ঈদে বাবার লেখা আর ছেলের সুরে ফাহমিদা নবী
আলাপের শুরুতেই দেশের স্বনামধম্য সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বললেন, ‘গানের সুরের তো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় রূচির। আমি সেই শ্রোতাদের জন্য এখনো গান করছি, যারা ভালো গান শুনতে চায়।’
আসছে ঈদুল ফিতরেও তেমনি একটি নতুন গান উপহার দিতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। গানটির নাম ‘শ্রাবণ মেঘে’। মজার বিষয় হলো, এই গানের কথা লিখেছেন এইচ এ গোলন্দাজ আর সুর ও সংগীতায়োজন করেছেন তারই পুত্র অন্তু গোলন্দাজ। গানটি লিরিক্যাল ভিডিও আকারে অবমুক্ত করা হবে ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে।
‘শ্রাবণ মেঘে’ গানটি রেকর্ডিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে ফাহমিদা বার্তা২৪.কমকে বলেন, ‘অন্তু শিল্পকলায় মিউজিশিয়ান হিসেবে কাজ করে। অনেকদিন ধরেই আমার সঙ্গে একটা গান করার কথা বলছিল। ফাইনালি সম্প্রতি ‘শ্রাবণ মেঘে’ গানটির রেকডিং করি। তখন দারুণ অনুভূতি হয়েছে। গাইতে গিয়ে গানের কথাগুলো একটু অণ্যরকম লাগছিল। আমি বললাম, গানটি তো ভালোই লিখেছিস অন্তু। ও বলল, আমি লিখিনি, আমার বাবা লিখেছেন। আমি শুনে অবাক হলাম, একজন বয়স্ক মানুষ এমন একটি গান লিখেছেন যাতে রয়েছে এক ধরনের চঞ্চলতা। মানুষের মনটা যে খানিক বাউন্ডুলে সেটি তিনি ফুটিয়ে তুলেছেন গানে। আর অন্তুও খুব সুন্দর সুর করেছে। গানটিতে একপর্যায়ে যেমন অস্থিরতা আছে, আরেক পর্যায়ে মনটা একদম ঠাণ্ডা হয়ে যাওয়া আমেজ আছে। অন্তু তার বাবার সঙ্গে কথা বলিয়ে দিল। তিনি বললেন, আমি খুব খুশি আপনি আমার লেখা গানটি গেয়েছেন।’
ফাহমিদা নবী আরও বলেন, ‘পুরো গানটি কমপ্লিট হওয়ার পর যখন শুনলাম তখন অন্য একটা আমেজ পেলাম। মনে হলো এই গানের সঙ্গে একঝাঁক তরুণী যদি নাচে তাহলে খুব ভালো লাগবে। এটা একটি নাচের গান হয়ে উঠেছে। অন্তু আমাকে বেশ কয়েকবার বলেছে মিউজিক ভিডিওর জন্য সময় দিতে। আমি ঈদের আগে আর পেরে উঠিনি। তবে আমার ইচ্ছা আছে ঈদের পর ভিডিওর শুটিংটা করার। আমি একপাশে বসে গাইব আর মেয়েরা নাচবে এভাবে ভিডিওটা করার ইচ্ছা আমার। তখন আমার মিউজিক ভিডিও আকারে আসবে গানটি।’