দ্বিতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। শনিবার (১৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি পোস্ট করে দুঃসংবাদটি নিজেই জানিয়েছেন বলিউডের এই অভিনেতা।
এদিকে, ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটার কথা ছিলো অক্ষয় কুমারের। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে উৎসবটিতে তিনি অংশগ্রহণ করতে পারছেন না বলেও জানিয়েছেন।
বিজ্ঞাপন
পোস্টে অক্ষয় কুমার লিখেছেন, “গর্বিত ভারতবাসী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার কথা ভেবেছিলাম। তবে দুঃখের বিষয় আমি করোনা আক্রান্ত। বর্তমানে বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুরসহ গোটা টিমকে আমার শুভেচ্ছা। সত্যিই খুব মিস করব।”
Was really looking forward to rooting for our cinema at the India Pavilion at #Cannes2022, but have sadly tested positive for Covid. Will rest it out. Loads of best wishes to you and your entire team, @ianuragthakur. Will really miss being there.
গত বছর ‘রামসেতু’ ছবির শুটিংয়ের মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউডের এই খিলাড়ি তারকা। বর্তমানে ‘পৃথ্বীরাজ’ ছবির কাজে ব্যস্ত রয়েছেন অক্ষয়। এতে তার বিপরীতে দেখা যাবে সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লারকে।
আগামী ২০ ডিসেম্বর ‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে চলেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর । তাই ছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তারই ফলশ্রুতিতে আজ (১৮ ডিসেম্বর) মেহজাবীন তার সিনেমার টিম নিয়ে বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে। এ নিয়ে তুমুল সমালোচনার স্বীকার হয়েছেন এই অভিনেত্রী।
জানা যায়, সিনেমার প্রচারে টিএসসিতে গিয়ে নিজ হাতে ‘প্রিয় মালতী’র পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ২০১৬ সালে ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার সটিয়ে দিচ্ছেন মেহজাবীন। শুধু তনুই নয়, দেয়ালে জুলাই আন্দোলনের গ্রাফিতির ওপরও ‘প্রিয় মালতী’র পোস্টার লাগাতে দেখা যায় অভিনেত্রী ও তার টিমকে।
পরে সেখানে বিষয়টি নিয়ে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। নেটিজেনরাও তীব্র ভাষায় আক্রমণ করেছেন মেহজাবীনকে। এ বিষয়ে মেহজাবীন চৌধুরী সবার কাছে ক্ষমা প্রার্থনা করে তার সোশ্যাল হ্যান্ডেলে একটি লেখা পোস্ট করেছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘‘প্রিয় মালতী’ চলচ্চিত্রের প্রচারণার জন্য একটি টিম আজ (১৮ ডিসেম্বর) টিএসসিতে গিয়েছিলাম। অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়, প্রচণ্ড ভিড় ও অনিবার্যকারণ বসত পোস্টারিংয়ের ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভুলবশত ও অনাকাঙ্খিত অব্যস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপরে লাগানো হয়ে যায়। আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায়বিচারের জন্য লড়াই এখনও চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল। আমরা তৎক্ষণাৎ সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেছি। আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায়বিচারের জন্য লড়াই। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি, আমাদের অনিচ্ছাকৃত অব্যাবস্থপনাটুকু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সকল সহযোগিতার জন্য। ’
ঢালিউড কুইন শাবনূরের এবারের জন্মদিনটি খুব একটা ভালো কাটলো না! জন্মদিনে তাকে ভক্ত থেকে শুরু করে তারকারাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু শাবনূরের কেন যেন অতীতের স্মৃতি খুব মনে পড়ে গেছে। গণমাধ্যমে সেই তিক্ত অভিজ্ঞতার কথাই জানিয়েছেন এই শক্তিমান অভিনেত্রী।
