জয়ার নতুন ছবির নাম ‘জয়া আর শারমিন’

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়া আহসান

জয়া আহসান

নতুন ছবি নিয়ে হাজির জয়া আহসান। ছবির নাম ‌‘জয়া আর শারমিন’। পরিচালনা করেছেন পিপলু আর খান। ছবির পোস্টার প্রকাশ করে জয়া আহসান ফেসবুকে লিখেছেন, ‘অবশেষে, জয়া আর শারমিন। দু’জন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত, প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শ্যুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দিবে’।

জয়া আরও লিখেছেন, ‘আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা’।

বিজ্ঞাপন

‘জয়া আর শারমিন’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু খান এবং নুসরাত ইসলাম মাটি। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের ‘অ্যাপল বক্স’, আবু শাহেদ ইমনের ‘বক্স অফিস মাল্টিমিডিয়া’ এবং জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।