নিত্যদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয় বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাকে। তার হাঁটা চলা, পোশাক সবকিছুই নিয়ে ঠাট্টা, বিদ্রুপ লেগেই রয়েছে নেটদুনিয়ায়।
তবে কোনও কটাক্ষকে খুব বেশি পাত্তা দিত নারাজ অভিনেত্রী। ৪৮ বছর বয়সেও মালাইকার মতো কর্মক্ষম তারকা বলিউডে কমই রয়েছেন। তবে তাতে কি, এ বার ছেলে আরহানের কাছে রসিকতা মুখে পড়তে হল মালাইকাকে। রাখা ঢাক না রেখেই মাকে নিয়ে ঠাট্টা করলেন আরহান। মালাইকার পোশাকে তুলনা করলেন ন্যাপকিনের সঙ্গে।
বিজ্ঞাপন
সম্প্রতি মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’-তে দেখা যাবে ছেলে আরহানকে। সেখানেই আড্ডা মারছেন মা-ছেলে। সেখানেই মালাইকার পরনে ছিল একটি সাদা ক্রপ টপ, তার সঙ্গে মানানসই বেইজ রঙা প্যান্ট। সেটা দেখেই হেসে ফেললেন আরহান। মা-এর পোশককে টেবিলে রাখা ন্যাপকিনের সঙ্গে তুলনা করলেন। শুধু তাই নয় এরপর যা বললেন তা হয়তো মালাইকার কল্পনাতীত। মায়ের এই পোশাক দেখে আরহান বলেন, ‘তোমাকে পুরো জেলখানার কয়েদিদের মতো লাগছে।’ গোটা পর্ব জুড়েই মা ছেলের এই খুনসুটি দেখা যাবে।
মালাইকা ও আরবাজ খানের একমাত্র সন্তান আরহান। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সিনেমা নিয়ে পড়াশোনা করছেন আরহান। শুধু তাই নয় করণ জোহরের সঙ্গে সহকারী পরিচালকের কাজ করছেন। তবে খান পরিবারের পরবর্তী প্রজন্ম আরহানের বলিউডে অভিষেক হবে কবে সে বিষয় নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে থাকতে স্বচ্ছন্দ আরহান।
ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান এই বয়সেও নিয়মিত কাজ করে চলেছেন। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তিনি হাসিমুখে হাজির হয়ে গ্ল্যামার ছড়ান।
কিন্তু সেই তারকার অবস্থা এখন ভালো না। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে। অঞ্জনার অসুস্থতার কথা বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি। তিনি এইমাত্র বলেন, ‘আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’
মনি আরও বলেন, ‘আম্মু এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে রয়েছেন। বিগত ৬ দিন ধরে তিনি এই হাসপাতালেই আছেন। আমি তো ছোট মানুষ, অনেক কিছুই বুঝি না। আমার বড় দুলাভাই উনার চিকিৎসার ব্যাপারে সব ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। আমি তাকে সাহায্য করছি।’
কি হয়েছিলো জানতে চাইলে মনি বার্তা২৪.কমকে বলেন, ‘আম্মুর প্রায় ১৫ দিন আগে থেকে জ¦র শুরু হয়। কমছিলো, আবার বাড়ছিলো। এক পর্যায়ে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এরপরই আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।’
এতোদিন ধরে অঞ্জনার মতো প্রখ্যাত শিল্পী অসুস্থ, কিন্তু আপনারা কাউকে কিছু জানাননি কেন? জানতে চালে মনি বলেন, ‘আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা বলে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। কিন্তু এতোদিন ধরে তো উনার মতো শিল্পীর অসুস্থতার কথা লুকিয়ে রাখা যায় না। তাই এখন সবাই আস্তে আস্তে জানতে শুরু করেছে।’
