গত বছর মার্চে সিনেমা হলে মুক্তি পায় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’। সে সময় এই প্রশংসিত ছবিটি যারা দেখতে পারেননি তাদের জন্য সুখবর দিলেন এর নির্মাতা খিজির হায়াত খান।
তিনি এক লিখিত বিবৃতির মাধ্যমে বার্তা২৪.কমকে বলেন, ‘আসছে স্বাধীনতার মাস মার্চের ১ তারিখ থেকে বাংলাদেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম টফিতে আসছে একইসঙ্গে আমাজন প্রাইম ভিডিওসহ মোট ৭টি আন্তর্জাতিক প্লাটফর্ম এবং দেশীয় প্লাটফর্ম টফি মিলিয়ে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে দেখা যাবে সিনেমাটি।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘ছবিটি সিনেমা হলে মুক্তির পর থেকে এই এক বছরে আমাদের লক্ষ্য ছিল একটাই, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গণের বীরগাথা নিয়ে নির্মিত সিনেমাটিকে বিশ্বের সকল মানুষের জন্য দেখার ব্যবস্থা করে দেওয়া। সবার দোয়া ও সহযোগিতায় আমরা তা করতে পেরেছি। আমার দর্শক ও গণমাধ্যমকর্মীরা সবসময় পাশে ছিলেন বলেই আমি কাজ করার শক্তি পাই। সবাই দোয়া করবেন, যাতে এই যুদ্ধটা আমরা চালিয়ে যেতে পারি।’
‘ওরা ৭ জন’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকীয় বারী মম, ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, ইমিতিয়াজ বর্ষন, সাইফ খানসহ শোবিজের একাধিক পরিচিত মুখ।
ঢালিউড কুইন শাবনূর দীর্ঘদিন পর্দায় নেই। তারপরও তাকে নিয়ে দর্শকের আগ্রহের কোন কমতি নেই। ফলে প্রিয় তারকার হাল হকিকত জানতে তারা ঢু মারেন শাবনূরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই নায়িকাও নিজের ভালোলাগা-মন্দলাগার কথা শেয়ার করেন ভক্ত অনুরাগীদের সঙ্গে।
কিন্তু তা করতে গিয়ে অনেক সময় সমালোচিত হতে হয় তাকে। অযথা ট্রলের শিকারও হন প্রায়ই। এতোদিন এ নিয়ে মুখ না খুললেও এবার শাবনূর আর চুপ থাকতে পারলেন না। সাফ জানিয়ে দিলেন, তাকে নিয়ে যেন অহেতুক আর সমালাচনা, নিন্দা না করা হয়।
শাবনূর আজ (মঙ্গলবার, সন্ধ্যা ৬টা ৬ মিনিটে) তার ফেসবুকে ‘সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই!’ শিরোনামে একটি স্ট্যাটাস দিয়েছেন। তা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
‘অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি। কোন এডমিনও নিয়োগ দেইনি। আমার যখন যেটা ভালো লাগে, নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোন আনন্দ-বেদনার বিষয় থাকলে তা সবার সাথে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। এমনকি কেউ কেউ আমার ড্রেসআপ নিয়েও উদ্ভট প্রশ্ন তুলেন।
অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পরতেই অভ্যস্ত, এবং এতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আর কে কি পরবে সেটাতো তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার, তাই না!
যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন। কিন্তু রিপিটেডলি আজেবাজে মন্তব্য যেন না করেন, তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছি। আর একান্তই যদি আমার একটিভিটিস কারো পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন।
যারা আমার ওয়ালে এসে বিরূপ মন্তব্য করেন তারা আবার দেখি আমার নামে বিভিন্ন একাউন্ট খুলে, পেজ চালিয়ে, আমার পোষ্ট করা ছবি/ভিডিও নিয়ে আবার ব্যবসা করেন। আমাকে পুঁজি করে অনেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছেন, রমরমা ব্যবসা করছেন, তা করেন; কিন্তু আমার এখানে এসে ভন্ডামী করছেন কেন? কেনই বা সংঘবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন? এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলেন, হাহাহা…..। এই ডিজিটাল যুগে এসেও মানুষ এসব জ্ঞান দেয়। আমি আড়ালে চলে যাবো না প্রকাশ্যে থাকবো তা আমি বুঝবো।
