অমিতাভ বচ্চন শেয়ার করলেন চঞ্চলের সিনেমার পোস্টার

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অমিতাভ বচ্চন শেয়ার করলেন চঞ্চলের সিনেমার পোস্টার

অমিতাভ বচ্চন শেয়ার করলেন চঞ্চলের সিনেমার পোস্টার

উপমহাদেশের চলচ্চিত্রে সবচেয়ে সমাদৃত-শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের ফেসবুক পেইজে তিনি শেয়ার করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত কলকাতার 'পদাতিক' সিনেমার পোস্টার।

সিনেমাটি ভারতের কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনের জীবন নিয়ে নির্মিত হবে। সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তার স্ত্রী গীতা সেনের চরিত্রে আছেন মনামী ঘোষ।

বিজ্ঞাপন

২০২৩ সালে ধুমধাম করে পালন করা হবে মৃণাল সেনের জন্মশত বর্ষ। তারই অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে 'পদাতিক'।