পর্দা নামলো ৭৭তম কানের, বিজয়ের হাসি হাসলেন যারা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
এবারের স্বর্ণ পাম হাতে নির্মাতা শন বেকার, মেরিল স্ট্রিপকে সম্মানসূচক স্বর্ণ পাম তুলে দেন এভা গ্রীণ

এবারের স্বর্ণ পাম হাতে নির্মাতা শন বেকার, মেরিল স্ট্রিপকে সম্মানসূচক স্বর্ণ পাম তুলে দেন এভা গ্রীণ

  • Font increase
  • Font Decrease

গত রাতেই শেষ হলো বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন এবং সম্মানজনক আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৭ তম আসরের কর্মযজ্ঞ। আর রীতি অনুযায়ী শেষ দিনেই জানা গেলো কানের প্রধান প্রধান পুরস্কারজয়ীর তালিকা। তবে এবারের আয়োজন শুরুর দিনেও ছিল চমক। হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপের হাতে তুলে দেওয়া হয় কানের সম্মানসূচক স্বর্ণ পাম পুরস্কার।

আর গতকাল কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘স্বর্ণ পাম’ জিতেছে হলিউডের সিনেমা ‘আনোরা’। সিনেমাটি সেভাবে আলোচিত ছিল না। কিন্তু ফ্রান্সিস ফোর্ড কপোলা, আলী আব্বাসি, জ্যাক অদিয়াঁর, ক্রোনেনবার্গ, কানাডা, জিয়া জ্যাং-কির মতো নির্মাতাদের টপকে শেষ পর্যন্ত স্বর্ণপাম জিতল মার্কিন নির্মাতা শন বেকারের সিনেমাটি। কমেডি-ড্রামা ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। এক যৌনকর্মীর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। পুরস্কার জয়ের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় শন বেকার বলেন, ‘আজ রাতে কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না।’

উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’

এবারের কান উৎসবে একের পর এক চমক দেখিয়েছে ভারত। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছে ভারতীয় নির্মাতা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’। কানে প্রদর্শনীর পর ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল এই ছবি। ৩০ বছর পর ভারতীয় কোন সিনেমা যা কান চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে জায়গা পায়। আর তাই পুরস্কার জিতে তৈরি করেছে ইতিহাস। সিনেমাটিতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন।

সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন পর্তুগালের মিগুয়েল গোমেজ। পিরিয়ড-ড্রামাধর্মী সিনেমা ‘গ্রান্ড ট্যুর’-এর জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি।

‘কাইন্ডস অব কাইন্ডনেস’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মার্কিন অভিনেতা জেসি প্লেমনস। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন কোরালি ফারজাঁ।

‘এমিলিয়া পেরেজ’ ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন সেলেনা গোমেজ, যোয়ি সালডানা, অ্যাড্রিয়ানা পাজ ও ক্লারা সোফিয়া

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন এবারের উৎসবের আলোচিত সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এর চার অভিনেত্রী সেলেনা গোমেজ, যোয়ি সালডানা, অ্যাড্রিয়ানা পাজ ও ক্লারা সোফিয়া গ্যাসকন। সিনেমাটির নির্মাতা সাবেক স্বর্ণ পামজয়ী ফরাসি পরিচালক জ্যাক অডিয়াঁর।

আলোচিত ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুলফ তার ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’ সিনেমার জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চলতি মাসেই তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড মাথায় নিয়েই ইরান থেকে পালিয়ে কানে উৎসবে হাজির হয়েছেন তিনি।

আঁ সার্তে রিগা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে চিনের ছবি ‘ব্ল্যাক ডগ’

আঁ সার্তে রিগা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে চিনের ছবি ‘ব্ল্যাক ডগ’।  গুয়ান হু পরিচালিত সিনেমাটির গল্প এক ব্যক্তি ও কুকুরের সম্পর্ক নিয়ে। দুজনেই একা। এই একাকিত্ব তাদের নতুন এক যাত্রার দিকে নিয়ে যায়।

