রাজ-পরীর বিচ্ছেদ!



বিনোদন ডেস্ক, বার্তা২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত জুটি পরীমণি ও শরীফুল রাজের সংসারে ভাঙনের সুর বেজে উঠেছে। পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী।

এ বিষয়ে জানতে পরীমণি ও শরীফুলরাজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

খাদের কিনারে থাকা রাজ ও পরীমণির সংসার অবশেষে ভেঙেই গেল। গত ১৮ সেপ্টেম্বর দেশের আলোচিত নায়িকা পরীমণি তার চতুর্থ স্বামী অভিনেতা শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন।

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে পরীমণি ফেসবুকে এক পোস্ট দিয়ে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন। জানান, এক পাতানো বোনকে সঙ্গে নিয়ে রাজ তার গায়ে হাত তুলেছেন।

অভিনেত্রী লিখেছেন, ‘ধরেন, এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম- কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?

পরীমণি প্রশ্ন রেখে আরও লিখেছেন, রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কী চলে মহানগর প্রজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্তানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।

যদিও এই পোস্টটি কিছুক্ষণ পরই মুছে ফেলেন পরীমণি। এরপর নায়িকার ব্যবহৃত নম্বরটি ফেসবুকে পোস্ট করা হয়। তবে সেই নম্বরে সংযোগ পাওয়া যাচ্ছে না। মুছে ফেলা হয় পরের পোস্টটিও। পরীমণির ফেসবুক হ্যাক হয়নি তো? জানতে নায়িকাকে ফোন দিলে তিনি কেটে দেন। বার্তা পাঠালেও উত্তর মেলেনি।

এদিকে কোন পাতাতো বোনকে সঙ্গে নিয়ে পরীমণিকে মারধর করলেন অভিনেতা শরীফুল রাজ? এ সম্পর্কে জানতে রাজের সঙ্গে যোগাযোগ করলে তাকেও পাওয়া যায়নি। তার সেলফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

গত মার্চে তিন অভিনেত্রীর সঙ্গে রাজের কয়েকটি ছবি আর ভিডিও ফাঁস হলে প্রকাশ্যে চলে আসে পরীমণির সংসারের টালমাটাল খবর। অভিনেত্রী জানান, ওই ঘটনার কিছুদিন আগেই রাজ তার বাসা ছেড়ে চলে যান। ফেরেননি কয়েক মাসেও। এবার জানা গেল নায়িকা ডিভোর্স দিয়েছেন রাজকে।

এ জুটির বিয়ে হয়েছিল ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে। সেই খবর তারা ফেসবুকে প্রকাশ করেন গত বছরের ১০ জানুয়ারি। কিন্তু সন্তানের মায়া বেঁধে রাখতে পারল না রাজ-পরীর সংসার। বিয়ের পর থেকে একাধিকবার দাম্পত্য কলহের জেরে পরীমণির বাসা ছেড়ে বেরিয়ে গেছেন রাজ। তবে অভিমান ভুলে আবার ফিরেও এসেছেন। তবে এবার আর ফিরলেন না। পরীর জীবন থেকে চলে গেলেন চিরতরে।

জানা যায়, রাজ ছিলেন পরীমণির চতুর্থ স্বামী। অর্থাৎ, এর আগে নায়িকা আরও তিনটি বিয়ে করেন। তার মধ্যে দুটি বিয়ে করেন চলচ্চিত্রে আসার আগে। নায়িকা বনে যাওয়া পর ২০২০ সালের মার্চে কামরুজ্জামান রনি নামে সহকারী পরিচালককে বিয়ে করেন পরীমণি। সেই সংসারে ভাঙে মাত্র তিন মাসে।

এরপর তামিম নামে এক বিনোদন সাংবাদিকের সঙ্গে আংটি বদল করেছিলেন পরীমণি। তবে সেটি আর বিয়ে পর্যন্ত গড়ায়নি।

   

আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে: ডলি সায়ন্তনী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নিজের ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

