দীপিকার রূপ থেকে যেন চোখ ফেরানো দায়!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

এ বছর কান চলচ্চিত্র উৎসবটি দীপিকা পাড়ুকোনের জন্য একটু ভিন্ন। কারণ এ বছর তিনি শুধু উৎসবটির লালগালিচায় হাঁটছেন না, সঙ্গে এর জুরি বোর্ডের দায়িত্বও পালন করছেন।


আর জুরি বোর্ডের দায়িত্ব পালন তো চারটে খানি কথা নয়। কিন্তু বিচারকের দায়িত্ব এবং লালগালিচায় দুটিই সমানতালে সামলে যাচ্ছেন বলিউডের এই সুন্দরী।

বিজ্ঞাপন

উৎসবের প্রথম দিনই সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সিল্কের প্রিন্ট শার্ট। সবুজ ঢিলেঢালা প্যান্ট। কোমরে বাদামি বেল্ট। গলায় কুন্দন-মুক্তা ও পাথরের নেকলেস। মাথায় সিল্কের ব্যান্ড। বলিউডের এই অভিনেত্রীর রূপ থেকে যেন চোখ ফেরানো দায়!


গত ১৭ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। এদিন সন্ধ্যায় লালগালিচায় কালো ও সোনালি রঙা সিকোয়েন্সের শাড়িতে আলো ছড়িয়েছেন দীপিকা।

বিজ্ঞাপন

২১ মে ফের একবার কানের রেড কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। এদিন লাল রঙের একটি গাউন পরে লালগালিচায় হেঁটেছেন তিনি।