গদ্দার না দেশভক্ত?- প্রকাশ্যে সালমানের টাইগার ৩-এর মেসেজ!
অবশেষে সব অপেক্ষার অবসান! বুধবার প্রকাশ্যে এলো সালমান খানের টাইগার ৩-এর টিজার। যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিন ভাইজান এক ঝলক দিলেন মণীশ শর্মা পরিচালিত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পরের ছবি ‘টাইগার ৩’-এর। যা মুক্তি পাবে ২০২৩-এর দিওয়ালিতে। অভিনয় করেছেন সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান হাসমি।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের জন্মই হয়েছিল টাইগারকে দিয়ে। ২০১২ সালে মুক্তি পেয়েছিল এক থা টাইগার। এরপর ৫ বছর পর ২০১৭ সালে আসে টাইগার জিন্দা হ্যায়। ৬ বছরের বিরতি নিয়ে ২০২৩ সালে আসছে টাইগার ৩।
টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করতে লাগিয়ে দিয়েছি। বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গদ্দার। দেশের সঙ্গে গদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গদ্দার না দেশভক্ত? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’
টাইগার ৩ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ১০ নভেম্বর মুক্তি পাবে। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট। এবং পরিচালনা করেছেন মনীশ শর্মা। এবং নেগেটিভ রোলে অভিনয় করেছেন ইমরান হাশমি। সালমান আর ক্যাটরিনাকে তাদের ২০১৯ সালের ভারত সিনেমার পর আবার একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। এর আগে, এই জুটি এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, ম্যায়নে পেয়ার কিয়ু কিয়া এবং পার্টনারের মতো হিট ছবিতে অভিনয় করেছেন।
প্রসঙ্গত, সালমানের টাইগার ৩ ছবিটিতে শাহরুখ খান ওরফে পাঠানের একটি কেমিও থাকবে বলে জানা গেছে। যেমনটা সিদ্ধার্থ আনন্দের ব্লকবাস্টার পাঠানে করেছিলেন সালমান খান টাইগার হয়ে। এছাড়াও যশরাজের তরফে টাইগার ভার্সেস পাঠান সিনেমা বানানোরও কথা রয়েছে। যার প্রি প্রোডাকশনের কাজ চলছে এখন। আর শ্যুটিং শুরু হবে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। দুই খানই নাকি হ্যাঁ করে দিয়েছেন স্ক্রিপ্টে।