৮ বছর পর এসেও মাতাচ্ছে নতুন ‘হাঙ্গার গেমস’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পোস্টারে সিনেমার তারকারা, ছবি : সংগৃহিত

পোস্টারে সিনেমার তারকারা, ছবি : সংগৃহিত

হলিউডের ইতিহাসের অন্যতম সফল সিনেমার তালিকায় নাম থাকবে ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের। এই সিনেমায় অভিনয় করে রাতারাতি সুপারস্টার খেতাব পান অভিনেত্রী জেনিফার লরেন্স। অস্কারের জন্যও মনোনীত হন তিনি।

১৭ নভেম্বর মুক্তি পেয়েছে এই সিরিজের নতুন কিস্তি ‘দ্য হাঙ্গার গেমস : দ্য ব্যালেড অফ সংবার্ডস্ এন্ড স্নেকস্’ সিনেমাটি। এই নামের উপন্যাস থেকেই নেওয়া হয়েছে গল্প। এত বছর পরও জনপ্রিয়তা কমেনি একটুও এই সিরিজের। প্রমাণ পাওয়া যায় বক্স অফিস কালেকশনের দিকে নজর দিলেই। মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী ৯৮.৫ মিলিয়ন ডলার প্রথম সপ্তাহে আয় করেছে সিনেমাটি।

বিজ্ঞাপন

প্যানেলের প্রধান হওয়ার আগে প্রেসিডেন্ট স্নোর জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে এই সিনেমায়। ১৮ বছর বয়সে সম্ভ্রান্ত স্নো পরিবারের শেষ বংশধর তিনি। যোগ্য উত্তরসরী হিসেবে নিজেকে প্রমাণ করার সংগ্রাম তার। স্নোয়ের চরিত্রে অভিনয় করেছেন টম ব্লাড। অন্যান্য প্রধান চরিত্রগুলোর মধ্যে লুসি গ্রে চরিত্রে রেচাল যেগলার, ডা. ভলুমিনা চরিত্রে ভিওলা ড্যাভিস, ক্যাসকা হাইবোর্ড চরিত্রে পিটার ডিংরেজসহ আরও অনেকে রয়েছেন। এই সিনেমাটির দৈর্ঘ্য ২ ঘন্টা ৩৮ মিনিট। ভিএফএক্স ও সিনেমাটোগ্রাফির প্রশংসা হচ্ছে। শুরুতে কাহিনী একটু ধীরে চললেও সময়ের সাথে সাথে রোমাঞ্চকর গল্প এগোতে থাকে ।

সুজানে কলিন্সের লিখিত উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছিল ‘হাঙ্গার গেমস’ সিরিজ। সিনেমাগুলোর নামও রাখা রয়েছে উপন্যাসের শিরোনামেই। তারই ৪র্থ পর্বের গল্পে নির্মিত ‘দ্য ব্যালেড অফ সংবার্ডস্ এন্ড স্নেকস ‘ বা ‘হাঙ্গার গেমস ৫’। ২০১২ সালের ‘দ্য হাঙ্গার গেম’ সিনেমার আগের গল্প সাজানো হয়েছে এই সিনেমায়। পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয় এই সিনেমা ফ্রাঞ্চাইজি। ২০১৫ সালে হাঙ্গার গেম সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস্: মকিংজে পার্ট ২’ প্রকাশ পেয়েছিল।

বিজ্ঞাপন