রিয়াকে আরিয়ানের মতো মাদককাণ্ডে ফাঁসানো হয়েছে

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রিয়া চক্রবর্তী

রিয়া চক্রবর্তী

দু’দিন আগে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলা থেকে বেকসুর খালাস ঘোষণা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এবার আরিয়ানের আইনজীবী সতীশ মানেশিন্ডে দাবি করলেন, যেভাবে ফাঁসানো হয়েছিল আরিয়ানকে, সেইভাবেই ফাঁসানো হয়েছে রিয়া চক্রবর্তীকেও। অবিলম্বে রিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া মাদক সংক্রান্ত তিনটি মামলার নতুন করে তদন্তের দাবি তুললেন তিনি।

বিজ্ঞাপন

এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, “রিয়া চক্রবর্তী ও তার ভাই সৌভিকের মামলাটিরও নতুন করে তদন্ত হওয়া দরকার। তাদের ক্ষেত্রেও কিন্তু কোনও মাদক পাওয়া যায়নি। কোনও পরীক্ষাই করা হয়নি। আরিয়ান খানের মামলা দেখিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল। রিয়া চক্রবর্তীর সময় থেকেই এটা হয়ে আসছে। তাই নতুন করে তদন্ত করা একান্ত দরকার।”

প্রসঙ্গত, আরিয়ানের মতোই রিয়া ও তার ভাই সৌভিকেরও আইনজীবী সতীশই।

বিজ্ঞাপন