মনি আরও বলেন, ‘চিকিৎসব পরীক্ষা নিরিক্ষা করে জানিয়েছেন যে, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। আরও অনেক ধরনের পরীক্ষা করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। আমি আবারও বলব সবাই আমার আম্মুর জন্য মন খুলে দোয়া করবেন। তিনি এই দেশ ও দেশের চলচ্চিত্রশিল্পকে মন প্রাণ উজাড় করে ভালোবাসা দিয়েছেন। আমার বিশ^াস সবার দোয়ায় তিনি আবারও চলচ্চিত্র অঙ্গনে হাসিমুখে ফিরবেন।’
বিদায়ী ২০২৪ সালে দেশের শোবিজ অঙ্গনে ঘটে গেছে নানা ঘটনা। কোনোটি সাফল্যের, কোনটি ব্যর্থতার আবার কোনটি বিতর্কের। বছরের আলোচিত ঘটনা নিয়ে এই আয়োজন-
রাজপথে প্রতিবাদী তারকারা
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোনের সূত্র ধরে শুরু হওয়া হত্যাযজ্ঞের প্রতিবাদ ও একদফা দাবিতে রাজপথে নেমেছিলেন তারকারা। আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, আশফাক নিপুণ, প্রিন্স মাহমুদ, মোশাররফ করিম, সিয়াম আহমেদসহ সংস্কৃতি অঙ্গনের অনেকেই ছিলেন আন্দোলনের অগ্রভাগে।
সেন্সর বোর্ডের নাম পরিবর্তন
চলচ্চিত্র নির্মাতাদের কাছে আতঙ্কের নাম ছিল সেন্সর বোর্ড। নির্মাণ শেষে সেন্সর বোর্ডে জমা দেওয়া হতো প্রতিটি সিনেমা। বোর্ডের সদস্যরা দেখে জানাতেন সিনেমাটি মুক্তির উপযোগী কিনা। সদস্যদের মতামতের ভিত্তিতে দেওয়া হতো সেন্সর সার্টিফিকেট। এরপরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার অনুমতি পেতেন নির্মাতারা। তবে সব সময় এত সরল হতো না প্রক্রিয়াটি। অনেক সময়ই নানা শর্তের বেড়াজালে আটকে দেওয়া হতো সিনেমা। এভাবে বছরের পর বছর অনেক সিনেমা আটকে আছে সেন্সর বোর্ডে। ফলে ক্ষতির মুখে পড়েছেন সেসব সিনেমার নির্মাতারা। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ড বিলুপ্ত করে সার্টিফিকেশন বোর্ড চালুর দাবি করে আসছিলেন।
প্লট বরাদ্দ বাতিল
৫ আগস্টের পর বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্র্বতী সরকার। এরই মধ্যে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা করে আলোচনায় আসা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়।
সিনেমায় মেহজাবীনের অভিষেক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য নাটক। কাজ করেছেন ওয়েব সিরিজেও। তবে সব ছাপিয়ে এবার বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। বছরজুড়ে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমা নিয়ে বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরে বেড়িয়েছেন এই অভিনেত্রী। বছরের একেবারে শেষে এসে সিনেমা হলে মুক্তি পায় তাঁর অভিনীত দ্বিতীয় ছবি ‘প্রিয় মালতী’। তবে প্রথম ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুর দিকে।
কলকাতায় অপূর্বর অভিষেক
বেশ বিরতির পর সিনেমায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত শুক্রবার বড়দিন উপলক্ষে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘চালচিত্র’। সিনেমাটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত।
আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান
