তেহরানের চলচ্চিত্র উৎসবে ভিন্ন লুকে জয়া
সদ্য অনুষ্ঠিত দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে জয়া আহসান অভিনীত বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ফেরেশতে’। এবার ইরানের বৃহৎ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবেও দেখানো হলো ছবিটি!
গতকাল ১ ফেব্রুয়ারি পর্দা উঠলো ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ইরানের তেহরানে শুরু হওয়া এই উৎসবে ৩৭টি সিনেমা তিনটি ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিযোগিতা করছে। এরমধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে আছে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’।
ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’র উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান, ছবির নির্মাতা অতাশ জমজম এবং ছবির প্রধান চরিত্রে অভিনয় করা জয়া আহসান, সুমন ফারুক এবং রিকিতা নন্দিনী শিমু। এছাড়াও প্রদর্শনীতে ছিলেন ‘ফেরেশতে’র গল্পকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুমিত আল রশিদ।
‘ফজর’ উৎসবে জয়া আহসানকে পাওয়া গেল একেবারেই ভিন্ন লুকে। সে দেশের সংস্কৃতি বিবেচনা করে ভিন্নধর্মী পোশাক নির্বাচন করেছেন জয়া। সেই ছবি এখনো তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করলেও তাকে ফিচার করেছে তেহরানের গণমাধ্যম। সেখানে জয়াকে দেখা যাচ্ছে মাথায় ওড়না টাইপের পোশাকে।
‘ফেরেশতে’র প্রদর্শনীতে ইরানে বসবাসরত বাঙালি দর্শকের পাশাপাশি ভিন্নভাষি দর্শকরাও ছিলেন। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।