমার প্রথম পোস্টার
এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে, ‘সিকান্দার’ ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। ‘সিকান্দার’ তাহলে মোট বাজেটের ৪০ শতাংশের বেশি অংশ উশুল করে ফেলেছে।
এবার আসা যাক পারিশ্রমিকের প্রসঙ্গে। সালমানকে ‘সিকান্দার’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো ধোঁয়াশা আছে। কারণ, বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে এক বড়সড় অংশ নেন। ‘সিকান্দার’ ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অঙ্ক ৫ কোটি রুপি। এই ছবির আর এক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন। ‘সিকান্দার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান যোশীকে। তিনি এই ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ।
‘সিকান্দার’ সিনেমায় সালমান খানের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানাকে
এ আর মুরুগাদস পরিচালিত এই ছবির অপর অভিনেতা প্রতীক বব্বরের পারিশ্রমিকের অঙ্ক হলো ৬০ লাখ। আর ‘সিকান্দার’ ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন ৫০ লাখ। ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে।
আজ আন্তর্জাতিক নারী দিবস। নারীদের অধিকার ও মর্যাদা উদযাপনে শতাধিক বছর ধরে দিনটি পালিত হয়ে আসছে। বিশেষ এই দিনে দেশ যে বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাতে কেমন আছেন শোবিজের নারীরা? এই প্রশ্নের জবাব দিয়েছেন দেশের জনপ্রিয় তিন নারী তারকা
সোমনুর মনির কোনাল
সোমনুর মনির কোনাল
সঙ্গীতশিল্পী
নারী দিবস নিয়ে কিছু বলতে আমার লজ্জা হচ্ছে। কী বলব? এই ছোট্ট একটা শিশু ধর্ষিত হলো নিজের বোনের বাড়িতে গিয়ে। একজন মানুষ হিসেবেও কিছু বলার মুখ আছে আমাদের? ঢাকা বিশ্ববিদ্যালয় আঙিনায় এক শিক্ষার্থীকে হেনস্তা কিংবা মাগুরায় নিজের বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশু; এসব ঘটনা সাধারণ মনে যেমন আতঙ্ক তৈরি করছে, তেমনি শঙ্কিত হচ্ছেন শোবিজের নারীরাও। তার ওপর গত কয়েক মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বাধার সম্মুখীন হয়েছেন একাধিক অভিনেত্রী। পণ্ড করে দেওয়া হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব নিয়ে অল্পবিস্তর প্রতিবাদও হয়েছে। তবে এসব ভেবে যখন ‘কেমন আছি’র জবাব দিতে হয়, তখন উত্তর আলাদাই হয়।
কাজী নওশাবা আহমেদ
কাজী নওশাবা আহমেদ
অভিনেত্রী
আমি তো ব্যক্তিজীবনে কারো মা, বোন, সন্তান। সে দিক থেকে একজন মানুষ হিসেবে খুব ব্যথিত এবং শঙ্কিত। মাগুরায় যে ঘটনা (শিশু ধর্ষণ) ঘটল, ঝিনাইদহে মাদরাসার এক ছাত্র কমলা খাওয়ায় যে প্রহারের শিকার হলো; এসব শুনে বা দেখে ভালো থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটা ভালো আছে, এখন রমজান চলছে, সামনে ঈদ, এসব ভেবে হয়তো ভালো আছি। কিন্তু আশপাশের পরিস্থিতি দেখে ভালো থাকা কঠিন হয়ে পড়েছে।
বিভিন্ন আয়োজনে অভিনেত্রীদের প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে। এটা মোটেও ভালো ঘটনা না। আমরা তো সংস্কৃতির ধারক। আমাদের সঙ্গে এ রকম হওয়া তো উচিত নয়। এই যে মন্দ দিকের কথা বলছি, সেই সঙ্গে ভালোটাও বলতে হবে। যেমন আমরা রংপুরে পথনাটকের উৎসব করে এলাম। উপচেপড়া ভিড় ছিল মানুষের। হাউসফুল শো। সেটার কথাও তো সামনে আসা দরকার। এটা ঠিক যে চারপাশের নানা ঘটনায় আমরা ট্রমাটাইজড হয়ে আছি। তার মানে কিন্তু এই নয় যে দর্শক আসছেন না। দর্শক তৈরি করাও তো আমাদেরই দায়িত্ব। আমি মনে করি, বাঙালি সাহসী জাতি, কখনো দমে যায়নি। নারীরা, সংস্কৃতিকর্মীরা কখনো দমে যায়নি, যাবে না।
ফাতিমা তুয-যাহরা ঐশী
ফাতিমা তুয-যাহরা ঐশী
সঙ্গীতশিল্পী
আমি ভালো আছি। নারী হিসেবে বলব না, মানুষ হিসেবে ভালো আছি। সৃষ্টিকর্তা নারী-পুরুষ আলাদা করে বানিয়েছেন বটে, তবে আমরা বেঁচে থাকি তো মানুষ হিসেবে। আর কিছু ঘটনার কথা তো কানে আসছে। সেটা নিয়ে বলব, আমরা সবাই চাই সুন্দরভাবে নিজেদের কাজ করে যেতে। দেখুন, দেশ ভালো থাকে কখন? যখন প্রত্যেকে যার যার কাজ সুস্থ-স্বাভাবিকভাবে করতে পারেন। সুতরাং যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সেগুলো আর না ঘটুক, এটাই প্রত্যাশা আমার।
বলিউডের জনপ্রিয় দুই তারকা তামান্না ভাটিয়া আর বিজয় ভার্মার প্রেমে ভাঙন এখন ‘টক অফ দ্য টাউন’। মুখে নিজেরা কিছু না বললেও, এই কথা ছড়িয়ে পড়েছে যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তামন্না আর বিজয়ের।
তবে সম্পর্কে বিচ্ছেদ মানেই যে মুখ দেখাদেখি বন্ধ এমনটা নয়। তারা নাকি ভাল বন্ধু থাকবেন, এটাই ঠিক করেছেন। তবে ঠিক কী কারণে ভাঙল তাদের সম্পর্ক? ভক্তরা তা জানতে উৎসুক। এই তারকা নিজ মুখে কিছু না বললেও, কানাঘুষোয় শোনা যাচ্ছে, তাদের বিয়ের পরিকল্পনাই নাকি সম্পর্ক ভাঙার কারণ!
তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা
প্রায় ৩ বছর ধরে সম্পর্কে রয়েছেন বিজয় ও তামান্না। শোনা গিয়েছিল, বিয়ের পরে থাকার জন্য মুম্বইতে নতুন বাসার খোঁজও নাকি শুরু করে দিয়েছিলেন তারা। ২০২৫ সালেই নাকি বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেই সমস্যা। তমন্নার বয়স ৩০ পেরিয়েছে। তিনি চেয়েছিলেন বিজয়ের সঙ্গে বিয়ে করে থিতু হতে। কিন্তু বিজয় এখনই তা চাননি। এ নিয়ে দুজনের মনোমালিন্যের কারণেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।
বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া
ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিজয়ের সঙ্গে তোলা সমস্ত ছবি মুছে ফেলেছেন তামান্না। এর আগেও বিরাট কোহলি, পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে তামান্নার। তবে সেই সমস্ত সম্পর্ককে নেহাৎ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন এই নায়িকা। তবে বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি ভীষণ সচেতন ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও কখনও সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি বিজয়-তামান্না। সবসময় হাতে হাত রেখে পাপারাৎজিদের সামনে আসতেন তারা।
বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া
তাই অনুরাগীরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। লাস্ট স্টোরিজ-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেই থেকেই তাদের প্রেমের শুরু। এরপরে কোনও ছবিতে একসঙ্গে কাজ না করলেও তাদের প্রেম ছিল। গোটা বলিউডই জানত তাদের প্রেমের ব্যাপারে। তবে হঠাৎ এমন কী মনোমালিন্য হল যে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল জনপ্রিয় এই জুটিকে? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে অনুরাগীদের মনে।
দেখতে দেখতে আড়াই বছর পার করেছে আলিয়া ভাট-রণবীর কাপুর দম্পতির মেয়ে রাহা কাপুর। প্রায়ই রাহাকে ক্যামেরাবন্দি করেন ফটোগ্রাফাররা। তাদের সঙ্গে ছোট্ট রাহার খুনসুটি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। রাহাকে বড় করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় সন্তানের পরিকল্পনাও করে রেখেছেন আলিয়া! সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
আলিয়া জানিয়েছেন, এবার ছেলে হলে তার জন্য একটি নামও পছন্দ করেছেন। রাহার জন্মের আগেই দুটি নাম ঠিক করে রাখা হয়েছিল। যদি ছেলে হয়, তাহলে সেই নামই রাখা হবে।
আলিয়া ভাট । ছবি: ফেসবুক
আলিয়া সেই পডকাস্টে বলেন, ‘‘আমরা আমাদের ফ্যামিলি গ্রুপে সন্তানের নামের জন্য পরামর্শ চেয়েছিলাম (রাহার জন্মের আগে)। ছেলে-মেয়ে উভয় নামেরই। তবে আমাদের একটা ছেলের নাম খুব পছন্দ হয়েছিল। আমাদের মনে হয়েছিল, ছেলে হলে এই নামটাই রাখব। এরপরই রণবীরের মা বলেছিলেন, ‘রাহা নামটি কেমন? মেয়ে হলে রাখতে পারবে। এটি ছেলের নামের সঙ্গেও মিলে যাচ্ছে।’ আমি ও রণবীর রাহা নামটিও তৎক্ষণাৎ পছন্দ করেছিলাম।’’
তাই আমাদের কাছে ছেলে ও মেয়ে দুজনের জন্য নাম প্রস্তুত ছিল। আগামী দিনে পুত্র সন্তানের জন্ম দিলে, সেই নামই বেছে নেবেন বলে সাক্ষাৎকারে জানান আলিয়া।
আলিয়া ভাট । ছবি: ফেসবুক
পুত্র সন্তানের জন্ম হলে রণবীর ও আলিয়া কী নাম রাখবেন তা জানতে উৎসুক নেটপাড়া। যদিও সেই নামটি মোটেও ফাঁস করেননি আলিয়া। আপাতত আলিয়া জুটির কাছ থেকে তাদের ‘দ্বিতীয় সন্তান আসার সুখবর’-এর অপেক্ষাতেই সকলে।
প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর। সেই বছরেই ৬ নভেম্বর জন্ম নেয় রাহা কাপুর।