জয়ের অভিনয়ে মুগ্ধ দর্শকরা



কামরুজ্জামান মিলু, কন্ট্রিবিউটিং এডিটর, বার্তা ২৪.কম
জয়ের অভিনয়ে মুগ্ধ দর্শকরা

জয়ের অভিনয়ে মুগ্ধ দর্শকরা

  • Font increase
  • Font Decrease

১৯৯৭ সালে 'গোধূলি লগ্নে' নাটকে অভিনয়ের মধ্য দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক হয় শাহরিয়ার নাজিম জয়ের । এরপর বুলবুল আহমেদ (প্রয়াত গুনী অভিনেতা) পরিচালিত অন্যমনে, বিলেত বিলাস ও কন্যা কুমারী নামের টেলিভিশন নাটক দিয়ে দর্শকের নিকট অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া পাতা ঝরে বৃক্ষ মরে না, গলির মোড়ে সিডির দোকান ,কক্ষপথসহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি । এখানেই শেষ না ।

গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত জীবনের গল্প (২০০৬) দিয়ে তার চলচ্চিত্র অভিনয়ে অভিষেক হয়। এতে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। এরপর সোহেল আরমান পরিচালিত গ্রাম গঞ্জের পিরীত সিনেমায় অভিনয় করেন । এরপর নাটক ও সিনেমা পরিচালনা করেন । মাঝে উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়টা সব সময় মনে ধারণ করে রেখেছিলেন তিনি । তাঁর বড় প্রমাণ ওটিটি প্লাটফর্মে তাঁর অভিনয়ের দ্বিতীয় ইনিংস । ‘৭ নাম্বার ফ্লোর’ দিয়ে প্রমাণ করেন তিনি । এই ওয়েব সিরিজের পর এবার ‘গুটি’, শঙ্খ দাশ গুপ্তের ওয়েব ফিল্ম। চরিত্রের নাম সেলিম। মাদক চোরাকারবারী সুলতানার (আজমেরী বাঁধন) স্বামী তিনি। এই চরিত্রে জয়ের অভিনয় সকলকে এক কথায় মুগ্ধ করেছে ।

‘গুটি’ সিরিজে আরও অভিনয় করেন মৌসুমি হামিদ, নাসির উদ্দিন খান প্রমুখ। ভালো প্রোডাকশন ও নির্মাতার প্রস্তাব পেলে অভিনয়ে নিয়মিত হবেন বলে জানিয়েছেন জয় ।

   

৩২ বছর পর একসঙ্গে অমিতাভ-রজনীকান্ত



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতীয় সিনেমার দুই মহাতারকা রজনীকান্ত ও অমিতাভ বচ্চন ৩২ বছর পর এক সিনেমায় হাজির হচ্ছেন। পরিচালক টিজে জ্ঞানভেলের হাত ধরে সিনেপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার (৩ অক্টোবর) লাইকা প্রোডাকশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। তাই আপাতত এটিকে ‘থালাইভার ১৭০’ নামে অভিহিত করা হচ্ছে। 

প্রযোজনা সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, ‘ভারতীয় সিনেমার শাহেনশাকে স্বাগতম। ‘থালাইভার ১৭০-এ’ থাকছেন অমিতাভ বচ্চন। প্রতিভায় ভরপুর অমিতাভ বচ্চন আমাদের টিমে যোগ দেওয়ায় আমরা নতুন উচ্চতায় পৌঁছালাম’।

‘হাম’ ছবিতেই শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল দুই মেগাস্টারকে। দীর্ঘ তিন দশকে একসঙ্গে কাজ না করলেও তাদের বন্ধুত্ব ছিল অটুট। রজনীকান্তের কাজের প্রশংসায় হামেশাই পঞ্চমুখ অমিতাভ। এমনকি রোবট ছবির সাংবাদিক বৈঠকেও সামিল হয়েছিলেন বিগ বি। এই ছবিতে রজনীকান্তের নায়িকা ছিলেন বচ্চন-বধূ ঐশ্বর্য রাই বচ্চন। ‘আন্ধা কানুন’ (১৯৮৩), ‘গ্রেফতার’ (১৯৮৫) এবং ‘হাম' (১৯৯১) ছবিতে এর আগে একসঙ্গে কাজ করেছেন দুজনে।

এখনও ঠিক হয়নি ‘জয় ভীম’ পরিচালক টিজে জ্ঞানভেলের নতুন ছবির নাম। রজনীকান্তের কেরিয়ারের ১৭০তম ছবি এটি। সেইসূত্রেই আপতত ছবির ওয়ার্কিং টাইটেল ‘থালাইভার ১৭০’। 