এ ছাড়া আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছে ফ্রান্সের সিনেমা ‘দ্য স্টোরি অব সুলেমান’। সিনেমাটির নির্মাতা বরিস লোজকাইন। ‘দ্য স্টোরি অব সুলেমান’ সিনেমায় অভিনয়ের জন্য এই বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আবু সনগারে। ‘দ্য ড্যামড’ সিনেমার জন্য ইতালির রবার্তো মিনারভিনি হয়েছেন সেরা নির্মাতা।

‘দ্য শেমলেস’ সিনেমার জন্য আঁ সার্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত

আমাদের প্রতিবেশি দেশটি দু-দুটি ইতিহাস লিখেছে কানের পাতায়। গ্রাঁ প্রিঁ ছাড়াও আঁ সার্তে রিগা বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত। কনস্ট্যানটিন বোঁজ্যনভের ‘দ্য শেমলেস’ সিনেমার জন্য এ পুরস্কার পান তিনি। অনুসূয়াই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কানে সেরার পুরস্কার জয় করলেন। এটি নিঃসন্দেহে ভারতীয় সিনেমার জন্য একটি ইতিহাস।
১৪ মে শুরু হয়েছিল কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর। মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণ পামের জন্য লড়েছে ২২টি চলচ্চিত্র।

‘ক্রিটিকস উইক’-এর সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রিঁ’ জিতেছে আর্জেন্টাইন চলচ্চিত্র ‘সায়মন অব দ্য মাউন্টেন’

সমাপনী অনুষ্ঠানের আগেই ঘোষণা করা হয় কানের সমান্তরাল বিভাগের পুরস্কার বিজয়ীদের নাম। এবারের কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ‘ক্রিটিকস উইক’-এর সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁ প্রিঁ’ জিতেছে আর্জেন্টাইন পরিচালক ফেদেরিকো লুইসের প্রথম চলচ্চিত্র ‘সায়মন অব দ্য মাউন্টেন’।

উঠতি বয়সের এক কিশোরের মানসিক ব্যাধির চ্যালেঞ্জ মোকাবিলাকে কেন্দ্র করে ছবিটির গল্প। এতে অভিনয় করেছেন আর্জেন্টাইন অভিনেতা, গায়ক ও গীতিকবি লরেঞ্জো ফেরো। এর যৌথ প্রযোজক আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ের তিনটি পৃথক প্রতিষ্ঠান।

তথ্যসূত্র : ভ্যারাইটি

   

‘তুফান’-এর প্যান ইন্ডিয়া যাত্রা, হিন্দি ডাবিং শেষ



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
শাকিব খান, ছবি : ফেসবুক

শাকিব খান, ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

দেশের দর্শক মেতেছে ‘তুফান’-এ। ঈদুল আযহায় মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি ভালো ব্যবসা করছে। টিকিট সঙ্কটে পড়েছে দর্শক! শুধু বানিজ্য সফল বললে ভুল হবে, এই সিনেমার মাধ্যমে শাকিব খানের অভিনয়ের আলাদা প্রশংসা শোনা যাচ্ছে। চঞ্চল চৌধুরী থেকে আরিফিন শুভ, প্রত্যেকে শাকিব খানকে ‘তুফান’ ছবিতে দেখে বলেছেন তিনি একজন দক্ষ অভিনেতা।

এর আগে তার অভিনয় নিয়ে এতো প্রশংসা শোনা যায়নি। এই কৃতিত্বের দাবিদার যেমন শাকিব খান নিজে, তেমনি নির্মাতা রাফীও। তিনি শাকিব খানের বহুদিনের গড়ে তোলা ইমেজের বাইরে কিছু করানোর চেষ্টা করেছেন।

‘তুফান’-এ পাল্লা দিয়ে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও শাকিব খান

‘তুফান’-এর বাকী শিল্পীদের অভিনয়ও সবার মন ছুঁয়েছে। চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত- প্রত্যেকে অভিনয়ের জন্য আলাদা করে প্রশংসা পাচ্ছেন।

মুক্তির বেশকিছু দিন পর গত সোমবার শোবিজ তারকা, চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ ও সাংবাদিকদের জন্য ‘তুফান’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়।

