ঈদে মোশাররফ করিম–তানহা তাসনিয়ার অন্যরকম চমক!

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও তানহা তাসনিয়া

নাটকের দৃশ্যে মোশাররফ করিম ও তানহা তাসনিয়া

চিত্রনায়িকা তানহা তাসনিয়া ভালো গল্প ও চরিত্র পেলে বিশেষ উৎসবের নাটকেও অভিনয় করে থাকেন। তবে এবার ঈদে আগের তুলনায় বেশি কাজ করা হয়েছে এই অভিনেত্রীর। মজার বিষয় হলো- সেই নাটকগুলোর মধ্যে একটি-দুটি না, নয়টি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তানহা তাসনিয়া!  

প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে মোশাররফ করিমেরও প্রায় দুই ডজন নাটক প্রচারিত হবে। এ তালিকার ৯টি নাটকেই তার নায়িকা তানহা তাসনিয়া। নাটকগুলো হলো ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’ ও ‘চাকরিজীবী বউ’। ৯টি নাটকেরই পরিচালক তাইফুর আশিক।

বিজ্ঞাপন
তানহা তাসনিয়া

বিষয়টি নিয়ে দারুণ খুশি তানহা তাসনিয়া। তিনি বলেন, ‘ঈদ উৎসবে আমার নাটক প্রচারিত হলে খুব আনন্দ হয়। কারণ এ সময় অনেক বেশি দর্শক নাটক দেখে তাদের ফিডব্যাক দেন। আর যদি প্রিয় নায়কের বিপরীতে অনেকগুলো নাটক হয়, তাহলে ব্যাপারটা আরও অন্য রকম। মোশাররফ ভাইয়ের সঙ্গে এই ঈদে আমার ৯টি নাটক থাকছে। এই ঈদ আমার জন্য সবচেয়ে বেশি আনন্দের হবে।’

তানহা আরও বলেন, ‘মোশাররফ ভাইয়ের বিপরীতে কাজ করা যেকোনো শিল্পীরই ভাগ্যের ব্যাপার। তার সঙ্গে কাজ করলে অনেক কিছুই শেখা যায়। নিজেকে সমৃদ্ধ করার সুযোগ হয়। এবার তার সঙ্গে এতগুলো নাটকে কাজ করতে গিয়ে সেটি বেশি টের পেয়েছি আমি।’

বিজ্ঞাপন

এই অভিনেত্রী জানান, এর আগেও চার-পাঁচটি নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তানহা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ ছিল “বউ ভীষণ পাওয়ারফুল”। দুই বছর আগে প্রচারিত হয় এই নাটক। সে সময় নাটকটি বেশ আলোচিতও হয়েছিল। নাটকটির ইউটিউব ভিউ কোটির কাছাকাছি।’

নাটকের দৃশ্য বুঝে নিচ্ছেন মোশাররফ করিম ও তানহা তাসনিয়া

নাটকগুলোর পরিচালক জানান, ৯টি নাটকের গল্প ভিন্ন। নাটকগুলোয় প্রেম–ভালোবাসা, সামাজিক বার্তা, পারিবারিক আবেগ থেকে হাস্যরস সবই আছে। তিনি বলেন, ‘এক মাসের বেশি সময় ধরে পুরান ঢাকা, উত্তরা, পুবাইল মিলে নাটকগুলোর শুটিং করেছি। গতকাল বুধবার সব কাজ শেষ হয়েছে। ঈদের আমেজ রেখেই নাটকগুলো করা। আশা করছি, দর্শককে বাড়তি আনন্দ দেবে নাটকগুলো।’