২২ জানুয়ারি থেকে শুরু অঞ্জুর ‘মধুর ক্যান্টিনে’র শুটিং

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

অঞ্জু ঘোষ

অঞ্জু ঘোষ

দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অঞ্জু ঘোষ। ‘মধুর ক্যান্টিন’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

এসব পুরাতন, নতুন খবর হলো- আগামী ২২ জানুয়ারি থেকে ‘মধুর ক্যান্টিন’-এর শুটিংয়ে অংশ নেবেন ঢালিউডের এই অভিনেত্রী। এজন্য সোমবার (২১ জানুয়ারি) কলকাতা থেকে ঢাকা আসবেন তিনি।

বিজ্ঞাপন

‘মধুর ক্যান্টিন’-এ মধুর চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক ওমর সানীকে আর মৌসুমীকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়।

অঞ্জুর প্রকৃত নাম অঞ্জলি। ১৯৭২ থেকে ১৯৮১ সাল পর্যন্ত চট্টগ্রামের মঞ্চনাটকে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেন তিনি। ১৯৮২ সালে নির্মাতা এফ কবির চৌধুরীর ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অঞ্জু ঘোষের। এরপর ১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোছনা’ চলচ্চিত্র তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। ঢালিউডে প্রায় ৫০টি ছবির অভিনেত্রী তিনি।

বিজ্ঞাপন

এর মধ্যে উল্লেখযোগ্য- ‘নরম-গরম’, ‘পদ্মাবতী’, ‘সোনাই বন্ধু’, ‘বেদেনীর প্রেম’ সিনেমা।

১৯৯৬ সালে দেশ ছাড়েন অঞ্জু। তখন থেকেই কলকাতায় বসবাস করছেন এই নায়িকা। কলকাতায় বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।