সেখানেই শাকিব খান তার ছোট্ট বক্তব্যে এই ছবি নিয়ে একাধিক তথ্য দেন। তিনি ‘তুফান’-এর সাফল্যের জন্য সর্বপ্রথম দেশের দর্শকদের ধন্যবাদ জানান। এরপর বলেন, দেশের দর্শক মাতিয়ে তুফান এবার প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে।

তুফান ছবিতে শাকিব খান ও মিমি চক্রবর্তী

ছবিটির ভারতীয় প্রযোজক এসভিএফ-এর কণর্ধার মহেন্দ্র সোনিও সেখানে উপস্থিত ছিলেন। তাকে উদ্দেশ্য করে শাকিব খান বলেন, ‘আমাদের প্যান ইন্ডিয়ান রিলিজের কতোদূর? হিন্দি ডাবিং শেষ তো?’

তখন মহেন্দ্র সোনি বলেন, ‘হ্যাঁ শেষ। হিন্দি গানটা এখন দেখিয়ে দেই?’ তখন শাকিব খান বলেন, ‘না থাক, ওটা ভারতের দর্শকের জন্যই তোলা থাক।’

এ সময় শাকিব খান তার সিনেমার সাফল্যে আপ্লুত হয়ে বলেন, প্রথমবারের মতো আমি ঘোষণা করছি যে আমার পারিশ্রমিক হবে ২৫ কোটি। সিনেমা ১০০ কোটি আয় করলে ২৫ কোটি আর ২০০ কোটি আয় করলে ৫০ কোটি!

স্পেশ্যাল স্ক্রিনিংয়ে উপস্থিত সবাই ছবিটির মন খোলা প্রশংসা করেন

;

সব কাজ সম্পন্ন, মুক্তির অপেক্ষায় ‘ডেডপুল এন্ড উলভারিন’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
কাজ শেষ করেছেন  রায়ান রেনল্ডস এবং শন লেভাই

কাজ শেষ করেছেন রায়ান রেনল্ডস এবং শন লেভাই

  • Font increase
  • Font Decrease

নানা কারণেই ডেডপুল সিনেমার ৩য় কিস্তি অনেক স্পেশাল একটি সিনেমা হতে চলেছে। ২০২৪ সালে মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের প্রকাশিত একমাত্র সিনেমা ‘ডেডপুল এন্ড উলভারিন।’ তাই সিনেমাটি নিয়ে ভক্তদের অধীর আগ্রহ। শুধু তাই নয়! সিনেমাটির গল্প নিয়ে সংশ্লিষ্টদের আত্মবিশ্বাস আরও উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। আর মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা। সিনেমাটি প্রকাশ পেতে বেশি দেই নেই। এরই মধ্যে খবর এলো, প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত ‘ডেডপুল এন্ড উলভারিন।’

রায়ান রেনল্ডস এবং পরিচালক শন লেভাই পাশাপাশি বসে আছেন- এমন একটি ছবি প্রকাশ করেছেন রায়ান। তিনি ক্যপশনে লেখেন,‘ব্যাস এইটুকুই সে(লেখিকা) পোস্ট প্রোডাকশনের জন্য লিখেছিলেন। মনে হচ্ছে হাজার বছরের কাজ চোখের পলকে করে ফেললাম। এই ব্যক্তির (শন) পাশে বসে থাকা কাজের অভিজ্ঞতা আরও মধুর করেছে... এখানেই কাজ শেষ ভেবে কষ্ট হচ্ছে।’

সেই পোস্টটিই আবার শেয়ার করে শন লিখেছেন,‘কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে এটা কষ্ট দিচ্ছে। তবে, আমরা সবাই মিলে যা বানিয়েছি তা সবাইকে দেখানোর জন্য তড় সইছে না।’

উলভারিন(লোগান) চরিত্রে হিউ জ্যাকম্যান এবং ডেডপুল (ওয়েড উইলসন) চরিত্রে রায়ান রেনল্ডস

তাদের এই পোস্ট দেখে নিশ্চিত হওয়া গেল, সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ সফলভাবে শেষ হয়েছে। সিনেমা হলে প্রকাশের জন্য একেবারেই প্রস্‌তুত। এই সিনেমা শুধু ডেডপুলের ফ্রাঞ্চাইজির পাগলামির অন্য মাত্রা নিয়ে আসবে, তাই নয়! মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সে পুরানো সব ভুলগুলোও শোধরাবে এমনটাই আশা করা যাচ্ছে।

