চলছে গঙ্গা-যমুনার সংস্কৃতির মেলা
প্রতিবারের মতো এবারো দুই দেশের শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে গত ৬ থেকে ১৭ অক্টোবর ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ। আজ ৭ অক্টোবর উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।
উন্মুক্ত মঞ্চ
শিশু সংগঠন চিত্রণ আবৃত্তি অঙ্গন দলীয় আবৃত্তি পরিবেশন করবে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও পদ্মশ্রী সংগীত নিকেতন, দলীয় আবৃত্তি পরিবেশন করবে চারুবৃক্ষ ও স্বরাঙ্গন বাচিক চর্চা কেন্দ্র, দলীয় নৃত্য পরিবেশন করবে পুষ্পাঞ্জলী নৃত্যকলা কেন্দ্র, পথনাটক পরিবেশন করবে নাট্যযোদ্ধা।
জাতীয় নাট্যশালা মিলনায়তন
পুলিশ থিয়েটার প্রযোজনা- অচলায়তনে অপ্সরী, রচনা ও নির্দেশনা: জাহিদ রহমান
এক্সপেরিমেন্টাল থিয়েটার হল
ঢাকা পদাতিক প্রযোজনা- ট্রায়াল অব সূর্যসেন, রচনা ও নির্দেশনা: মাসুম আজিজ, নবনাট্য নির্দেশনা: নাদের চৌধুরী
স্টুডিও থিয়েটার হল
মৈত্রী থিয়েটার প্রযোজনা- মেহেরজান, রচনা: মান্নান হীরা, নির্দেশনা: সূচনা তিসা
বাংলাদেশ মহিলা সমিতি
এথিক প্রযোজনা- নেতা যে রাতে নিহত হলেন, রচনা ও নির্দেশনা: রেজানুর রহমান
জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন
কণ্ঠবীথি'র প্রযোজনা- শ্রুতিঅভিনয় রথের রশি ও দিব্য সাংস্কৃতিক সংগঠনের প্রযোজনা- নৃত্যনাট্য ঋতুর দেশ বাংলাদেশ
আগামীকাল ৯ অক্টোবর ২০২৩ সোমবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়।
উন্মুক্ত মঞ্চ
শিশু সংগঠন নন্দনকুড়ি দলীয় আবৃত্তি পরিবেশন করবে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে সমস্বর ও সপ্তরেখা শিল্পীগোষ্ঠী, দলীয় আবৃত্তি পরিবেশন করবে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র ও মানচিত্র, দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যসুর, পথনাটক পরিবেশন করবে রঙ্গপীঠ নাট্যদল।
জাতীয় নাট্যশালা মিলনায়তন
অনুস্বর প্রযোজনা রায়মঙ্গল, উপন্যাস: সুমন মজুমদার, নাট্যরূপ ও নির্দেশনা: সাইফ সুমন।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হল
দেশ নাটক প্রযোজনা- পারাপার, রচনা: মাসুম রেজা, নির্দেশনা: ফাহিম মালেক ইভান
স্টুডিও থিয়েটার হল
উত্তরীয় থিয়েটার প্রযোজনা- বঙ্গমাতা, রচনা: আনিসুর রহমান, নির্দেশনা: দিব্যেন্দু উদাস বাংলাদেশ মহিলা সমিতি
লোক নাট্যদল
(বনানী) প্রযোজনা- সুন্দর, রচনা: মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা: কামরুন নূর চৌধুরী
জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন: কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রযোজনা আবৃত্তি বন্ধ ঘরের আগল ভাঙো ও তক্ষশীলা পল্লী বাংলার ব্রতচারী সংঘর প্রযোজনা ব্রতচারী নৃত্য "বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ।
আপনার বহুল প্রচারিত গণমাধ্যমে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসাবের সার্বিক আয়োজনের সচিত্র প্রতিবেদন প্রকাশ ও প্রচার করে উৎসবকে সাফল্যমন্ডিত করতে বিশেষ সহযোগিতা করবেন বলে আশা করি।