চিরবিদায়ের ৬ বছর পর প্রকাশ পেল কিংবদন্তি শিল্পী ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান। ‘ইনবক্স’ শিরোনামে গানটির কথা লিখেছিলেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সংগীতায়োজন করেছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু নিজে।
ব্ল্যাকের রিইউনিয়ন ১৯ বছর পর প্রথম লাইন আপের সদস্যদের নিয়ে মঞ্চে উঠেছিল অল্টারনেটিভ ঘরানার জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাক। নতুন এবং প্রথম লাইন আপের পাঁচ সদস্য জন, তাহসান, জাহান, টনি ও মিরাজকে নিয়ে ব্যান্ডটি পারফর্ম করেছে ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ শিরোনামের কনসার্টে।
বিতর্কে সাদিয়া আয়মান
নাটকের অভিনেত্রী সাদিয়া আয়মান এ বছরই তিনটি বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বেশ সমালোচনার জন্ম দেন। এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেম সংক্রান্ত বিষয়েও সমালোচিত হন এ অভিনেত্রী। এ ছাড়া তাঁর একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য লাইভে এসে বিভ্রান্তি ছড়িয়েও নেটিজেনদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। পরে ক্ষমাও চান তিনি।
বিতর্কের বাইরে নন চঞ্চল চৌধুরীও বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকার কারণে ৫ আগস্টের পর সমালোচনার মুখে পড়েন অভিনেতা চঞ্চল চৌধুরী।
শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ ও হামলা
মাঝপথে নাটক বন্ধ, বিজয়ের উৎসব ও শিল্পকলার একাডেমির হলের নামপরিবর্তন, নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় সমালোচিত হয়েছে শিল্পকলা একাডেমি। সম্প্রতি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হচ্ছিলো নাটক ‘নিত্যপুরাণ’। বিক্ষোভের মুখে মাঝপথে নাটক প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছেন আয়োজকরা। এ নিয়ে নেটমাধ্যমে চলছিল তোলপাড়।
মাদককাণ্ডে টয়া-সাফা-তিশার নাম চলতি বছর ভালোই শুরু করেছিলেন তারকা অভিনয়শিল্পী ও মডেল সাফা কবির, তানিজন তিশা ও মুমতাহিনা টয়া। বছরের শেষ দিকে মাদককান্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে তিন অভিনেত্রীর বিরুদ্ধে। তাদের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)।
রাহাত ফতেহ আলী খানের পরিবেশনা
রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে পারফর্ম করে অগণিত দর্শকের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন পাকিস্তানের প্রখ্যাত গায়ক রাহাত ফাতেহ আলী খান। জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহত-আহতদের পরিবারকে সহায়তায় এই আয়োজনে তিনি বিনা পারিশ্রমিকে শ্রোতাদের গান শুনিয়েছেন।
গত দুই-তিন বছরে নাটক প্রচারের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন হয়েছে। একসময় টেলিভিশন ছাড়া অন্য কোনো মাধ্যমে নাটক প্রচারের কথা ভাবাই যেত না। সেই নাটক এখন সরাসরি মুক্তি পাচ্ছে ইউটিউবে। ফলে নাটকের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে। গড়ে উঠেছে শতাধিক ইউটিউব চ্যানেল। টেলিভিশন চ্যানেলের চেয়েও অনেক ক্ষেত্রে ইউটিউব চ্যানেলগুলো নাটকের বাজেট বাড়াচ্ছে। কোটি কোটি টাকা লগ্নি করছে। সেই বৈদেশিক আয় দিয়ে বছরের মাঝামাঝি পর্যন্ত রেকর্ড গড়েছিলেন ইউটিউব চ্যানেলের প্রযোজকেরা।
