কার্তিকের জন্মদিনে কি লিখলেন সারা আলী খান?
মঙ্গলবার ছিল কার্তিক আরিয়ানের জন্মদিন। এক্সের জন্মদিনে চমক দিলেন সারা আলি খান। চলতি বছরেই নিজের শো-তে করণ জোহর ফাঁস করে দিয়েছেন প্রেম করত সারা আর কার্তিক। তবে এসব অতীত। ব্রেকআপও হয়েছে বছরখানেক আগে। তবে সারার মনে এত ভালোবাসা এল কেন হঠাৎ?
মঙ্গলবার কেক কাটার যে ছবিগুলি কার্তিক নিজের প্রোফাইলে শেয়ার করেছিলেন তা নিজের স্টোরিতে রি-পোস্ট করে সারা লিখলেন, ‘হ্যাপিয়েস্ট বার্থ ডে @কার্তিক আরিয়ান (স্মাইলি ইমোজি)। আশা করি তুমি যা যা আশা করেছ সব এই বছর পাও, আর তোমার সব স্বপ্ন পূরণ হোক।’
২০১৯ সাল নাগাদ কফি উইথ করণ-এ এসে সারা জানিয়েছিলেন বলিউড থেকে বর্তমানে তার সবচেয়ে বেশি আকর্ষক লাগে কার্তিক আরিয়ানকে। এমনকী, করণকে বন্ধুত্ব করিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। এরপর ২০২০ সালে তারা একসঙ্গে লাভ আজ কাল ছবিতে কাজ করেন। তবে সিনেমা প্রেক্ষাগৃহে আসার আগেই দুজনের পথ আলাদা হয়ে যায়।
এই সারাই কিন্তু একাধিক টক শো-তে কটাক্ষ করেছেন পুরনো প্রেমিককে । চলতি বছরেই করণ জোহরের শো-তে এসে বলেছিলেন, ‘আমার এক্স এখন সবার এক্স’। তার আগে কপিল শর্মার শো-তে যখন এসেছিলেন বরুণের সঙ্গে, তখন মস্করা করেছিলেন। কোস্টারকে হাই ফাইভ দেওয়ার সময় হঠাৎই সারা বলে ওঠে, ‘এখন তো ও নেই, আমি তোমাকে ছুঁতেই পারি।’
এদিকে কার্তিককে একবার সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল লাভ আজ কাল-এর প্রোমোশনের জন্যই কি তার আর সারার প্রেমের গল্প ছড়ানো হয়েছিল? যার জবাবে অভিনেতা বলেছিলেন, ‘না না ওখানে কোনও কিছু প্রোমোশনাল ছিল না। কীভাবে এটা আমি বোঝাব? আমরাও তো মানুষ, তাই সব কিছু প্রোমোশনাল হয় না। এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা আমিার পক্ষে সম্ভব নয়।’