একইদিনে তিনি হারিয়েছেন তার ক্যরিয়ারের একাধিক সফল সিনেমার নির্মাতাকে। গতকালই ছিলো শাবনূরের জন্মদিন। আর সেদিনই পরলোক গমন করেন বাংলাদেশ চলচিত্র জগতের স্বনামধন্য পরিচালক আজাদী হাসনাত ফিরোজ।
এ প্রসঙ্গে শাবনূর ফেসবুকে লিখেছেন, ‘আজ আমাদের সবাইকে কাদিঁয়ে পরলোকগত হয়েছেন বাংলাদেশ চলচিত্র জগতের স্বনামধন্য পরিচালক আজাদী হাসনাত ফিরোজ। আর আজ আমার জন্মদিন। জীবনের এই বিশেষ আনন্দময় দিনের শুরুতে একজন প্রিয় মানুষের মৃত্যুর খবর আমাকে সারাদিনময় বেদনাচ্ছন্ন করে রেখেছে। আমার অভিনীত ‘কাজের মেয়ে’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ও ‘ফুলের মতো বউ’সহ আরো অনেক সফল সিনেমার পরিচালক ছিলেন তিনি। তার এই অসময়ে চলে যাওয়ার সংবাদে আমি স্মৃতিবিজড়িত হয়ে পড়েছি। তার অকাল প্রয়াণে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। দোয়া করি মহান রবের দরবারে যেন তিনি তার আত্মাকে বেহেস্ত নসিব করেন।’
শাবনূর আরও লিখেছেন, ‘আজকে যারা আমাকে স্মরণ করে, আমাকে ভালবেসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। চলচিত্র এবং মাতৃভূমি থেকে এতবছর দূরে থাকার পরও আমার ভক্তকূল আমাকে আজও ভালোবাসে নিজেদের মনের ভিতর সযত্নে রেখে দিয়েছেন, আপনাদের এই ভালোবাসার ঋণ কোন কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি আমি যেন আপনাদের এই ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান আমৃত্যু ধরে রাখতে পারি। সবাই ভাল থাকুন।’
এদিকে, সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন জনপ্রিয় শাবনূর। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে নিয়মিত পর্দায় না থাকলেও এতটুকু জনপ্রিয়তা কমেনি তার। অভিনয় দক্ষতায় ইতিহাস গড়া শাবনূরকে এখনও ‘আইডল’ মানেন বর্তমান সময়ের অনেক নায়িকা।
জন্মদিনে গণমাধ্যমকে শাবনূর বলেন, ‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর জন্য ভয়ংকর অভিজ্ঞতা, যে কারণেই বাধ্য হয়ে স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে। একমাত্র পুত্র আইজানের জন্যই ভবিষ্যতে আর বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
শাবনূর আরও বলেন, ক্যারিয়ারে লম্বা এই সময়ে যত ঝড়ঝাপটা আমার ওপর এসেছে পৃথিবীর অন্য কোনো শিল্পীকে বোধহয় এতটা করতে হয়নি। প্রথম সিনেমা ‘চাঁদনী রাতে’র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, এরপর সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, এক বিদেশি নাগরিককে আমার সঙ্গে জড়িয়ে মিথ্যে সম্পর্কের গুঞ্জন, সালমানের হত্যা বা আত্মহত্যার জন্য অভিযুক্ত হওয়া, একাধিকবার এফডিসির বিভিন্ন সমিতি কর্তৃক ব্যান হওয়া, কী ফেস করতে হয়নি আমাকে! একইসঙ্গে পারিবারিক নানা টানাপোড়েনে অতিষ্ঠ ছিল আমার জীবন।’
কাজে ফেরা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, গেল বছর ‘রঙ্গনা’ নামে একটি সিনেমায় অভিনয়ের কাজ শুরু করেছিলাম। কিন্তু নানা কারণে চলচ্চিত্রটির কাজ এখনও শেষ হয়নি। শিগগিরই কাজে ফেরার ইচ্ছা আছে।
বছরের শেষ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা। এরমধ্যে এক সপ্তাহের ব্যবধানে সিনেমা হলে আসছেন জনপ্রিয় দুই তারকা জয়া আহসান ও মেহজাবীন চৌধুরী।
আর দুই দিন পর অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর। ‘প্রিয় মালতী’ সিনেমায় মেহজাবীন অভিনয় করেছেন নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় এলোমলো হয় তার জীবন। তাকে লড়াই করতে হয় সমাজ, প্রচলিত পদ্ধতি, নিয়মের বিরুদ্ধে। বিশৃঙ্খল এই শহরে সমস্যাগুলো যেন তার জন্যই অপেক্ষা করছিল। এই শহর, এই শহরের মানুষ বিত্তশালীদের এমন সমস্যার সম্মুখীন করায় না। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘প্রিয় মালতী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। নির্মাতা বলতে চেয়েছেন, মানুষের অস্তিত্ব শুধু ডেথ সার্টিফিকেট ও ময়না-তদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।