ভিউ-এর দিক দিয়ে শীর্ষ ১০ নাটক-
শ্বশুরবাড়িতে ঈদ (নিলয়-হিমি)- ৪৭ মিলিয়ন ভিউ
মামার বাড়ি (নিলয়-হিমি)- ৪১ মিলিয়ন ভিউ
চাচা ভাতিজা জিন্দাবাদ (নিলয়-হিমি)- ৩৮ মিলিয়ন ভিউ
বান্ধবীর ভাই (নিলয়-হিমি)- ৩৩ মিলিয়ন ভিউ
শুধু তোমার জন্য (মুশফিক আর ফারহান-কেয়া পায়েল)- ৩০ মিলিয়ন ভিউ
লাভ লাইন (জোভান আহমেদ জোভান-নাজনীন নেহা)- ২৭ মিলিয়ন ভিউ
আমার হয়ে থেকো (মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান)- ২৬ মিলিয়ন ভিউ
একবার বলো ভালোবাসি (মুশফিক আর ফারহান-নাজনীন নীহা)- ২৬ মিলিয়ন ভিউ
তুই আমারই (মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান)- ২৫ মিলিয়ন ভিউ
যে পাখি ঘর বোঝে না (মুশফিক আর ফারহান-তানিয়া বৃষ্টি)- ২৪ মিলিয়ন ভিউ
চলতি বছরের শুরু থেকেই দর্শক কমেডি ও রোমান্টিক গল্পের নাটক বেশি দেখেছেন। বেশি দেখা নাটকগুলোর মধ্যে ছিল ‘শ্বশুরবাড়িতে ঈদ’, ‘মামার বাড়ি’, ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’, ‘বান্ধবীর ভাই’ ইত্যাদি। গ্রামীণ প্রেক্ষাপটের শ্বশুরবাড়িতে ঈদ নাটকের গল্পে উঠে এসেছে শ্বশুরবাড়িতে ঈদকে ঘিরে মজার সব ঘটনা। কোনো গল্পে আবার উঠে এসেছে সামাজিক বাস্তবতা।
‘মামার বাড়ি’ নাটকটি সবচেয়ে বেশি দেখা নাটকের তালিকায় ২ নম্বরে রয়েছে। এর গল্প মামার বাড়িতে মায়ের সম্পদ ভাগ করাকে কেন্দ্র করে। কমেডির বাইরে নাটকে ভিন্নভাবে দেখা যায় নিলয় ও হিমিকে। ভিউ দিয়ে এ বছর এগিয়ে ছিলেন পরিচালক মুহিন খান, তাইফুর জাহান আশিক, প্রবীর রয় চৌধুরী, মিফতা আনান, তৌফিকুল ইসলাম প্রমুখ।
প্রীতি দত্তের পরিচালনায় মুশফিক আর ফারহান এবং তানিয়া বৃষ্টি অভিনীত ‘যে পাখি ঘর বোঝে না’ নাটকটিও ভিউয়ের দিক ১১ নম্বর অবস্থানে রয়েছে। নির্মাতা বার্তা২৪.কমকে বলেন, ঈদে প্রচারিত নাটকটির জন্য সত্যি খুব ভালো সাড়া পেয়েছি। ভালো নাটক হলে মানুষ দেখবেই, এ নাটকটি তার প্রমাণ। অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখন নাটকটির ভিউ আছে ২৪ মিলিয়নের উপরে।’
ভিউয়ে এগিয়ে কোন তারকারা
নাটকের ভিউ মানেই সবার আগে চলে আসে অভিনয়শিল্পী জুটি নিলয় আলমগীর ও হিমির কথা। তিন বছর ধরে হিমি-নিলয়ের নাটক অঙ্গনে আলোচিত জুটি। এখন ৮০ ভাগের বেশি নাটকে তাদের একসঙ্গে দেখা যায়। বছরের সবচেয়ে বেশি ভিউ পাওয়া ১০ নাটকের মধ্যে প্রথম চারটি নাটকেই দেখা যাচ্ছে এই জুটিকে। এ ছাড়া কয়েকটি নাটকে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনেত্রী সাদিয়া আয়মানকে দেখা গেছে। তাদের ‘আমার হয়ে থেকো’ ও ‘তুই আমারই’ দর্শক বেশি দেখেছেন। নাটকগুলো ইউটিউবে শীর্ষ দেখা ১০ নাটকের মধ্যে রয়েছে।
