বৃষ্টি দেখলেই মনের ভিতর মোচড় দিয়ে ওঠে অধরার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অধরা খান

অধরা খান

ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ সিনেমাটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অধরা খানের। ২০১৮ সালে ছবিটি মুক্তি পায়। সেখানে তার বিপরীতে দেখা যায় বাপ্পী চৌধুরীকে। সিনেমাটি ব্যবসাসফল হয় এবং অধরা-বাপ্পী জুটিকেও বেশ ভালোভাবে গ্রহণ করেন দর্শক।

একই বছর শাহীন সুমনের পরিচালনায় মুক্তি পায় অধরার দ্বিতীয় সিনেমা ‘মাতাল’। সেখানে তার নায়ক ছিলেন সাইমন সাদিক। এর পরের বছর মুক্তি পায় তার ‘পাগলের মতো ভালোবাসি’ শিরোনামের আরও একটি সিনেমা। বরাবরের মতো এখানেও অধরার অভিনয় প্রশংসিত হয়।

বিজ্ঞাপন

কয়েক দিন ধরেই রাজধানীতে বৃষ্টি নামছে। সেই সাথে অনেকের মনও হয়ত চাইছে বৃষ্টিতে ভিজতে। বৃষ্টি দেখলেই মনের ভিতর মোচড় দিয়ে ওঠে অধরা খানেরও। আজ ১১ মে বিকেলে এই নায়িকা তার ফেসবুক ওয়ালে লিখেন, “আমার কি দোষ! বৃষ্টি দেখলেই মনের ভিতর মোচড় দিয়ে ওঠে। রিকশায় করে ভিজতে ইচ্ছে করে রিকশার হুড ফেলে দিয়ে। সবাই এমন ভাবে তাকায় মনে হয় কাউকে যেন খুন করে ফেলছি।”

বর্তমানে এই নায়িকার হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে।

বিজ্ঞাপন