এই তামিল ছবির সঙ্গীতের দায়িত্বে থাকবেন ‘জাওয়ান’-এর কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দর। এই ছবিতে অমিতাভ-রজনীকান্ত ছাড়াও দেখা যাবে রানা দগ্গুবতি, ফাহাদ ফাসিলের মতো নামী তারকাদের। সঙ্গে থাকছেন, মঞ্জু ওয়ারিয়ার, ঋত্বিকা সিং।

বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে রজনীকান্তের শেষ রিলিজ ‘জেলর’। তামান্না-রজনী ‘কাভালা’ গানে নেচেছে গোটা দেশ। এই ছবির সাফল্যে বেজায় উত্তেজিত রজনীকান্ত। ৭২ বছর বয়সেও দাপটের সঙ্গে নায়কের ভূমিকায় অভিনয় করে চলেছেন তিনি।

 

;

শুরু হতে যাচ্ছে সিসিএলের স্থগিত ম্যাচ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আবারো শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লীগের খেলা।

মঙ্গলবার (৩ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সটের কর্মকর্তা অর্নিল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, আগামী ১৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন লীগের বাকি খেলাগুলোর আয়োজন করতে চাই। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর তারিখ জানানো হবে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। 

গত ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত খটনার কারণে সাময়ক স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লীগ। আট দলের ক্যাপ্টেনদের সাথে আলোচনা করে পরে সিদ্ধান্তে উপনীত হয়ে যে সেলেব্রিটি ক্রিকেট লীগ-২০২৩ এর খেলা এই মাসের মধ্যে সম্পুন্ন হবে। অংশগ্রহণ করা সকল দলের ক্যাপ্টেন এবং আয়োজক কমিটি জেনারেশন নেক্সট (জিনেক্সট) এই সিধান্তে উপনীত হয় যে, ঠিক যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা। 

ইতিমধ্যে জানা গেছে, খেলার ভেতর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে আয়োজক জিনেক্সট ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। তদন্তের সার্থে মামলা সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

অর্নীল হাসান বলেন, আগামী ১৫ থেকে ২০ তারিখ এর মধ্যে সুন্দর একটি দিন দেখে সেলেব্রিটি ক্রিকেট লীগ ২০২৩ এর ফাইনাল অনুষ্ঠিত হবে।

 



;

বলী’র জোড়া পোস্টার



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
বলী’র জোড়া পোস্টার

বলী’র জোড়া পোস্টার

  • Font increase
  • Font Decrease

একটা নয়, একসঙ্গে দু দুটো পোস্টার প্রকাশিত হয়েছে বলী ( দ্য রেসলার) সিনেমার। ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত এই ছবি এরই মাঝে জায়গা করে নিয়েছে এশিয়ার মর্যাদাপুর্ণ চলচ্চিত্র উৎসব বুসানের মূল প্রতিযোগিতা বিভাগে। বলী, দ্য রেসলার ছবির ওয়ারলড প্রিমিয়ারে অংশ নিতে এরই মাঝে বুসান পোছে গেছেন ছবির প্রযোজকর পিপলু আর খান । যাচ্ছেন অভিনেতা নাসির উদ্দীন খান। টরন্টো থেকে যোগ দিচ্ছেন পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী ও সহ প্রযোজক সাইফুল আজিম।

উৎসব শুরুর দিনে প্রকাশ করা হলো সিনেমার দুটি পোস্টার। কিন্তু একসঙ্গে জোড়া পোস্টারের রহস্য কি?

পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী বলছিলেন, " বলী সাগরপাড়ের গল্প। সাগরের মতোই বলী ছবির মূলত: দুই রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর, বিধ্বংসী রুপ। সিনেমার দুটো পোস্টারে এই দুটো রুপ ধরা পড়েছে। 'দুটো পোস্টারেরর ডিজাইনও করেছেন দুইজন আলাদা ডিজাইনার। মনিরুল ইসলাম এবং সাবিনা ইয়াসমিন।

সিনেমার পোস্টার নিয়ে প্রযোজক পিপলু আর খান বলেন, আমি খুবই আনন্দিত যে একসঙ্গে বলীর দুটো পোস্টার চলে এসেছে। তাও আবার বুসানে ওয়াল্ড প্রিমিয়ারের ঠিক আগে। ছবির সঙ্গে যারা যুক্ত সবাইকে শুভেচ্ছা। যে দুজন ডিজাইনার এটি করেছেন তাদেরও শুভেচ্ছা”দক্ষিন কোরিয়ার বুসান শহরে প্রতি বছর অনুষ্ঠিত হওয়া এশিয়ার সবচাইতে বড় চলচ্চিত্র উৎসব “বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব”-এ মুল প্রতিযোগিতা বিভাগে লড়ছে বাংলাদেশের সিনেমা 'বলী, দ্য রেসলার'। ২৮ তম এ আসরটি শুরু হবে অক্টোবরের ০৪ তারিখ থেকে। চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদানের সিনেমা ‘বলী (দ্য রেসলার)’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন। সাগর পাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। গেল বছরের এপ্রিল-মে মাসে ছবিটির টানা শুটিং হয়েছে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়।
ছবিটির সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও সৈয়দ গাউসুল আলম শাওন ।