অন্যদিকে, আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে আকরাম খান পরিচালিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে আবেগঘন এক গল্পে নির্মিত এই সিনেমা দিয়ে দীর্ঘ নয় মাস পর প্রেক্ষাগৃহে ফিরছেন জয়া আহসান।
দুই নায়িকাই এখন তাদের আসন্ন সিনেমা নিয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি জয়া নিজের ফেসবুক পেজে তার সিনেমার পোস্টার ও টিজার শেয়ার করেছেন। সেখানে এক পোস্টে মন্তব্য করে জয়া আহসানের সিনেমার জন্য শুভকামনা জানান মেহজাবীন। সেখানে তিনি লিখেন, ‘বেস্ট উইশেস আপু’। সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। সেই মন্তব্যের উত্তরে জয়া আহসান জানালেন, তিনি মেহজাবীনকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন। লিখলেন, ‘তোমাকে বড় পর্দায় দেখার তর সইছে না।’
‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। তিনি ছাড়াও এখানে রয়েছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
জুলাই আন্দোলন নিয়ে ‘কথা ক’ গানটি দিয়ে দারুণ আলোচনায় চলে আসেন র্যাপার সেজান। সেই সেজান এবার ‘প্রিয় মালতী’ সিনেমায় গেয়েছেন ‘এই শহর স্বার্থপর’ শিরোনামের একটি গান। গানটির সুর ও সংগীত করেছেন সেজান। গত ১৭ ডিসেম্বর প্রকাশ পায় গানটির টিজার। পুরো গানটি প্রকাশ পাবে আজ রাত ৮টা ৩০ মিনিটে চরকির ফেসবুক পেজ ও ইউটিউবে।
বলিউড সেনসেশন টাবু ৯০ দশক থেকে টিকে থাকা অল্প সংখ্যক অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি শুধু বলিউডের এ-লিস্টেড অভিনেত্রী নন, হলিউডেরও লিজেন্ডারি সব টপ ক্লাস সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তার এই ঝুলিতে সম্প্রতি যুক্ত হয়েছে ডিউন ইউনিভার্সও।
ডিউন ইউনিভার্সের স্পিন অফ সিরিজ ডিউন প্রফেসি প্রকাশ পেয়েছে চলতি বছরেই। ২০২৪ সালের শেষভাগে প্রকাশ পাওয়া ‘ডিউন প্রফেসি’ সিরিজটি এখনও চলমান। সম্প্রতি সিরিজের ৫ম পর্ব প্রকাশ করা হয়। এই পর্বে সিস্টার ফ্রান্সেসকার চরিত্রে পর্দায় আসেন বলিউড অভিনেত্রী টাবু। সিরিজে বেশে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
টাবু অভিনীত সিস্টার ফ্রান্সেসকার চরিত্রটি দেরিতে পর্দায় এলেও, পুরো সিরিজের স্টোরি লাইনে গল্পের ধারাবাহিকতায় যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে জানা যায়। হিন্দি ভাষাভাষীর ভক্তরা দীর্ঘ অপেক্ষায় ছিল পর্দায় টাবুর আগমন দেখার জন্য। ডিউনের মতো সিনেমা ফ্রাঞ্চাইজির অংশ হিসেবে বলিউড অভিনেত্রীকে দেখা ভারতীয়দের জন্য গর্বের বিষয়।
ডিউন ইউনিভার্স বর্তমান হলিউডের আলোচিত এবং প্রশংসিত সিরিজ। ডিউন পার্ট ওয়ান আর টু সিনেমার ১০ হাজার বছর আগের গল্প দেখানো হয়েছে। ডিউন ফ্রাঞ্চাইজির সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক ভিত্তি কীভাবে গড়ে উঠেছিল, সেই গল্পেই সাজানো হয়েছে ডিউন প্রফেসি। ‘সিস্টারহুড’ নামক সংস্থার অংশ সিস্টার ভ্যালা এবং সিস্টার টুলার গল্প বিস্তারিত দেখানো হয়েছে। মানবজাতির জন্য ভবিষ্যতের যে বড় হুমকি আসতে চলেছে তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনী সাজানো হয়েছে।
সিরিজে নিজের চরিত্রকে গভীর এবং প্রভাবশালী বলেছেন টাবু। শো’য়ের প্রযোজক সাক্ষাৎকারে ফ্রান্সেসকার চরিত্রের জন্য টাবুকে বাছাই করার ব্যাপারে বলেন। তিনি জানান, টাবুর জন্য একটি কেন্দ্রীয় চরিত্র প্রয়োজন ছিল, যে গল্পের মূলে ভূমিকা রাখবে। ফ্রান্সেসকা এখন মার্ক স্ট্রংয়ের চরিত্র সম্রাট ডিউনকে বোঝাবে, যেন তাদের সন্তানকেও নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হয়। এছাড়া বলিউডের কিংবদন্তী অভিনেত্রী টাবুর বেশ প্রশংসা করেন প্রয়োজক।
টাবু ছাড়াও ‘ডিউন প্রফেসি’তে আরও অভিনয় করেছেন, অ্যামিলি ওয়াটসন, ট্রাভিস ফিমেল, যশ হিউস্টোন, জেসিকা বারডেন, মার্ক স্ট্রং, অলিভিয়া উইলিয়ামস, ক্লোয়ি লি , যোধি মে সহ অনেকে। এখনো অবধি ডিউন ভক্তদের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে সিরিজটি। এটা ১৫ ডিসেম্বর (বাংলাদেশ সময়ে ১৬ ডিসেম্বর) থেকে প্রকাশ করা হচ্ছে অনলাইন প্লাটফর্ম ‘ম্যাক্স’-এ।