এ ছাড়া ফারহানের সঙ্গে নাজনীন নীহার ‘একবার বলো ভালোবাসি’ নাটকটি ভিউয়ে শীর্ষ ৯-এ আছে। কেয়া পায়েল অভিনেতা ফারহানের সঙ্গে ‘শুধু তোমার জন্য’ নাটকে জুটি বেঁধে ছিলেন; সেটাও আলোচনায় ছিল। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে নাটক দিয়ে আলোচনায় থাকেন মোশাররফ করিম। এ বছরও ব্যতিক্রম হয়নি, এই অভিনেতার ‘জামাই বউর মাথা গরম’ নাটকটি দর্শকেরা পছন্দ করেছেন। তার সহশিল্পী ছিলেন তানিয়া বৃষ্টি। ভিউয়ের হিসাবে ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহার ‘লাভ লাইন’ রোমান্টিক গল্পটি দর্শকদের পছন্দের তালিকায় ছিল। এর বাইরে জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, খায়রুল বাসার, ইয়াশ রোহান, শামীম হাসান সরকারদের নাটক দর্শকেরা বেশি দেখেছেন।
ধারাবাহিক ছিল তারকাশূন্য
বর্তমান সময়ে টেলিভিশন নাটকের প্রতি বেশির ভাগ দর্শকের অনীহা রয়েছে। টেলিভিশনে প্রচারের পরে নাটক ইউটিউবে মুক্তি পেলেই তারকা কলাকুশলীরা সবচেয়ে বেশি সাড়া পান। বিজ্ঞাপন বিরতির ঝামেলা, পছন্দমতো সময়ে নাটক দেখাসহ নানা সুবিধার জন্য ইউটিউবকেই দর্শক নাটক দেখার প্রধান প্ল্যাটফর্ম ধরে নিয়েছেন। যে কারণে টেলিভিশনের চেয়ে ইউটিউব নাটকের দিকে অভিনয়শিল্পীদের ঝোঁক বেশি। একই কারণে টেলিভিশন ধারাবাহিকগুলোও মান হারাচ্ছে। যে ধারাবাহিক নাটক দিয়ে একসময় তারকা তৈরি হয়েছে, সেই ধারাবাহিক এখন তারকাশূন্য। একসময় মোশাররফ করিমকে বছরে টানা চার–পাঁচটি ধারাবাহিকে দেখা গেলেও এখন বছরে খুব বড়জোর এক-দুটো ধারাবাহিকে দেখা যায়। বেশির ভাগই এখন এক ঘণ্টার নাটক নিয়ে ব্যস্ত। এ ছাড়া নাটকপাড়া দাপিয়ে বেড়ানো জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, মুশফিক আর ফারহান, ইয়াশ রোহান, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, অহনা রহমান তানিয়া বৃষ্টি, কেয়া পায়েল, তটিনীসহ ভিউ রয়েছে এমন ৯০ ভাগের বেশি শিল্পীকেই ধারাবাহিকে দেখা যায় না।
ছোটপর্দার জনপ্রিয় মুখ প্রিয়ন্তী উর্বী। কিছুদিন আগেই বিয়ের পরিকল্পনার কথা জানান অভিনেত্রী। আর বছরের শেষে এসে বিয়ের পিঁড়িতে বসলেন এই মডেল ও অভিনেত্রী। পারিবারিক আয়োজনে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
বিয়ের আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। ফেসবুক এক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বর-কনে দুজনেই। জানা গেল বরের পরিচয়ও। প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে ডেইলি স্টার পত্রিকার বিপণন বিভাগে কর্মরত রয়েছেন।
গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয় তাদের। তখন দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমে প্রিয়ন্তী জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন।
বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান। সালমানের প্রস্তাবে সাড়া না দিয়ে পারেননি এই অভিনেত্রী। এরপর সবকিছুই পারিবারিকভাবে এগিয়েছে। শুধু অপেক্ষাটা ছিল বিয়ের।
প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। এরপর ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন । ২০২০ সালের শেষ দিকে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ‘বুক পকেটের গল্প’ ও ক্লোজআপ কাছে আসার গল্পের নাটকে অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী। মাত্র তিন বছরের ক্যারিয়ারে অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন একাধিক নাটক ও ওয়েব সিরিজে।