সহযোগিতা পেলে ‘কাগজের ফুল’ নির্মাণ করতে চান ক্যাথরিন মাসুদ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তারেক মাসুদের অসমাপ্ত ‘কাগজের ফুল’ সিনেমাটির শুটিং শেষ করে মুক্তি দিতে চান ক্যাথরিন মাসুদ । চার বছর পর বাংলাদেশে এসে আবারও তিনি কথা বললেন ছবিটির প্রসঙ্গে। তিনি জানালেন, সহযোগিতা পেলে ‘কাগজের ফুল’ নির্মাণ করবেন। শুক্রবার (১২আগস্ট) বিকাল সাড়ে ৫টায় কাঁটাবন পাঠক সমাবেশ কেন্দ্রে আয়োজিত চলচ্চিত্রকার তারেক মাসুদের ১১তম প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এমনটাই জানান তিনি।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন। সেদিন তারা ‘কাগজের ফুল’ ছবির লোকেশন দেখতে গিয়েছিলেন। ফিরলেন লাশ হয়ে। সেই রক্তমাখা ‘কাগজের ফুল’ সিনেমা নিয়ে জানতে চাইলে শুক্রবার সন্ধ্যায় তারেক মাসুদের জীবন ও চলচ্চিত্র সহযোদ্ধা ক্যাথরিন মাসুদ বলেন, ‘অনেকদিনের প্রশ্ন এটি, কাজ করা হবে কিনা। আমি আজও একই কথা বলবো। আসলে কাজটা তখন শুরুই হয়নি, আমরা শুধু স্ক্রিপ্টটা লিখেছিলাম। এরপর প্রি প্রোডাকশনের কাজ কিছুটা এগিয়েছি। আরও অনেক কাজ বাকি ছিলো। তখন যে বাজেট ছিলো তা আমাদের জন্য বিশাল পাহাড় মনে হয়েছে। আসলে এতো বড় বাজেটের সিনেমা বাংলাদেশে কীভাবে সম্ভব! বাংলাদেশে এখন চলচ্চিত্রে অনেক এগিয়েছে, ভালো ভালো কাজ হচ্ছে সব জায়গায়। এখন হয়তো একটা সম্ভাবনা আছে, কাজটা নতুন করে শুরু করার। আমারও ইচ্ছে আছে। যতদিন জগতে থাকি আমার শেষ ইচ্ছা এই কাজটি আমি সমাপ্ত করে যাবো।’

ক্যাথরিন যোগ করেন, ‘‘আসলে ২০১১ সালের ঘটনার পর বোঝা খুব কষ্টসাধ্য ছিলো যে, একজন মানুষের ওপর কতটা মানসিক চাপ যেতে পারে। আমি ভাবিনি মানুষ বুঝবে, তখন আমার হাতে এক বছরের বাচ্চা। আমার সাথে একজন সঙ্গী থাকলে কাজগুলো হয়তো করতে পারতাম। মিশুক মুনীর বেঁচে থাকলেও হতো। কিন্তু আমরা দুজনকেই হারালাম। আমরা তবুও স্বপ্ন দেখি ‘কাগজের ফুল’ নিয়ে। সহযোগিতা পেলে সিনেমাটি নির্মাণের ইচ্ছে আছে। ’’

স্মরণ অনুষ্ঠানে তারেক মাসুদের লেখা ‘চলচ্চিত্রযাত্রা’ গ্রন্থটি প্রকাশ হয়। বইটি প্রসঙ্গে ক্যাথরিন বলেন, ‘তাকে (তারেক মাসুদ) বুদ্ধিজীবী বলবো না। কারণ তিনি নিজের সম্পর্কে তা ব্যাবহার করতেন না। তাকে চলচ্চিত্র চিন্তাবিদ বলা যায়। তারেক নিজেকে চিন্তাবিদ নয়, দুশ্চিন্তাবিদ বলতো। সে বলতো যদি কখনও আমার লেখাগুলো সংকলন করে প্রকাশ হয়, আমি খুব খুশি হবো। তারেক মারা যাওয়ার পর আমার কিছু কাজের লিস্ট ছিলো কী কী করতে হবে তার জন্য। তার মধ্যে প্রথম ছিলো এই বইটি প্রকাশ করা। আমাদের ইচ্ছে ছিলো তারেকের এই বইয়ের মাধ্যমে বর্তমান মানুষের ভাবনাকে নাড়া দিতে পারে। তাদের কাজে তার চিন্তার প্রভাব রাখতে পারে, তাহলে হয়তো এগুলোর মধ্যে তাকে বাঁচিয়ে রাখা যাবে। সে ছিলো সিনেমার ফেরিওয়ালা, হাতে হাতে মানুষের কাছে তার চিন্তা-দর্শন পৌঁছে দিতো।’

