মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর বাংলাদেশী সিনেমা ‘কাঠগোলাপ’। মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।

ইতোমধ্যে চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু উৎসবে পুরস্কার জিতেছে ‘কাঠগোলাপ’। এবার সিনেমাটি মালয়েশিয়া থেকে পুরস্কার প্রাপ্ত হলো।

বিজ্ঞাপন

‘কাঠগোলাপ’ সিনেমাটি সম্প্রতি মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। পরে ‘বেস্ট ওমেন’স ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কৃত হয় সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কাঠগোলাপ’ সিনেমার সকল কলাকুশলীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সিনেমাটি বিভিন্ন দেশে দর্শক ও জুরিবোর্ডের প্রশংসা পাচ্ছে, যা আমাদের জন্য একই সাথে আনন্দের এবং প্রেরণার।’

বিজ্ঞাপন

বিদেশে ‘কাঠগোলাপ’ প্রদর্শিত হচ্ছে ‘দ্য সেন্টলেস’ নামে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন, চিত্রনায়িকা কেয়া, রাশেদ, মামুন, অপু, মেঘলা মুক্তা, জামশেদ শামীম, দিলরুবা দোয়েল প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে তৈরি এই সিনেমার পরিচালক সাজ্জাদ খান।