ফিল্মফেয়ারে ‘শেষ পাতা’, ‘মায়ার জঞ্জাল’ আর ‘অর্ধাঙ্গিনী’র জয়জয়কার

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায় দম্পতি

কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায় দম্পতি

ফিল্মফেয়ারের ভারতের সবচেয়ে সম্মানজনক ও ঐতিহ্যবাহী পুরস্কারের একটি। শুরুতে বলিউডভিত্তিক হলেও এরপর থেকে ফিল্মফেয়ার ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্রকেও পুরস্কৃত করছে।

তারই ধারাবাহিকতায় ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড আয়োজিত হচ্ছে ২০১৭ সাল থেকে। প্রথম আসরেই সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন ঢাকার মেয়ে জয়া আহসান। এরপর যে পাঁচটি আসর বসেছে তার সবকটিতেই মনোনয়ন পেয়েছিলেন জয়া। এমনকি এর আগে দুটি জনপ্রিয় শাখা ও একটি সমালোচক শাখার পুরস্কারও রয়েছে তার ঘরে।

বিজ্ঞাপন
জয়া আহসান

তবে এবারের ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ডসে জয়ার নামের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশের আরও দুজন শিল্পীর নাম। এখন শুধু জয়া একাই নন, ফিল্মফেয়ার পুরস্কার পাওয়া বাংলাদেশের শিল্পীর সংখ্যা মোট তিন জন। তারা হলেন- জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডল।

গতকাল শুক্রবার রাতে কলকাতার বাইপাস একটি তারকা হোটেলে বসেছিল ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর আসর। তারকা ঝলমলে এই রাতে সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মোট আটটি বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে ‘শেষ পাতা’। সেরা ছবি, সেরা অভিনেত্রীসহ মোট ছয়টি পুরস্কার গেছে ‘অর্ধাঙ্গিনী’র ঝুলিতে। অন্যদিকে ‘মায়ার জঞ্জাল’ সবাইকে চমকে দিয়ে পেয়েছে সাতটি পুরস্কার।

বিজ্ঞাপন
সোহেল মন্ডল

এবার একনজরে দেখে নেওয়া যাক ফিল্মফেয়ার বাংলা ২০২৪-এর বিজয়ীর তালিকা

আজীবন সম্মাননা : প্রভাত রায়
সেরা ছবি : অর্ধাঙ্গিনী (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা ছবি (সমালোচক) : মায়ার জঞ্জাল (ইন্দ্রনীল রায়চৌধুরী)
সেরা পরিচালক : অতনু ঘোষ (শেষ পাতা)

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সেরা অভিনেতা : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (শেষ পাতা)
সেরা অভিনেতা (সমালোচক) : মিঠুন চক্রবর্তী (কাবুলিওয়ালা)
সেরা অভিনেত্রী : চূর্ণী গঙ্গোপাধ্যায় (অর্ধাঙ্গিনী)

কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায় দম্পতি

সেরা অভিনেত্রী (সমালোচক) : স্বস্তিকা মুখোপাধ্যায় (শিবপুর)
সেরা সহঅভিনেত্রী : জয়া আহসান (অর্ধাঙ্গিনী)
সেরা সহঅভিনেতা : অম্বরীশ ভট্টাচার্য (অর্ধাঙ্গিনী) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (আরও এক পৃথিবী)
সেরা নবাগত পরিচালক : সুমন্ত্র রায় (ঘাসজমি)
সেরা নবাগত অভিনেতা : সোহেল মণ্ডল (মায়ার জঞ্জাল)

তাসনিয়া ফারিণ

সেরা নবাগতা অভিনেত্রী : তাসনিয়া ফারিণ (আরও এক পৃথিবী)

সেরা গায়িকা : ইমন চক্রবর্তী (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী) ও অবর্ণা রায় (মলয় বাতাসে, নীহারিকা)
সেরা গায়ক : অরিজিৎ সিং (ভাবো যদি, কাবুলিওয়ালা)
সেরা গীতিকার : অনুপম রায় (আলাদা আলাদা, অর্ধাঙ্গিনী)
সেরা মিউজিক অ্যালবাম : অনুপম রায় (দশম অবতার)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : দেবজ্যোতি মিশ্র (শেষ পাতা)

অনুপম রায় ও ইমন চক্রবর্তী

সেরা সংলাপ : অতনু ঘোষ (শেষ পাতা)
সেরা অরিজিনাল স্ক্রিপ্ট : ইন্দ্রনীল রায়চৌধুরী, সৌগত সিনহা (মায়ার জঞ্জাল)
সেরা মৌলিক গল্প : অতনু রায় (শেষ পাতা)

সেরা প্রোডাকশন ডিজাইন : তন্ময় চক্রবর্তী (কাবুলিওয়ালা)

সেরা সিনেমাটোগ্রাফি : ইন্দ্রনীল মুখোপাধ্যায় (মায়ার জঞ্জাল)
সেরা সাউন্ড ডিজাইন : শুভদীপ সেনগুপ্ত (মায়ার জঞ্জাল)

সেরা পোশাকসজ্জা : ঋতুরূপা ভট্টাচার্য (মায়ার জঞ্জাল)
সেরা সম্পাদক : সুমিত ঘোষ (মায়ার জঞ্জাল)