শাকিরার চোখে ডায়মন্ডের কান্না!
দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া পপ সুপারস্টার শাকিরার সবকিছুতেই দর্শকের তুমুল আগ্রহ। কদিন আগে নিজ দেশ কলম্বিয়ার সমূত্র সৈকতে তার বেলি ড্যান্স করা বিশাল মূর্তী স্থাপন করার পর তিনি আলোচনায় আসেন।
এবার নতুন অ্যালবামের খবর দিলেন এই গায়িকা। আজ দুপুরেই নতুন অ্যালবামের একটি পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ ও প্রি অর্ডারের খবর দিয়েছেন এই তারকা। শাকির নতুন অ্যালবামের পোস্টার, আর তাতে চমক থাকবে না তা কি হয়? এই পোস্টারে অনিন্দ্য সুন্দর শাকিরার দু চোখে পানির ধারা বয়ে যাচ্ছে। তবে সেই পানি যেনতেন পানি নয়, যেন ডায়মন্ডের উজ্জ্বল ছটা!
শাকিরাও তাই তার পোস্টে লিখেছেন, ‘নারীরা আর কাঁদে না। আমার নতুন অ্যালবাম আসছে ২২ মার্চ। প্রি-অর্ডার করুন শাকিরা.কম থেকে।’
জানা গেছে শাকিরার নতুন এই অ্যালবামের নাম ‘ওমেন নো লংগার ক্রাই’। বিশ্ববিখ্যাত ফুটবল তারকা পিকের সঙ্গে দীর্ঘদিনের সংসারে বিচ্ছেদের পর দারুণ আলোচনা হয় তাদের নিয়ে। ধারনা করা হচ্ছে সেই বিচ্ছেদের যন্ত্রণা ভুলে শাকিরা নতুনভাবে বাঁচতে শুরু করেছেন। তাই তিনি লিখেছেন, ‘নারীরা আর কাঁদে না’! এই অ্যালবামে হয়তো এমনসব গান থাকবে যানে নারীর ভেতরকার শক্তির জয়গান করা হবে।
ইনস্টাগ্রাম পোস্টে শাকিরা লিখেছেন, ‘এই কাজের কৃতিত্ব আমার একার নয়। আপনারা সবাই এবং আমার পুরো টিম কাজের সঙ্গে ছিলেন। যারা প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’
শাকিরা এই অ্যালবামটির নামকরণ নিয়ে বলেছেন, ‘প্রতিটি গান লিখতে গিয়ে আমি নিজেকে ভেঙেচুরে নতুন করে তৈরি করার চেষ্টা করেছি। সেগুলো গাইতে গাইতে আমার অশ্রু এবং দুর্বলতা শক্তিতে পরিণত হয়েছে। তাই এই নাম রাখা হয়েছে।’
এর আগে ২০১৭ সালে শাকিরার সর্বশেষ অ্যালবাম ‘এল ডোরাডো’ মুক্তি পেয়েছিল।
অল্প বয়স থেকেই শাকিরা পপ ও রক ঘরানার সংগীত উপহার দিয়ে আসছেন। গীতিকার, সুরকার ও গায়িকা শাকিরা নব্বই দশকের মাঝামাঝি থেকে ল্যাটিন অ্যামেরিকা ও স্পেনের রক সংগীতাঙ্গনে কুড়িয়েছেন জনপ্রিয়তা।
২০১০ সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে আলো ছড়ানো এই পপ তারকার ৮ কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে, যার মধ্যে ‘হিপস ডোন্ট লাই’র মত হিট অ্যালবামও ছিল।
ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১২ বছরের সম্পর্কের ইতি টানেন শাকিরা ২০২২ সালে। বিচ্ছেদের আগে পিকের বার্সেলোনার বাড়িতে থাকতেন শাকিরা। এরমধ্যে বিপুল অংকের কর ফাকির মামলাতেও ফেঁসেছেন তিনি। কিছুদিন আগে বার্সেলোনার বাড়ি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গ্রামি অ্যাওয়ার্ডজয়ী শাকিরা দুই সন্তান নিয়ে এখন থাকেন মিয়ামিতে।