মেয়ের বাবা হলেন নিকিতিন

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্ত্রী  ক্রাতিকা সেঙ্গার ধীরের সঙ্গে নিকিতিন

স্ত্রী ক্রাতিকা সেঙ্গার ধীরের সঙ্গে নিকিতিন

রোহিত শেঠি পরিচালিত ও শাহরুখ-দীপিকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির থাঙ্গাবালির (নিকিতিন ধির) কথা মনে আছে নিশ্চয়ই? সেই থাঙ্গাবালির ঘরেই এসেছে রাজকন্যা অর্থাৎ কন্যা সন্তানের বাবা হয়েছেন বলিউডের এই অভিনেতা।


বলিউড অভিনেতা পঙ্কজ ধীরের ছেলে নিকিতিন। ক্যারিয়ারের শুরু করেন ‘যোধা আকবর’ ছবি দিয়ে। সালমান খানের সঙ্গে কাজ করেছেন ‘রেডি’, ‘দাবাং ২’র মতো সিনেমায়। ‘সূর্যবংশী’, ‘অন্তিম’র মতো ছবিতেও খলনায়ক চরিত্রে দেখা গিয়েছে তাকে।

বিজ্ঞাপন

‘খাতরো কে খিলাড়ি’র সিজন ৫-এ অংশ নিয়ে সেকেন্ড রানার আপ হয়েছিলেন তিনি। এছাড়াও ছোট পর্দায় নিকিতিন কাজ করেছেন ‘দ্বারকাদেশ- ভগবান শ্রী কৃষ্ণ’, ‘নাগিন ৩’তে।


২০১৪ সালে টেলিভিশন তারকা ক্রাতিকা সেঙ্গার ধীরকে বিয়ে করেন নিকিতিন ধীর। পরে গত বছরের নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় গুড নিউজ শেয়ার করে নেন ক্রিতিকা-নিকিতিন।

বিজ্ঞাপন