বিশেষ চরিত্রে নতুন সিনেমায় শিমুল

  • বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাদিয়া শিমুল

সাদিয়া শিমুল

উপস্থাপনায় এতদিন ব্যস্ত সময় কেটেছে সাদিয়া শিমুলের। এরপর একটু বিরতি। তবে নতুন সিনেমার সুখবর দিলেন তিনি। ইমদাদুল হক মিলনের গল্প অবলম্বনে "শ্রাবণ জোৎস্নায়" সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে এরইমধ্যে চুক্তিবদ্ধও হয়েছেন । তামান্না সুলতানার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন আবদুস সামাদ খোকন ।


সাদিয়া শিমুল বলেন, এ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করব আমি। এখানে কলকাতার এক নায়কের বিপরীতে দীঘি মূল চরিত্রে অভিনয় করবেন। আমি দীঘির বড় বোনের চরিত্রে অভিনয় করব। আমার চরিত্রটাও আলাদা। কানাডায় থাকা একটি উচ্চবিলাসী মেয়ের চরিত্রে দর্শক দেখতে পাবেন। ১৮ সেপ্টেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। কাজটি নিয়ে আমি আশাবাদী ।

বিজ্ঞাপন