মনোনয়ন বাতিলে কোনো ষড়যন্ত্র নেই জানিয়ে তিনি বলেন, কারণ এটা আমারই দোষ, আমি এটা খেয়াল করিনি। আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ডলি সায়ন্তনী।

আপিল শেষ সংবাদমাধ্যমকে ডলি সায়ন্তনী বলেন, আমার ক্রেডিট কার্ডের ছোট একটা ভুল ছিল। সেটা ঠিকঠাক করে জমা দিয়েছি। আশা করছি সবকিছু দেখে আমার মনোনয়ন বৈধ করবে কমিশন।

তিনি বলেন, এতদিন গান করেছি। অনেকদিনের আশা ছিল এলাকার জন্য কিছু করব। সে সুযোগটা বিএনএম দিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমের পক্ষে পাবনা-২ আসনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন তিনি।

এর আগে. রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক।

বিএনএমে যোগ দেওয়ার দিনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে প্রার্থী হতে দলটির মনোনয়ন ফরম তোলন ডলি সায়ন্তনী।

;

রাফির ‘মায়া’ দিয়ে কী হারানো জায়গা ফিরে পাবেন সারিকা!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সারিকা সাবরিন, ছবি : শাহরিয়ার তামিম

সারিকা সাবরিন, ছবি : শাহরিয়ার তামিম

  • Font increase
  • Font Decrease

সারিকা সাবরিন ছিলেন এক সময়ে ছোটপর্দার অন্যতম চাহিদাসম্পন্ন মডেল ও অভিনেত্রী। বাঘা বাঘা তারকাকে পেছনে ফেলে তিনি পৌঁছে গিয়েছিলেন শীর্ষে। একটানা কাজ করেছেন লম্বা সময়। এরপর বিরতি। আবার ফেরা। আবার বিরতি। তবে এবার নিয়মিত। কী হয়েছিল মাঝের সময়টায়?

প্রেম, বিয়ে, সংসারসহ নানা কারণে একসময়ের ব্যস্ত এই তারকা বিনোদন অঙ্গনে অনিয়মিত হয়ে পড়েন। তবে তার কাজ এখন দৃশ্যমান। পরিচালকেরাও তাকে নিয়ে নতুন করে ভাবছেন। নাটক, টেলিছবির পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি। অনেকে বলছেন, সেই এক দশক আগের মতো ব্যস্ত হয়ে উঠছেন এই তারকা। এই ব্যস্ততা বেশ উপভোগ করছেন বলেও জানালেন সারিকা সাবরিন।

করোনাকালের পর পুরোদস্তুর কাজে মনোযোগী সারিকা। বিরতির পর ফেরা সারিকা টেলিভিশন নাটকের পাশাপাশি ওটিটিতে যাত্রা শুরু করেছেন। গত বছর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ দিয়ে ওটিটিতে অভিষেক ঘটে।

 সারিকা ও রায়হান রাফি

কয়েক মাস বিরতির পর আবার ওয়েব ফিল্মে অভিনয় করলেন। ‘মায়া’ নামের এই ওয়েব ফিল্মের পরিচালক রায়হান রাফি। সারিকা বলেন, ‘সামনে যেসব কাজ করছি, এসব নিয়ে কথা বলা বারণ। ওটিটির পাশাপাশি টেলিভিশন নাটকও করছি। পুরো কাজগুলো আমি ভীষণ উপভোগ করছি।

রাফি বর্তমান সময়ের হিট নির্মাতা। তার কাজ করে ক্যারিয়ারে সুবাতাস এনেছেন অভিনেত্রী তমা মির্জা। এবার সারিকার পালা! তিনিও কি রাফির ওপর ভর করে পারবেন নিজের হারানো জায়গা ফিরে পেতে? এ প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

;

চলে গেলেন সংগীতা খান



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সংগীতা খানের সঙ্গে তার বোন শিল্পী সুমনা হক, অভিনেত্রী শমী কায়সার ও উপস্থাপক পুনম প্রিয়ম

