রাজধানীর বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার সকালে পরীমনি তার স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন তিনি। এদিন পরীমনির জবানবন্দি শেষ না হওয়ায় আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেন।
বিজ্ঞাপন
এসময় আসামি অমি ও শহিদুল হাজিরা দেন। তবে, অসুস্থ থাকায় নাসির উদ্দিন সময়ের আবেদন করেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ জুন রাতে নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার বন্ধু অমি। ওই ঘটনায় নাসির এবং অমিসহ অজ্ঞাত চারজনকে আসামি করে ঢাকার সাভার থানায় মামলা করেন এ অভিনেত্রী। পরে পুলিশ বিষয়টি নিয়ে ব্যাপক তৎপর হন এবং ২০২১ সালের ৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
এক ছাদের তলায় আর থাকছেন না যিশু সেনগুপ্ত-নীলাঞ্জনা। পথও বেঁকে গিয়েছে দু’জনের। সমাজিক যোগাযোগ মাধ্যম থেকে যিশুর সমস্ত ছবি ও নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি মুছে দিয়েছিলেন নীলাঞ্জনা। তার পরই স্পষ্ট হয় তাদের বিচ্ছেদের গুঞ্জন।
গত কয়েক মাসে ফেসবুকে নানা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন নীলাঞ্জনা। কটাক্ষের তির প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে যিশুর দিকেই, সে কথা বুঝতে অসুবিধা হয় না। যদিও কোথাও যিশুর নাম করেন না তিনি। এই মুহূর্তে ‘খাদান’ সিনেমার সাফল্য নিয়ে ব্যস্ত যিশু। বক্স অফিসে ঝড় তুলেছে দেব-যিশুর যুগলবন্দি। এর মাঝেই ফের যিশুকে খোঁচা দিলেন নীলাঞ্জনা!
তিনি লিখেছেন, ‘সম্পর্কে থাকাকালীন সঙ্গীর সঙ্গে প্রতারণা হল সবচেয়ে অসম্মানজনক কাজ, যা কোনও মানুষ করতে পারে না। যদি তুমি কোনও সম্পর্কে সুখী না থাকো, তা হলে সেটা চুকিয়ে অন্য সম্পর্ক শুরু কর।’
সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলার পরে ইনস্টাগ্রামে নীলাঞ্জনা নিজের পরিচয় দেন ‘নিনি চিনি’র মাম্মা হিসাবে। কিছু দিন আগেও সম্পর্ক এবং বিয়ে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নীলাঞ্জনা। তিনি লিখেছিলেন, ‘কেউ ২৫ বছরে বিয়ে করে, কিন্তু ৫ বছর পরেই ডিভোর্স হয়ে যায়। কেউ ৪০ বছরে বিয়ে করেছে, কিন্তু সেখানে এক জীবনের ভালবাসা পেয়ে গিয়েছে। তাই আপনার দেরি হয়নি, আবার সময়ের আগেও কিছু হয়নি। আপনি যেখানে রয়েছেন ঠিক সেখানেই থাকার কথা ছিল।’
টলিপাড়ায় কানাঘুষো, যিশু নাকি নিজের পিএসের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। প্রেমের টানেই নাকি ঘর ছেড়েছেন। যদিও তার অতি ঘনিষ্ঠদের দাবি, যা রটেছে তা ঘটেনি। মহিলা পিএসের সঙ্গে প্রেম নেই যিশুর। তা হলে সেনগুপ্ত দম্পতির সম্পর্কে এমন ফাঁক এল কী ভাবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।
সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হয়েছে আধুনিক গানের অনুষ্ঠান সঙ্গীতা। ৭ টি মৌলিক গান দিয়ে সাজানো এ অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের নিকট বেশ প্রশংসিত হয়েছে।
