দীর্ঘদিন পর আবারো বড়পর্দায় শাহনূর

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহনূর

শাহনূর

দীর্ঘদিন বড়পর্দার বাইরে ছিলেন চিত্রনায়িকা শাহনূর। তবে তার অভিনীত ‘বসন্ত বিকেল’ নামের নতুন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এবার।

সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ মে। এটি পরিচালনা করেছেন রফিক শিকদার। সিনেমাটিতে শাহনূরের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক ওমর সানী।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে শাহনূর বলেন, অনেকদিন পর আমার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এটা একটা আনন্দের সংবাদ। ঈদ-পরবর্তী সময়ে নিজের অভিনীত বসন্ত বিকেল সিনেমাটি ২০ মে মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও আমার অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে নতুন আরেকটি সিনেমার ডাবিং শেষ করেছি। শুটিং শেষ করেছি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’র। মুক্তির অপেক্ষায় রয়েছে মুক্তিযুদ্ধের গল্পের সিনেমা ‘কাকতাড়ুয়া’। এছাড়া গাজী ফারুকের পরিচালনায় ‘মুজিব তোমায় কথা দিলাম’ নামক একটি ওভিসিতে কাজ করেছি। আশা করি, কাজগুলো সবার পছন্দ হবে।