অভিনয় ক্যারিয়ার ঠনঠনে, রাজনীতিতে নামছেন অপু বিশ্বাস
এক সময়ের জনপ্রিয় অপু বিশ্বাস সর্বশেষ কবে একটি হিট সিনেমা উপহার দিয়েছেন তা হয়ত তিনি নিজেই জানেন না। সে কতোকাল আগের কথা!
তবে নিজেকে আলোচনায় রাখতে ভালোই পটু এই নায়িকা। এই যেমন সম্প্রতি পরকীয়া নিয়ে কথা বলে নেটিজেনদের বিনোদনের খোরাক হয়েছেন।
তিনি হয়ত বুঝেই গেছেন, অভিনয় ক্যারিয়ারে আর কিছু করা সম্ভব নয়। তাইতো এবার রাজনীতিতে নামতে চান এই চিত্রনায়িকা। ২০১৯ সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরমও কিনেছিলেন কিন্তু সে বার দলীয় মনোনয়ন না পেলেও এ বছর আশাবাদী এই নায়িকা।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, আগামীতে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছে আছে কিনা? এ সময় অপু বলেন, আমি এবার সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়ন নিতে চাইছি।
অনেক দিন ধরেই জনপ্রতিনিধি হওয়ার আগ্রহ রয়েছে বলে জানান তিনি। এ জন্য আরও আগে থেকে মাঠ পর্যায়ে কাজ করছেন। অপু বিশ্বাস জানান, সংরক্ষিত নারী আসনে এমপি হতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকেই কাজ করছেন।
নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার সংরক্ষিত আসন থেকে মনোনয়ন ফরম তুলবেন বলেও জানান অপু। তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধি নয়, প্রত্যেকটা মা-বোনদের কাছের এবং পাশের মানুষ হয়ে উঠতে চাই। আমি নারীদের নিয়ে কাজ করতে চাই। এটাই আমার মূল লক্ষ্য।’
আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত অপু বিশ্বাসের সিনেমা ‘ট্র্যাপ’। এতে আরও অভিনয় করেছেন জয় চৌধুরী, মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।