‘এই শহরে আজ নামলো যে বৃষ্টি’, ‘জীবনের মঞ্চে করে গেলে তুমি কি দারুণ অভিনয়’, ‘করি পাগলামি তুমি আর আমি’, ‘ভুল যদি ভেঙে যায়’, ‘আকাশের মত আমি একাই ছিলাম’, ‘প্রশ্ন করেছি আমি’, ‘আমি তো আগের মতই আছি’ ইত্যাদি শিরোনামের গানগুলো পরিবেশন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মুহিন খান, অর্পিতা মল্লিক, তন্বী সাহা, এজানুর রহমান, নম্রতা বড়ুয়া সেতু, তানজিম তাবাসসুম অর্থী ও শবনম প্রিয়াঙ্কা।
গানগুলো লিখেছেন গীতিকার জাহাঙ্গীর রানা, রঙ্গু শাহাবুদ্দিন, আবুল হাসান তুহিন, শিরিন আকতার ইসলাম, জয়নুল আবেদীন, ইউনুস আলী মোল্লা এবং মনিরুজ্জামান মনির। সবগুলো গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক গোলাম সারোয়ার।
তিনি বলেন, সঙ্গীতার মত একটি জনপ্রিয় অনুষ্ঠানের সব কয়টি গানের সুর ও সঙ্গীত আয়োজন করতে পেরে আমার খুব ভালো লাগছে। এই গানগুলোর যারা গীতিকার সবাই খুব ভালো লিখেছেন এবং শিল্পীরা আবেগ দিয়ে গেয়েছেন। প্রতিটি গান দর্শক-প্রিয় হয়েছে। বিটিভির দর্শক টানতে সঙ্গীতা অনুষ্ঠানটি ভূমিকা রাখছে’।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোঃ তারিকুজ্জামান মিলন এবং উপস্থাপনা করেছেন জোনাকি জ্যোতি।
‘স্ত্রী ২’ যখন বক্স অফিস কাঁপাচ্ছে, ঠিক তখনই সমস্ত রেকর্ড ভেঙে ফেলার জন্য মুক্তি পেল ‘পুষ্পা ২: দ্যা রুল’। সিনেমাটির মাত্র ৩ দিনে পেরিয়েছিল ৬০০ কোটি টাকার গণ্ডি। সিনেমার প্রতি মানুষের উত্তেজনা দেখে বেশ বোঝা গিয়েছিল, খুব শীঘ্রই বেশ কয়েকটি রেকর্ড ভাঙতে চলেছে এই সিনেমাটি।
শাহরুখ খানের ‘জওয়ান’, শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’, রণবীর কাপুরের ‘এনিম্যাল’, প্রভাসের ‘বাহুবলী ২’সহ সর্বকালের সেরা হিট ছবিগুলো পেছনে ফেলে দিয়ে ১৫ দিনের মধ্যে উপার্জনের দিক থেকে এগিয়ে গেছে পুষ্পা ২। ওয়েবসাইট অনুযায়ী জানা গেছে, সিনেমাটি তৃতীয় শুক্রবার বক্স অফিসে সংগ্রহ করেছে ১২.১১ কোটি রুপি। শনিবারের সংগ্রহ মিলিয়ে সিনেমাটির মোট সংগ্রহ ১০৪৬.৭৫ কোটি রুপি।
যার মধ্য দিয়ে ‘পুষ্পা ২’ হয়ে উঠলো ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এতোদিন ১০৩১ কোটি রুপি আয় করে এই জায়গাটি ধরে রেখেছিলো রাজামৌলীর সিনেমা ‘বাহুবলী ২’।
‘পুষ্পা ২’ প্রথম সপ্তাহে আয় করেছিল ৭২৫.৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ২৬৪. ৮ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে আয় কিছুটা কমে গেলেও মানুষের মধ্যে উত্তেজনা একই রকম ছিল। সিনেমাটি মুক্তির প্রথম ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী আয় করেছিল ১৫০০কোটি টাকা, শুধুমাত্র হিন্দি ভার্সনে সিনেমাটি ১৫ দিনে আয় করেছে ৬৩২.৫০ কোটি টাকা।
সিনেমাটি মুক্তির আগেই শোনা গিয়েছিল এটি নেটফ্লিক্সে দেখানো হবে। কিন্তু সিনেমা হলে যেভাবে রমরমিয়ে চলছে, তাতে আগামী কিছু মাস সিনেমাটি ডিজিটাল প্লাটফর্মে যে একেবারেই দেখানো যাবে না, তা বলাই বাহুল্য।
‘পুষ্পা ২’ সিনেমাটি নিয়ে একদিকে যেমন মানুষের মধ্যে হৈচৈ দেখা গেছে তেমন অন্যদিকে একের পর এক সমস্যার সম্মুখীন হয়েছেন আল্লু অর্জুন। সিনেমা মুক্তি ঠিক আগের দিন ৪ ডিসেম্বর তেলেঙ্গানায় দর্শকদের চাপে পড়ে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয় ওই মহিলার একমাত্র ছেলে।