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশের সঞ্চালনায় এই আয়োজনে তারেক মাসুদ ও তার চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক মোহাম্মদ আজম, নির্মাতা প্রসূন রহমান, সমালোচক মনিরা শরমিন প্রমুখ। আয়োজনে সভাপতিত্ব করেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

উল্লেখ্য, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত এই সভার নাম রাখা হয় তারেক মাসুদ স্মরণ ও ‘চলচ্চিত্রযাত্রা’ গ্রন্থের পাঠ-পর্যালোচনা।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি!



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত মাসেই সমাজবাদি পার্টির যুবনেতার সঙ্গে বিয়ের পর্ব সেরেছেন স্বরা ভাস্কর। এবার আম আদমি পার্টির সাংসদের গলায় মালা দিতে চলেছেন পরিণীতি চোপড়া, তেমনটাই খবর। আপ নেতা রাঘব চড্ডার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন বলিউডের ‘ইশকজাদে’ নায়িকা। দুজনের কাছের মানুষরা তো এই সম্পর্কে শিলমোহরও দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। সদ্যই লাঞ্চ ডেটে একসঙ্গে লেন্সবন্দি হয়েছেন পরিণীতি-রাঘব। তবে প্রেম নিয়ে মুখ কুলুপ দুজনেরই। কিন্তু তাতে কী!

পরিণীতির সহ-অভিনেতা হার্ডি সান্ধু হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। জানিয়েছেন পরিণীতির প্রেমের খবর একদম সত্যি, আর বন্ধুর জন্য তিনি বেজায় খুশি। এবার সামনে এল পরিণীতি-রাঘবের প্রেমের কাহিনির খুঁটিনাটি। কোথায় আর কীভাবে রাঘবকে মন দিয়েছিলেন নায়িকা?

জানা যাচ্ছে, এই বলি সুন্দরীর সঙ্গে রাঘবের প্রথম আলাপ পাঞ্জাবে। শ্যুটিংয়ের জন্য পাঞ্জাবে ছিলেন পরিণীতি, তখনই আলাপ দুজনের। পরিচয় খুব বেশিদিনের নয়, মাত্র ৬ মাস ধরেই নাকি পরস্পরকে চেনেন তাঁরা। তবে এই অল্প সময়েই সম্পর্ক এতটাই গাঢ় হয়ে উঠেছে,যে চটপট বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দুজনেই।

রাঘব চড্ডা ও পরিণীতির তরফে বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে কোনওরকম বিবৃতি মেলেনি। এটা যদিও বলিউডের নতুন ট্রেন্ড। ভিক্যাট, রালিয়া থেকে সিদ্ধার্থ-কিয়ারা, বিয়ের আগে পর্যন্ত পুরোটাই গুজব বলে উড়িয়ে দিতেই ব্যস্ত থাকেন তারকারা। সম্মতিতে একটু অনীহাই রয়েছে টিনসেল টাউনের তারকাদের। তবে আপ নেতা সঞ্জীব আরোরা দুজনকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে ‘সিটাডেল’-এর প্রচারে মুম্বাইতে হাজির পরিণীতির ‘মিমি দিদি’ (প্রিয়াঙ্কা চোপড়া)। প্রিয়াঙ্কার আদুরে বোন পরিণীতি। অনেকের মতেই প্রিয়াঙ্কার উপস্থিতিতেই নাকি রাঘবের সঙ্গে বাগদান সেরে ফেলবেন পরিণীতি।