সংগীতা খানের সঙ্গে তার বোন শিল্পী সুমনা হক, অভিনেত্রী শমী কায়সার ও উপস্থাপক পুনম প্রিয়ম

  • Font increase
  • Font Decrease

সফল নারী উদ্যোক্তা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক সংগীতা খান আর নেই। ক্যারিয়ারের সফলতার পাশাপাশি সুব্যবহার আর রুচিশীলতার জন্য শোবিজে আলাদা পরিচিতি ছিল এই মানুষটির। তার আরেক পরিচয়, তিনি এ দেশের ‘জিঙ্গেল কুইন’খ্যাত সুমনা হকের বড় বোন।

আজ মঙ্গলবার ভোরে অনেকটা হুট করেই অসুস্থ হয়ে মৃত্যু বরণ করেন এই গুণী ব্যক্তিত্ব। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উদ্যোক্তা সমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনে।

সংগীতা খানের সঙ্গে দুটি আলাদা সময়ের ছবি শেয়ার করে জনপ্রিয় অভিনেত্রী রুনা খান ফেসবুকে লিখেছেন, ‘১১ সেপ্টেম্বর সন্ধ্যায় তোমার সাথে দেখা হলো। এত ভীড়ের মধ্যেও কত গল্প, ব্যাংককের কথা, শমী আপুর কথা, অনির কথা, ওমরা করতে যাবে সে গল্প। ৩ মাসও হয়নি! ফ্লোরা-বুলা চলে যাবার পর থেকে আমার খুব মনে হতো, সবই পড়ে থাকে, হঠাৎ করে মানুষটাই শুধু থাকে না! আজ ভোরে তুমি আবার সেটাই শক্ত করে মনে করিয়ে দিলে। যতবার, যত জায়গায় দেখা হয়েছে তুমি আমার গালে-পিঠে হাত বুলিয়ে আদর করে দিয়েছো। কি মায়া করে আমার হাতটা তোমার দুই হাতে ধরে গল্প করতে। আমি তোমাকে দেখতে না পেলেও, দুর থেকে তুমি আমাকে দেখে কাছে এসে জড়িয়ে ধরতে, ‘এই যে আমার মিষ্টি মেয়ে’ বলে! আমার গালে-মুখে হাত বুলানো তোমার আদর, আমার সবসময় মনে থাকবে সংগীতা আপা। আর তোমার আপুজি ডাক। আল্লাহ তোমার আত্মার শান্তি দিন।’

সংগীতা খানের সঙ্গে অভিনেত্রী রুনা খান

সংগীতা খান কর্মজীবন শুরু করেছিলেন ১৯৮৯ সালে সিঙ্গাপুর এয়ারলাইন্সে। সেখানে চাকরি করেন ২০ বছর। চাকরি করা অবস্থায় যুক্ত হন রেস্তোরাঁ ব্যবসায়। মৃত্যুর আগ পর্যন্ত বনানীতে নিজের ‘ডিভাইন বিউটি লাউঞ্জ’ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

জন্ম তার ১৯৬১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে। আদি বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ। বাবা আনোয়ারুল হক। বাংলাদেশ বস্ত্রকল কর্পোরেশনের (বিটিএমসি) অর্থ পরিচালক (ফিন্যান্স ডিরেক্টর) ছিলেন তিনি। মা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রয়াত কবি খালেদা এদিব চৌধুরী। তার বাবা ১৯৯৪ সালে এবং মা ২০০৮ সালে গত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিভাগে ১৯৮৪ সালে স্নাতক ও ১৯৮৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন সংগীতা। তিনি নারী উদ্যোক্তা হিসেবে ‘ইয়েলো ইন্সপায়ারিং ফিমেল অ্যাওয়ার্ড’ পুরস্কারও পেয়েছেন।

সংগীতা খানের সঙ্গে অভিনেত্রী সোহানা সাবা, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও টুটলি রহমান