অন্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আচার ব্যবহার, কথা বলার ভাষা; এইসব ব্যাপারগুলো আমাদের পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক শিক্ষার পরিচয় বহন করে। মন্তব্য করার ক্ষেত্রে আমরা যেনো একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হই। সবাই ভালো থাকবেন।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীকে দেশের দর্শক মিস করছেন বহুদিন। কারণ তিনি গত বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত টানা ছয় মাস ছিলেন যুক্তরাষ্ট্রে।
সামিনা চৌধুরী সেখান থেকে বার্তা২৪.কমকে গতকাল মধ্যরাতে জানালেন, ‘এই ছয় মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ডজনখানেক অনুষ্ঠান করেছি। প্রোগ্রামগুলো এমনভাবে সাজানো ছিলো যে চাইলেই আমি দেশে ফিরতে পারছিলাম না। এদিকে দেশের জন্য সত্যি মন পড়ে থাকতো। কিন্তু গান গাইতে গিয়ে প্রবাসী বাঙালী ভাই-বোনের চোখে মুখে যে তৃপ্তি দেখতে পেতাম তখন সবকিছু ভুলে যেতাম অনায়াসেই।’
সামিনা তার অভিজ্ঞতা থেকে বললেন, ‘প্রতিটি শো যে কী ভালো হয়েছে তা বলে বোঝানো যাবে না। টানা দুই তিন ঘণ্টা গাওয়ার পরও দর্শক আমাকে স্টেজ থেকে নামতে দিতে চাইতো না। এই ভালোবাসা অমূল্য একজন শিল্পীর কাছে।’
তবে যেই না তিনি অনুষ্ঠানের মাঝে ১০ টা দিনের ফাঁক পেলেন, অমনি ছুটে আসেন দেশে। নতুন বছরের প্রথম দিনে দেশেই ছিলেন। কারণ বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত একটি শোয়ের জন্য অনেক আগে তিনি চুক্তিবদ্ধ ছিলেন। গত ৯ জানুয়ারি খুলনাতে সেই শোতে অংশ নেন সামিনা। ঠিক আর দুদিন পরেই নিউ ইয়র্কের একটি বিশেষ শোতেও তিনি ছিলেন প্রধাণ আকর্ষণ। ফলে সেই শোটিও তাকে ধরতে হবে যে করেই হোক। কিভাবে খুলনা থেকে নিউ ইয়র্কে গিয়ে শো ধরলেন সেই চ্যালেঞ্জিং অভিজ্ঞতাই বর্ণনা করেছেন ফেসবুকে।
সামিনা চৌধুরী লিখেছেন, ‘ব্যাপারটা অন্যরকম চ্যালেঞ্জিং আর দারুণ ছিল। আমি দেশে গেছিলাম ৩০ ডিসেম্বর মাত্র ১০ দিনের জন্য। কারণ ১১ জানুয়ারি নিউ ইয়র্কে শো। ৯ জানুয়ারি খুলনার অনুষ্ঠান শেষ করে সে রাতেই ঢাকার উদ্দেশে রওনা হলাম। ১০ তারিখ ভোর সোয়া পাঁচটার দিকে বাসায় পৌঁছে ফজরের নামাজ পড়ে কিছু খেয়ে একটু ঘুমিয়ে নিলাম। সাড়ে ১১টায় উঠে আবারও বাকি গোছগাছ। বিকেলে এয়ারপোর্ট। সন্ধ্যায় প্লেন ছাড়লো। ১১ তারিখ দুপুরে নিউ ইয়র্ক পৌঁছলাম, প্লেনে আমি তেমন ঘুমাতে পারি না, সেই আমি অনেকটা ঘুম দিয়ে নিজেকে একটু একটু করে স্টেজে ওঠার জন্য প্রস্তুত করতে থাকলাম। প্লেনে গরম পানি আর চা ছিল নিত্যসঙ্গী। ১০ ঘণ্টার ট্রানজিট ছিল দুবাইতে, তবু আসতে তো হবেই। কমিটমেন্ট বলে কথা। আল্লাহকে বললাম, আজকে যেন বরফ না পড়ে, যেন প্লেন ভালোভাবে ল্যান্ড করে, যেন ভালোভাবে গাইতে পারি ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যা যা চাইলাম সব পেলাম। বাসায় ফিরে একটু খেয়ে মেকাপ নিয়ে রওনা হলাম অনুষ্ঠানে। আল্লাহকে ডাকতে ডাকতে পৌঁছলাম নির্দিষ্ট সময়ের ৮ মিনিট আগেই। এটিভি চ্যানেলের উদ্বোধনী অনুষ্ঠানে আমি গাইলাম। আমেরিকার নতুন একটি টিভি চ্যানেল এটিভি, খুবই সুন্দর করে অনুষ্ঠানটি করেছে। ধন্যবাদ এটিভি চ্যানেল। ধন্যবাদ আরিফ এত ভালো সাউন্ডের জন্য। আর ভালোবাসা আমার মিউজিশিয়ান ভাইদেরকে। আল্লাহ মহান..’
