শাহরুখ-প্রভাস মুখোমুখী, একই দিনে মুক্তি পাচ্ছে 'ডানকি-সালার'

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাহরুখ খান ও প্রভাস। ছবি: সংগৃহীত

শাহরুখ খান ও প্রভাস। ছবি: সংগৃহীত

‘বাহুবলি’ সিনেমা দিয়ে প্রভাসের জনপ্রিয়তা বেড়ে যায় বহুগুণ। কিন্তু, এর পর সাহো ও রাধে শ্যাম সিনেমা ফ্লপের পর রীতিমতো টালিমাটাল এই অভিনেতার রাজত্ব। অন্যদিকে চার বছর পর ফিরেই নিজের পুরনো সিংহাসন দখলে নিয়েছেন শাহরুখ খান। এরই মধ্যে বলিউড বাদশাহর ‘জাওয়ান’ সিনেমা ১ হাজার কোটি টাকার উপরে আয় করেছে। এই ঝড় চলবে আরও কিছুদিন। তবে একই সময়ে বলিউড দুই বড় তারকার সিনেমা মুক্তি পাওয়া নতুন কিছু না হলেও এবারের গল্পটা যেন একটু ব্যতিক্রম! 

২৮ সেপ্টেম্বর প্রভাসের ‘সালার’ সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু, কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন এটি ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। আর আগে থেকেই ২২ ডিসেম্বর মুক্তি দেওয়ার দিনধার্য করে রেখেছে শাহরুখের ‘ডানকি’ সিনেমার পরিচালক রাজকুমার হিরানির। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান এক্সে (টুইটার) ‘সালার’ মুক্তির তারিখ সম্পর্কে আপডেট শেয়ার করেছেন।

বিজ্ঞাপন

যার ফলে ভারতীয় বক্স অফিস দেখতে যাচ্ছে ইতিহাসের অন্যতম এক মহারণ! মুখোমুখি হতে যাচ্ছেন প্রভাস ও শাহরুখ খান।

আর বিগ বাজেটের সিনেমা এই মুহূর্তে ভারতের সবচেয়ে হাইপ সৃষ্টি করা সিনেমা। 

বিজ্ঞাপন

প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। অপরদিকে রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডানকি’তে শাহরুখ খানের সঙ্গে আরো রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ ও ধর্মেন্দ্র।