স্পাই থ্রিলার ‘কোড নেম: তিরঙ্গা’ তে হার্ডি সান্ধুর সঙ্গে কাজ করেছেন পরিণীতি। অভিনেতার কথায়, ‘আমি খুব খুশি পরিণীতির জন্য, অবশেষে ও বিয়ে করছে, ওর জন্য অনেক শুভেচ্ছা’। ইন্ডাস্ট্রিতে এক দশক কাটিয়ে ফেললেও ব্যক্তিগত জীবন নিয়ে খুবই চাপা। এর আগে পরিচালক মণীশ শর্মা এবং সহ-পরিচালক চরিত দেশাইয়ের সঙ্গে নাম জড়ালেও এইভাবে ফুলে ফেঁপে উঠেনি প্রেমের গুঞ্জন। সূত্রের খবর ব্যান্ড-বাজা-বারাতের প্রস্তুতি নাকি তুঙ্গে। বিয়ের পোশাক নিয়েও নাকি ভাবনা-চিন্তা শুরু করে ফেলেছেন নায়িকা। সদ্যই মণীশ মালহোত্রার বাড়িতে লেন্সবন্দি হন পরিণীতি। যা তাঁর বিয়ের গুঞ্জনে ঘি ঢেলেছে। এখন দেখবার কবে শুভকাজটা সারেন রাঘব-পরিণীতি! 

;

শাহরুখের পরিবারের সঙ্গে একফ্রেমে সালমান!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আম্বানিদের আমন্ত্রণে শুক্রবার এক ছাদের নিচে কার্যত গোটা বলিউড! এদিন দেশের প্রথম বিশেষ ধরনের সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করল রিয়ালেন্স ইন্ডাস্ট্রি। গত বছরই ইশা আম্বানি ঘোষণা করেছিলেন মা নীতা আম্বানিকে উৎসর্গ করে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেস তৈরির কথা, সেই মতো এদিন উদ্বোধন হল 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এর।

আর এদিনের অনুষ্ঠানে শামিল বলিউডের রথী-মহারথীরা। শাহরুখ খানের দেখা না মিললেও তাঁর অভাব পূরণ করলেন ‘ভাইজান’। গৌরী খান ও সুহানা-আরিয়ানদের সঙ্গে একফ্রেমে পোজ দিলেন সালমান। প্রিয় বন্ধু তথা সহকর্মীর পরিবারের পাশে হাসিমুখে ঝলমল করলেন সল্লু মিঁয়া। এদিন ন্যুড রঙা শাড়িতে পাওয়া গেল গৌরী খানকে, কাঁধ খোলা লাল গাউনে তাক লাগালেন সুহানা। মেরুন জ্যাকেট, কালো প্যান্টে হ্যান্ডসাম লুকে পাওয়া গেল আরিয়ান খানকে। শাহরুখের পরিবার ছবির জন্য পোজ দেওয়ার ফাঁকেই ভেনুতে হাজির হন সালমান। তা দেখা মাত্রই গৌরী সালমানকে ডেকে নেন ফটোশ্যুটের জন্য। এদিন আরিয়ান সালমানকে ‘ভাই’ বলে সম্বোধন করলেন।

‘পাঠান’-এর পরিবারের সঙ্গে ‘টাইগার’কে একফ্রেমে দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা। তাঁদের কথায়, ‘এদিনেরই শুধু নয়, এই বছরের অন্যতম সেরা ছবি এটা’। অপর একজন লেখেন, ‘মাশাআল্লাহ’।

ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এই বিশেষ ধরণের সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন করা হল রিলায়েন্স গ্রুপের তরফে। মুম্বইয়ে জিও ওয়ার্ল্ড সেন্টারের অনুষ্ঠানে এদিন সালমান, গৌরী-সুহানারাই নয় হাজির ছিলেন বলিউডের তাবড় তাবড় তারকারা। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক থেকে সইফ-করিনা, জুটিতে পৌঁছেছিলেন তারকা দম্পতিরা।

‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’ শিল্পকলার ক্ষেত্র বড়সড় প্রভাব বিস্তার করবে বলেই আশা সকলের। এদিনের অনুষ্ঠানে দেখা মিলল আমির খানের, হবু বরকে সঙ্গে নিয়ে পৌঁছেছেন আমির কন্যা ইরা খানও। সালমানের প্রাক্তন ঐশ্বর্য রাই বচ্চনও মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির ছিলেন আম্বানি পরিবারের এই বিশেষ অনুষ্ঠানে। রণবীরের দেখা না মিললেও বাবা-মা'কে সঙ্গে নিয়ে এদিন জিও ওয়ার্ল্ড সেন্টারে হাজির ছিলেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, শাহরুখের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’-এ দেখা মিলেছে ‘টাইগার’ সালমানের। অন্যদিকে ‘টাইগার ৩’তে ক্যামিও চরিত্রে থাকবেন ‘পাঠান’ শাহরুখ। আগামিতে সালমানকে দেখা যাবে ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবিতে। ইদে মুক্তি পাবে এই ছবি।

;

আনন্দের সংবাদ দিলেন জয়া আহসান



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুক্রবার (৩১ মার্চ) ভক্তদের সঙ্গে একটি আনন্দের সংবাদ শেয়ার করে নেন তিনি। কী সেই সংবাদ?

জয়া তার ফেসবুকে লেখেন,c‘চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও। ’

জয়া জানান, ১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কমপিটিশনে বিখ্যাত সব সিনেমার সঙ্গে প্রতিযোগীতায় ছিল জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা ‘নকশীকাঁথার জমিন’! ইন্টারন্যাশনাল এসব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘নকশীকাঁথার জমিন’ সিনেমাটি তৃতীয় স্থান অধিকার করেছে।

মূলত আকরাম খানের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া নিজে। হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এই সিনেমা।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘নকশীকাঁথার জমিন’। এতে জয়া ছাড়াও আরো অভিনয় করেছেন সেঁওতি, ইরেশ যাকের, সৌম্য জ্যোতি, দিব্য জ্যোতি প্রমুখ।

;

আসছে কফি উইথ করণ, এবার প্রথম পর্বে হাজির শাহরুখ!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
করণ জোহর ও শাহরুখ খান

করণ জোহর ও শাহরুখ খান

  • Font increase
  • Font Decrease

আবারও আসছে কফি উইথ করণ। সাতটি ফাটাফাটি সিজনের পর এবার অষ্টম সিজনের পালা। করণ জোহরের এই শো মানুষের থেকে বিপুল সাড়া পেয়েছে। এবারের যে অষ্টম সিজন আসতে চলেছে মনে করা হচ্ছে সেটা আরও বড় হবে। কারণ প্রথম পর্বে করণের সঙ্গে কফি খেতে আসতে চলেছেন শাহরুখ খান।

কফি উইথ করণের যে সাতটি সিজন অনুষ্ঠিত হল তার মধ্যে প্রতিবার কিং খান তার বন্ধুর এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। কেবল সপ্তম সিজনে তিনি আসতে পারেননি। এবার সেই কমতি মেটাতেই তিনি নতুন ভাবে এই শোতে ধরা দিতে চলেছেন।

বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী করণ জোহর ইতিমধ্যেই তাঁর এই শোয়ের পরবর্তী সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী এই শোয়ের অষ্টম সিজন অগস্ট বা সেপ্টেম্বর থেকে দেখা যাবে।

জানা গিয়েছে এবারের সিজনে করণের সঙ্গে কফি খেতে আসবেন বলিউডের নতুন প্রজন্মের সঙ্গে পুরনো তারকারাও। তবে প্রথম পর্বে আল্টিমেট চমক হিসেবে থাকবেন বাদশা নিজেই। আলোচনা করবেন পাঠান নিয়ে, তার সাফল্য নিয়ে।

এছাড়া একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে দক্ষিণের বহু তারকা যেমন, পুষ্পার আল্লু অর্জুন, কেজিএফের যশ, কান্তারা ঋষভ শেট্টি, প্রমুখ উপস্থিত থাকবেন অতিথি হিসেব। করণ জোহরের তরফে নাকি তাঁদের ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের সেটেও ধরা দেবে নতুন চমক। থাকবে নতুন বিভাগ।

অন্যদিকে দীর্ঘ বিরতি কাটিয়ে রকি অর রানি কী প্রেম কাহানি ছবি নিয়ে আসছেন করণ জোহর। এই ছবিটি জুলাইয়ের ২৮ তারিখ মুক্তি পেতে চলেছে। এখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিং, আলিয়া ভাট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, প্রমুখকে।

;