সোহেল-সীমার বিচ্ছেদের জন্য দায়ী হুমা!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হুমা কুরেশী ও সোহেল খান-সীমা

হুমা কুরেশী ও সোহেল খান-সীমা

স্ত্রী সীমা সচদেবের সঙ্গে ২৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে যাচ্ছেন সোহেল খান। গত ১৩ মে আদালতের বাইরে দেখা যায় এই দম্পতিকে। শোনা যাচ্ছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই আলাদা হচ্ছেন তারা।

তবে বলিউড ইন্ডাস্ট্রিতে এখন কান পাতলেই শোনা যাচ্ছে একটি গুঞ্জন। আর সেটি হলো- অভিনেত্রী হুমা কুরেশির প্রেমে পড়েই নাকি বিয়ে ভাঙছেন সোহেল।

বিজ্ঞাপন

যদিও বিষয়টিকে মিথ্যা বলে দাবি করে হুমা কুরেশী বলেন, সোহেল তার বড় ভাইয়ের মতো। অযথা এই ঘটনায় তার নাম জড়ানোর জন্য কিছু সংবাদমাধ্যমকেও একহাত নিয়েছেন অভিনেত্রী।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল সোহেল ও সীমার মধ্যে নাকি খুব একটা বনিবনা নেই। শুধু তাই নয়, নেটফ্লিক্সের ‘দ্য ফ্যাবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’ সিরিজে স্পষ্ট হয়েছিল সীমা আর সোহেল আলাদা থাকেন।

বিজ্ঞাপন

১৯৯৮ সালে সীমার সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান সোহেল খান। তাদের রয়েছে দুই সন্তান, নির্ভান ও ইয়োহান।

খান পরিবারে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ে ভাঙছে। এর আগে সালমানের আরেক ভাই আরবাজ খান ও মালাইকার ডিভোর্স হয়। সেই ঘটনার ঠিক ৫ বছর পর এবার সোহেল ভাঙলেন তার ২৪ বছর দীর্ঘ দাম্পত্য।