;

গোপনেই রাজ-বুবলীর শুটিং শেষ, প্রকাশ্যে ফার্স্টলুক



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো বড়পর্দায় নতুন জুটি হিসেবে দেখা যাবে শরিফুল রাজ ও শবনম ইয়াসমিন বুবলীকে। সরকারি অনুদানে নির্মিত ছবির নাম ‘দেওয়ালের দেশ’। অনেকটা গোপনেই সিনেমার শুটিং শেষ করা হয়েছে। 

সোমবার (২ অক্টোবর) সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ হয়েছে। এটি নির্মাণ করেছেন পরিচালক মিশুক মনি।

এ প্রসঙ্গে নির্মাতা মিশুক মনির বলেন, আমি চেয়েছিলাম আগে কাজটি সম্পন্ন করি এরপর আলোচনা করা যাবে। আমি চাই মানুষ কাজের আলোচনা করুক। প্রধান চরিত্রে আছেন শবনম ইয়াসমিন বুবলী ও শরিফুল রাজ। আমরা যথেষ্ট যত্ন নিয়ে ‘দেওয়ালের দেশ’ সিনেমাটি নির্মাণ করেছি। একটি অনুষ্ঠানের মাধ্যমে ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির বিষয়ে আলোচনা করা হবে।’

অভিনেতা শরিফুল রাজ জানান, এই সিনেমায় কাজ করার পেছনে অবদান হচ্ছে, গল্পটির স্ক্রিপ্ট। আমি এ ধরনের স্ক্রিপ্ট পছন্দ করি। ‘দেয়ালের দেশ’ সিনেমাটির গল্প কিংবা স্ক্রিপ্ট আমার কাছে ভীষণ দারুণ লেগেছিল। এটি একটি অনুদানের সিনেমা। এ ধরনের সিনেমার বাজেটের সমস্যা থাকে। কিন্তু নির্মাতা এত সুন্দর করে সবকিছু ম্যানেজ করেছে। আমি মুগ্ধ। সিনেমায় যতদিন ইনভলভ ছিলাম। আমি ভীষণ এনজয় করেছি। এছাড়াও বুবলি আমাকে যথেষ্ট সাপোর্ট করেছেন এই সিনেমা সফল করতে। আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে। আমরা ভালো ফিডব্যাক পাব। পাশাপাশি এ ধরনের অনুদানের সিনেমার স্ক্রিপ্ট ভালো পেলে অনেক অভিনেতা-অভিনেত্রীরা অনুদানের সিনেমা করতে আগ্রহ পাবে।’


অভিনেত্রী বুবলি বলেন, দেয়ালের দেশ একটি অনুদানের ছবি। কাজ করতে ভীষণ ভালো লেগেছে। আমরা যখন একসাথে প্ল্যানিং করে কাজ করা শুরু করলাম। আমি দেখি, খুবই দুর্দান্ত একটি টিম। এছাড়াও এই ধরনের ক্যারেক্টার আমার পুরো ক্যারিয়ারের মধ্যে আমি করিনি। আমার লুক, অভিনয় ও কাজের মধ্যে ভিন্নতা দেখতে পাওয়া যাবে। যেহেতু এটি একটি অনুদানের সিনেমা। বেশি স্ট্রাগল করে শুটিং করতে হয়েছে। একটা সময় দম বন্ধ হয়ে আসতো। সে সময় পুরো টিম একজন আরেকজনকে সাপোর্ট করেছে। ছবিটি বাজেট কম হলেও নির্মাতা মিশুক নিজে ইনভেস্ট করে এই সিনেমাটি তৈরি করেছে। আশা করছি যখন ট্রেলার বের হবে তখন থেকে শুরু করে সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত সবারই ভালো লাগবে।

২০২০-২০২১ অর্থ বছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এরপরের বছর এর দৃশ্যধারণের কাজ শুরু। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

প্রসঙ্গত, শাকিব খানের নায়িকা হয়েই ঢালিউডে পা রাখেন বুবলী। এরপর সাইমন সাদিক, নিরব, ইমন, মাহফুজ আহমেদ, জিয়াউল রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন এই অভিনেত্রী।

;