ফের করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শনিবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করে দুঃসংবাদটি নিজেই জানিয়েছেন বলিউডের এই অভিনেতা।

এদিকে, ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার কথা ছিলো অক্ষয় কুমারের। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে উৎসবটিতে তিনি অংশগ্রহণ করতে পারছেন না বলেও জানিয়েছেন।

বিজ্ঞাপন

পোস্টে অক্ষয় কুমার লিখেছেন, “গর্বিত ভারতবাসী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ভেবেছিলাম। তবে দুঃখের বিষয় আমি করোনা আক্রান্ত। বর্তমানে বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুরসহ গোটা টিমকে আমার শুভেচ্ছা। সত্যিই খুব মিস করব।”

গত বছর ‘রামসেতু’ ছবির শুটিংয়ের মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউডের এই খিলাড়ি তারকা। বর্তমানে ‘পৃথ্বীরাজ’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন অক্ষয়। এতে তার বিপরীতে দেখা যাবে সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লারকে।