পিকের জন্য নিজের ক্যারিয়ার নিয়ে ভাবেননি শাকিরা
কলম্বিয়ান সুপারস্টার শাকিরা এবং বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছিলেন ২০২২ সালের জুনে। এক দশকেরও বেশি সময় ধরে একসাথে থাকার পর বিচ্ছেদ ঘোষণা করেছিলেন এই তারকা জুটি। কিন্তু তখন বিচ্ছেদ নিয়ে কোনো কথা বলেননি তারা।
২০২২ সালের সে সময়টায় ইনস্টাগ্রামে শেয়ার করা এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের পথে হাঁটা এই তারকা জুটি জানিয়েছিলেন, ‘আমরা দুঃখিত যে আমরা আমাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করছি। আমাদের সর্বাধিক অগ্রাধিকার, আমাদের সন্তান মিলান ও সাশা। তাদের ভালোর জন্য আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।’
সেসময় চুপ থাকলেও এবার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শাকিরা। বিচ্ছেদের অনেকটা সময় পরে পিপল ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে অতীত হয়ে যাওয়া সম্পর্ক নিয়ে কথা বললেন ‘হিপস ডোন্ট লাই’ গানের এ ৪৭ বছর বয়সী গায়িকা।
সানডে টাইমসকে শাকিরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি আমার ক্যারিয়ার আটকে রেখেছিলাম শুধু জেরার্ডের পাশে থাকার জন্য। সে যেন ফুটবল খেলতে পারে সে উদ্দেশ্যে। প্রেমের জন্য, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। ’
রোববার (১৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শাকিরা বলেন, ‘ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমি নিজের ক্যারিয়ার নিয়েও চিন্তা করিনি। অনেকটা সময় শুধু পিকের সফল হওয়ার জন্য ব্যয় করেছি।’
এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে এলি ম্যাগাজিনের সাথে একটি সাক্ষাৎকারে শাকিরা বলেছিলেন, ‘আমি চুপচাপ থাকতে চাই। বিচ্ছেদ সম্পর্কে কথা বলা আমার জন্য কঠিন, কারণ আমি এখনও এ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের বিচ্ছেদ নিয়মিত বিচ্ছেদের মতো নয়। এ সময়টা শুধু আমার জন্য নয়, আমার বাচ্চাদের জন্যও অবিশ্বাস্যরকম কঠিন।’
তবে বিচ্ছেদ নিয়ে শাকিরার আগেই গণমাধ্যমে কথা বলেছিলেন সাবেক স্প্যানিশ ফুটবলার পিকে। ২০২৩ সালে স্প্যানিশ সংবাদপত্র এল পাইসের সাথে একটি সাক্ষাৎকারে পিকে তার বিচ্ছেদ সম্পর্কে, জনসমক্ষে বিচ্ছেদ নিয়ে তৎক্ষনাৎ চুপ থাকা প্রসঙ্গে আলোচনা করেন।
সন্তানদের জন্য বিষয়গুলো গোপন রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেক বাবা-মায়ের দায়িত্ব তাদের সন্তানদের জন্য যা ভাল তা করার চেষ্টা করা। এটাই আমি ফোকাস করেছি এবং একজন বাবা হিসেবে এটাই আমার কাজ। আমি যা চাই তা করি। আমি পিছনে ফিরে তাকালে যেন দেখতে পাই যে আমি সবসময় যা চেয়েছিলাম তাই করেছি। আমি নিজের প্রতি বিশ্বস্ত থাকতে চাই।’
উল্লেখ্য, ২০১০ সালে বিশ্বকাপ ফুটবলের থিম সং গাওয়ার পর সারাবিশ্বে জনপ্রিয় হয়ে ওঠা ১০ বছরের বড় শাকিরার সঙ্গে প্রণয়ে জড়ান পিকে। এরপর একই ছাদের নিচে কেটে গেছে ১২টি বছর। দুই সন্তানও জন্ম নেয় এই দম্পতির ঘরে। পরস্পরের প্রতি টান কমে যাবে ভেবে বিয়ের পিঁড়িতে না বসলেও বন্ধনটা অবশেষে ভেঙেই গিয়েছিল পিকে-শাকিরার।