নিজের সিনেমা নিয়ে ভিন্ন প্রচারণায় রাসেল মিয়া

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিজের সিনেমা নিয়ে ভিন্ন প্রচারণায় রাসেল মিয়া

নিজের সিনেমা নিয়ে ভিন্ন প্রচারণায় রাসেল মিয়া

ভ্যানে মাইক এবং সিনেমার পোস্টার! কিন্তু চালকের আসনে প্যাডেল মারছেন নায়ক নিজেই। পরণে শার্ট-লুঙ্গি আর কাঁদে গামছা। ‘ভাইয়ারে’ সিনেমার ভিন্ন এক প্রচারণায় নেমেছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রাসেল মিয়া। এ চিত্র দেখে অবাকপ্রায় রাজধানীর রিকশা চালকেরা। তারা বলছিলেন, একজন অভিনেতা কিভাবে খুব সাধারণ পোশাকে তাদের কাতারে এসেছেন! তারা দেখে অবাক। ছবিটি পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাঁর প্রশংসা করছেন।

ব্রেন এন্ড লাইফ হসপিটাল এর ‘ভাইয়ারে’ সিনেমার দুই মিনিটের ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি ব্যাপক আলোচনায় রয়েছে। রাজধানী জুড়ে সাঁটানো হয়েছে পোস্টার। সিনেমার ট্রেইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘ভাইয়ারে’ সিনেমা শুভমুক্তির আগেই দর্শকপ্রিয়তা এবং প্রসংশা কুড়াচ্ছে। নেটি দর্শকরা ‘ভাইয়ারে’ সিনেমা শুভমুক্তির অপেক্ষায় রয়েছেন।

বিজ্ঞাপন

গত ২৪ জানুয়ারি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘ভাইয়ারে’ সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড়পত্র দেয়। সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শনীর পর সবাই ভূয়সী প্রশংসা করেছেন ।

রাকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় রাসেল মিয়া ছাড়া আরো অভিনয় করছেন সানিয়া জামান জারা, এ্যালিনা শাম্মি, সিমান্ত আহমেদ, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু সহ আরও অনেকে।

বিজ্ঞাপন