রুনা খান এবার সবিতা ভাবী!

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রুনা খান, ছবি : আবুল কালাম আজাদ

রুনা খান, ছবি : আবুল কালাম আজাদ

না ভারতীয় তরুণদের প্রিয় সবিতা ভাবী নয়, দেশের দর্শকনন্দিত অভিনেত্রী রুনা খান অভিনয় করছেন জীবনানন্দ দাসের সবিতা ভাবীর চরিত্রে। সম্প্রতি রুনা তার নতুন সিনেমার শুটিং শেষ করেছেন। নাম ‘বক : দ্য সোল অব নেচার’ নামের সেই ছবিটি নির্মিত হয়েছে জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে। ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন মাসুদ পথিক।

সিনেমায় গল্পের কেন্দ্রীয় একটি চরিত্র ‘সবিতা’। আর এ চরিত্রেই অভিনয় করছেন রুনা খান। তিনি জানান, গত জুলাই থেকেই বক সিনেমার শুটিং শুরু করেন তিনি। ২৬ আগস্ট তিনি এ সিনেমার কাজ শেষ করেছেন।

বিজ্ঞাপন

সিনেমাটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বলেন, ‘বক সিনেমার মূল দর্শন হচ্ছে প্রকৃতি ও জীবনের গল্প। সুরুজ দেওয়ান একজন বক শিকারি। তার স্ত্রী সবিতা। এ চরিত্রেই আমাকে দেখা যাবে। একটি পরিবারের মধ্য দিয়ে প্রকৃতি ও জীবন দর্শনের গল্প বলার চেষ্টা করছেন পরিচালক মাসুদ পথিক। গল্প বলতে গিয়ে এ সিনেমায় প্রকৃতির সৌন্দর্য, বীভৎসতা, দুর্যোগ যেমন উঠে এসেছে, ঠিক তেমনি উঠে এসেছে জীবনের সুন্দরতা, বীভৎসতা ও অসহায়ত্বের গল্প। পাশাপাশি সিনেমাটিতে জীবন দর্শন উঠে এসেছে। সব মিলিয়েই আসলে বক আমাদের প্রকৃতি ও জীবনের গল্পই বলার চেষ্টা করবে।’

রুনা খান

এ সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে রুনা খান বলেন, ‘জীবনে প্রথম মেঘনার পারে লালপুর চানপুর চরে শুটিং করেছি। পুরো ইউনিটের অনেক কষ্ট হয়েছে কখনো রোদে, কখনো প্রবল বৃষ্টিতে শুটিং করতে। মাসুদ পথিকের ডেডিকেশনে আমি মুগ্ধ। যে কারণে বক সিনেমাটি নিয়েও ভীষণ আশাবাদী। আমার চরিত্রটি সাধ্যমতো চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে।’

বিজ্ঞাপন