দুর্ঘটনার সমস্ত দায় স্বীকার করে অভিনেতা ক্ষমা চাইলেও ১৩ ডিসেম্বর অভিনেতাকে গ্রেফতার করা হয়। ঠিক তার পরের দিন অর্থাৎ ১৪ ডিসেম্বর তেলেঙ্গানা হাইকোর্ট অভিনেতাকে ৪ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়ে ছেড়ে দেয়। যদিও এত কিছুর মধ্যেও বারবার অভিনেতার তরফ থেকে মৃতের পরিবার এবং আহত ওই শিশুর পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়।
তানজিন তিশা, সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়ার মতো জনপ্রিয় অভিনেত্রীর নাম মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় তোলপাড় চলছে শোবিজ অঙ্গনে। মাদকাসক্ত মডেল, অভিনেতা-অভিনেত্রীসহ সংশ্লিষ্ট অনেকেই এখন এ নিয়ে বেশি উদ্বিগ্ন।
সূত্র জানায়, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তথ্যপ্রমাণসহ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সুনিধি নায়েকের নাম বেরিয়ে আসে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করে আসছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসছে অনেক চাঞ্চল্যকর তথ্য।
এমন পরিস্থিতিতে একটু আগেই এক ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। সেই পোস্টে তিনি কারও নাম উল্লেখ না করলেও শোবিজের জনপ্রিয় এক তারকা দম্পতিকে ইঙ্গিত করেছেন বলে মনে করছে নেটিজেনরা। কারণ, তিনি তার পোস্টে এমন কিছু ক্লু দিয়েছেন যাতে সহজেই বোঝা যায় কাদের উদ্দেশ্যে কথাগুলো লিখেছেন।
সোহানা সাবা লিখেছেন, ‘সবাই বলছে আমি কেন মাদককাণ্ডে “রিলের বঙ্গমাতার” স্ক্রিনশট পোস্ট করছি না? করছি না কারণ, ওর হাজবেন্ডের মত আমাদের আজাইরা স্ক্রিনশট বেচার ব্যবসা নাই!’
‘রিলে বঙ্গমাতা’ কথাটি দিয়েই সাবা মোটামুটি বুঝিয়ে দিয়েছেন তিনি জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কথাই বলেছেন। কারণ তিশা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বায়োপিকে বঙ্গমাতা চরিত্রে অভিনয় করেছেন। আর স্বামী প্রখ্যাত নির্মাতা ও বর্তমানে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এই পোস্টের কমেন্ট বক্সেও তিশা-ফারুকীকে ইঙ্গিত করেই একাধিক মন্তব্য এসেছে। শাহাদাৎ রাসেল নামের একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ডিসেম্বরের পরে সবাইকে দেখে নেবে হিজবুতি ফারুকীর বউ। সবাই সাবধান’। একই কথা এসেছে জনপ্রিয় তারকা মেহের আফরোজ শাওনের কমেন্টেও। তিনি লিখেছেন, ‘ডিসেম্বরের পর সবাইকে দেখে নিবে।’
এদিকে জানা গেছে, শোবিজের অনেকেই শুধু মাদক সেবন নয়, মাদক কারবারেও জড়িত। ফলে মাদকসংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে- এমন আতঙ্কে ভুগছেন তাদের অনেকেই। অন্যদিকে চাঞ্চল্যকর এ ঘটনায় নেতৃত্ব দেওয়া কর্মকর্তাকে হঠাৎ করেই সরিয়ে দেওয়ায় নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন সন্দেহভাজন ব্যক্তিরা নানাভাবে তাদের প্রভাব খাটাচ্ছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। সন্দেহভাজন ব্যক্তিদের তলবের জন্য ব্যবস্থা নেবেন তদন্ত কর্মকর্তা।