২০২৫ সালটা শুরু হয়েছে জনপ্রিয় শিল্পী তাহসানের বিয়ের খবরে। মাস পেরোনোর আগেই এবার শোবিজে আরও বিয়ের খবর সামনে এলো। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩‘ শাম্মী ইসলাম নীলা ।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এ বিজয়ীর মুকুট জেতেন তিনি। বর্তমানে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল শাম্মি ইসলাম নীলা। গতকাল (১৩ জানুয়ারি) বিয়ের দারুণ কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন নীলা। ক্যাপশনে লিখেছেন, ‘এটা একেবারেই সহজ ছিলো না। তারপরও আমরা এটাকে সম্ভব করেছি, আমরা এখন বিবাহিত।’
তবে তিনি তবে, কাকে বিয়ে করেছেন তার তার কিছুই জানাননি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য নীলার সঙ্গে বার্তা২৪.কম থেকে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
তবে নীলা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট দিচ্ছেন। এই যেমন, তার বিয়ের ছবি প্রকাশ করেছে মিস ওয়ার্ল্ড-এর অফিসিয়াল ফেসবুক পেজ। বিষয়টি নিয়ে নীলা বেশ গর্ব অনুভব করছেন।
নীলা বিয়ে করলেও এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। তাকে সর্বশেষ ১২ জানুয়ারিতেও ফেসবুক লাইভের মাধ্যমে ব্র্যান্ডের প্রমোশন করতে দেখা গেছে।
নীলার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩ এর মুকুট জেতা শাম্মি ইসলাম নীলা মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। তবে নীলা এখনো শোবিজের মেইনস্ট্রিম কোন কাজ যেমন নাটক, চলচ্চিত্র কিংবা ওটিটিতে কাজ করেননি। তিনি সোশ্যাল মিডিয়াতেই নিজের ক্যারিয়ার সীমাবদ্ধ রেখেছেন।
‘বাহুবলী’ তারকা প্রভাস এখন শুধু দক্ষিণী সিনেমাই নয়, বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এক সুপারস্টার। ‘বাহুবলী’র পরই তার ক্রেজ এখন আকাশ ছুঁয়েছে। তার সর্বশেষ বেশ কয়েকটি সিনেমা বক্স অফিসে সাফল্য না পেলেও প্রভাসের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
তাইতো নিজের সিনেমা বাছাইয়ের ব্যাপারে দারুণ খুতখুতে হয়ে উঠেছেন প্রভাস। ফলে বলিউডে বেশ কিছু বড় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। তার মধ্যে অন্যতম ছিল শাহরুখ খানের ‘পাঠান’। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় শাহরুখ খান ছিলেন প্রধান চরিত্রে। প্রভাসকে যখন সিদ্ধার্থ আনন্দ ‘পাঠান’-এ অভিনয়ের প্রস্তাব দেন, তখন প্রভাস ভেবেছিলেন তাকে প্রধান চরিত্রে নেওয়া হবে।
তবে শাহরুখ খান ওই চরিত্রে অভিনয় করছেন জানার পর প্রভাস সেই প্রস্তাব ফিরিয়ে দেন। প্রভাসের মতে, তিনি এমন কোনও সিনেমায় কাজ করতে চান, যেখানে তার চরিত্রটিই হবে সিনেমার মূল চরিত্র। আর ‘পাঠান’-এ সেই সুযোগ তিনি পাবেন না। ফলে প্রস্তাবে হ্যাঁ বলার কথা ভাবেননি এক মুহূর্তের জন্যও।
এছাড়াও, সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ সিনেমাতেও অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে রতন সিংহের চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু প্রভাস সেই চরিত্রের প্রস্তাব নাকচ করেন। জানা যায়, তখন প্রভাস ‘বাহুবলী ২’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, তবে সেটি প্রধান কারণ ছিল না। তিনি চরিত্রটির গল্প পড়ার পর বুঝেছিলেন যে, রতন সিংহের চরিত্রে তার আগ্রহ নেই। ‘বাহুবলী ২’-এর মতো তার চরিত্রে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাচ্ছিলেন না তিনি।
প্রভাসের এই সিদ্ধান্তের পর ‘পদ্মাবত’-এ রতন সিংহের চরিত্রে অভিনয় করেন শাহিদ কাপুর, যিনি পরে ব্যাপক প্রশংসা পান তার অভিনয়ের জন্য।
সম্প্রতি বিয়ের গুঞ্জনে শিরোনামে এসেছেন প্রভাস। তার সহকর্মী তারকার রামচরণ জানিয়েছেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গণপভরামের মেয়ে। রাম চরণের এমন মন্তব্যের পর দক্ষিণী বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের একটি টুইট ঘিরেও অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে। এক্স হ্যান্ডলে (টুইটার) তিনি প্রভাসের নাম লিখে তার সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দিয়েছেন। এই পোস্টে দেখেই কৌতূহল প্রকাশ করতে শুরু করেন অনুরাগীরা। যদিও প্রভাস বা তার টিম থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।