সংগীতা খান বিয়ের পিঁড়িতে বসেন ১৯৭৯ সালে। প্রকৌশলী এফআর খানকে বিয়ে করেন তিনি। এফআর খান দেশের আবাসন শিল্পের একজন প্রথিতযশা ব্যক্তিত্ব। তিনি আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস’র (বিটিআই)-এর ব্যবস্থাপনা পরিচালক। তাদের দুই ছেলেমেয়ে। ২০১২ সালে সংগীতা খান যুক্ত হন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (বিডাব্লিউসিসিআই) সঙ্গে। সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন তিহনি। এ ছাড়াও তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) সাধারণ পর্ষদ সদস্য (জেনারেল বডি মেম্বার), ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (আইবিসিসিআই) পরিচালক ও জার্মান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (জিবিসিসিআই) সদস্য।

;

‘ডাংকি’ কী পারবে হিরানির রেকর্ড টিকিয়ে রাখতে?



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘ডাংকি’র ট্রেলারে শাহরুখ খান

‘ডাংকি’র ট্রেলারে শাহরুখ খান

  • Font increase
  • Font Decrease

আসছে ২১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের সিনেমা ‘ডাংকি’। এটি এ বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। বিরিতির পর ‘পাঠান’ আর ‘জাওয়ান’ দিয়ে সবাইকে নতুন করে তাক লাগিয়েছেন শাহরুখ। এবার আসছেন ‘ডাংকি’ নিয়ে। তাই ভক্তদের প্রত্যাশার পারদও অনেক চড়াতে। শুধু শাহরুখ খানের জন্যই নয়, এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন মাস্টারমেকার রাজকুমার হিরানি আর বলিউড কিং শাহরুখ খান।

হিরানি বেশ কয়েক বছর পর পর এক একটি ছবি নিয়ে আসেন, আর ছবিটি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির তকমা জিতে নেয়। তবে এবার এটি সহজ হবে না। কারণ খোঁদ শাহরুখের ‘জাওয়ান’ ছবিটিই সর্বকালের সেরা আয় করা ছবির তালিকায় রয়েছে। তার ‘পাঠান’ ছবিটিও দারুণ ব্যবসা করেছে। রণবীর কাপুরের ‘এনিম্যাল’ মাত্র ৩ দিনে ৪০০ কোটি আয় করেছে। এছাড়া প্যান ইন্ডিয়ান সিনেমার মধ্যে রয়েছে বেশকিছু ব্লকবাস্টার।

হিরানির ‘ডাংকি’র ট্রেলার আজই প্রকাশ পেয়েছে। সবাই দারুণ পছন্দ করেছেন ট্রেলার। হিরানি তার কাজের মান ঠিকই রেখেছেন মনে অনেকে মন্তব্য করেছেন। তবে জাওয়ান-এর ট্রেলার প্রকাশের পর যে পরিমান সাড়া পড়েছিল, এ ছবির বেলায় তেমনটি দেখা যাচ্ছে না।

‘ডাংকি’র স্টারকাস্ট

‘জাওয়ান’-এ শাহরুখের বয়স্ক চরিত্র বিক্রম রাঠোর নজর কেড়েছিল ভক্তদের। ‘ডাংকি’তেও শাহরুখকে দেখা যাবে পাকা চুলে। ট্রেলারের শুরুতে দেখানো হয় এক স্টেশনে নামেন শাহরুখ। সেখানে তার সঙ্গে পরিচয় হয় চারজনের। তারা ইংল্যান্ড যেতে ইচ্ছুক তারা। ইংরেজি না পারার কারণে অপদস্ত হতে হয় তাদের। একসময় তারা অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে। এরপর তাদের জীবনে নেমে আসে অন্ধকার। শাহরুখের হাতে হাতকড়াও দেখা যায়। তবে ২৫ বছর পর শাহরুখকে দেখা যায় নতুন লুকে। নতুন মিশন নিয়ে এগিয়ে যায় এই শাহরুখ।

`ডাংকি’তে শাহরুখ ছাড়াও রয়েছে ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমান ইরানির মতো তারকারা।

;