মারের ভয়ে ক্যাটরিনার সঙ্গে আর ঝগড়া করবেন না ভিকি!
বিয়ের পর এই প্রথম অভিনয়জীবনে সাফল্যের দেখা পেলেন ক্যাটরিনা কাইফ। তার অভিনীত ‘টাইগার ৩’ এরইমধ্যে সারাবিশ্ব থেকে ৪০০ কোটির বেশি আয় করে ফেলেছে। ‘টাইগার’রূপী সালমান খানের পাশাপাশি ‘জোয়া’র ভূমিকায় ক্যাটরিনা কাইফ দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এই দুই তারকার রসায়ন তো বটেই, সিনেমাটিতে দুরন্ত অ্যাকশনের কারণে ক্যাটরিনা আরও বেশি চর্চায় উঠে এসেছেন।
তবে ক্যাটরিনার একটি অ্যাকশন দৃশ্য ব্যাপকভাবে আলোচনায় ছিল। সেই দৃশ্যে দেখা গেছে, আইএসআই এজেন্ট জোয়া ওরফে ক্যাটরিনা আর হলিউড অভিনেত্রী মিশেল লি একে অপরের সঙ্গে হাতাহাতি করছেন। দৃশ্যটিতে দুই অভিনেত্রীর পরনে ছিল সাদা তোয়ালে। স্ত্রী ক্যাটরিনার এই ‘তোয়ালে ফাইট দৃশ্য’ নিয়ে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল।
এই বলিউড নায়ক ব্যস্ত তার আগামী ছবি ‘স্যাম বাহাদুর’-এর প্রচারে। মেঘনা গুলজার পরিচালিত এই ছবির প্রচারণার সময় ভিকি ক্যাটের তোয়ালে দৃশ্যের প্রসঙ্গে বলেছেন, “টাইগার থ্রি”-এর বিশেষ প্রদর্শনীতে গিয়েছিলাম। তখনই দৃশ্যটি প্রথম দেখেছিলাম। দেখার পর আমি ক্যাটরিনার সামনে মাথা নিচু করে বলি, তার সঙ্গে আমি আর কখনো ঝগড়া করব না; আমি চাই না সে আমাকে তোয়ালে পরে পেটাক। যেভাবে সে দৃশ্যটি করেছিল, তা অবিশ্বাস্য। আমি তাকে বলেছিলাম যে আমার মতে সে বলিউডের সবচেয়ে অদ্ভুত অ্যাকশন অভিনেত্রী। সত্যি বলতে, সে যেভাবে পরিশ্রম করেছে, এ কারণে আমি স্বামী হিসেবে গর্বিত। তাকে দেখা সত্যি অনুপ্রেরণাদায়ক।’
ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’ ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। আগামী শুক্রবার ছবিটি মুক্তি পাবে। ভিকি এই ছবিতে ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানকেশের ভূমিকায় অভিনয় করেছেন। মেঘনা গুলজারের ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে ফাতিমা সানা শেখকে। স্যাম মানকেশের স্ত্রীর চরিত্রে আছেন সানিয়া মালহোত্রা।
ভিকির ‘স্যাম বাহাদুর’-এর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দা অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি। যদিও অগ্রিম টিকিট বুকিংয়ের দৌড়ে এখন পর্যন্ত সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটি ‘স্যাম বাহাদুর’-এর চেয়ে এগিয়ে আছে।