সিনেমাটির ট্রেইলার দেখেই ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে গেছে। সুপারহিরোদের বিভিন্ন দুনিয়ার মধ্যে প্যাচ কার জন্য আর কিভাবে লাগতে চলেছে, উলভারিনের সঙ্গে কিভাবে জোট বাঁধলো ডেডপুল আর কিভাবেই বা প্রোফেসর এক্সের বোন ক্যাসেন্ড্রা নোভার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা- এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে ঠিক ১ মাস, জুলাইয়ের ২৬ তারিখ অবধি।

;

সাকলায়েনের জন্য খারাপ লাগছে পরীমনির



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আলোচিত চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে চাকরি হারাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন গুলশান গোয়েন্দা পুলিশের সাবেক এডিসি ও বর্তমানে ঝিনাইদহ জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। এ ঘটনায় দেশব্যাপী ফের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ঢালিউডের চিত্রনায়িকা পরীমনি।

এ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সুন্দরী এ নায়িকা। তার সাথে সম্পর্কের জেরে গোলাম সাকলায়েনের এ পরিণতির জন্য মন ভেঙ্গেছে পরীমনির। তিনি বলেন, কেবল সম্পর্কে কারণে চাকরি যাবে তা হতে পারে না। সাকলায়েনের জন্য খারাপ লাগছে, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। তাকে সরানোর জন্য আমাকে জড়িয়ে অদ্ভুত কিছু কারণ দাঁড় করানো হচ্ছে।

তিনি আরও বলেন, সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মনগড়া জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে।

এর আগে সাভারের বোট ক্লাবে পরীমণির ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদারকি কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)র এডিসি গোলাম সাকলায়েন শিথিল। মামলার তদন্তের সূত্রে মামলার বাদী পরীমণির সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান সাকলায়েন। এমনকি পরীমণিকে নিয়ে সরকারি বাসায় ১৮ ঘণ্টা সময় কাটানোর ঘটনা প্রকাশিত হওয়ার পর ডিবি থেকে সাকলায়েনকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এক বছর তদন্ত শেষে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর পরামর্শ দিয়েছে তদন্ত কমিটি।

গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা শাখা ২ এর উপ সচিব রোকেয়া পারভীন জুঁই স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

;

একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন বুবলী!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
বুবলী / ছবি: সংগৃহীত

বুবলী / ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সুপারস্টার শাকিব খানের সঙ্গে সম্পর্কের অবনতির পরও কয়েক বছর সিনেমার ভালোই ব্যস্ততা গেছে আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর। তবে সেসব ছবির কোনটিই চোখে পড়ার মতো ব্যবসা করতে পারেনি! শুধু তাই নয়, বুবলীর ব্যক্তিজীবনের বিতর্ক এবং পেশাদারিত্বের অভাব তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে।

গেলো কোরবানির ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘রিভেঞ্জ’। সিনেমাটির প্রচারণায় অংশ না নেয়া এবং বক্স অফিস ব্যর্থতার কারণে এই ছবির পরিচালক ও প্রযোজক মোহাম্মদ আসলাম বুবলীকে তার পরের ছবি ‘বিট্রে’ থেকে বাদ দিয়েছেন। সিনেমাটির ৪০ শতাংশ শুটিং অনেক শেষ হয়েছে। তারপরও পরিচালক ইকবাল বুবলী ও রোশানকে সিনেমাটি থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বুবলী / ছবি: সংগৃহীত

এমন খবরের পর আরও এক সিনেমা থেকে বাদ পড়লেন ‘ফ্লপ’ নায়িকার তকমা পাওয়া বুবলী। পরিচালক জসিম উদ্দিন জাকিরের ‘মায়া—দ্য লাভ ২’ থেকেও বাদ পড়লেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন জাকির নিজেই। এরই মধ্যে সিনেমাটির ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে বলে জানান এই পরিচালক। বাকি অংশের শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন। তবে রোজার ঈদের পর থেকে বুবলীর সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে জসিম উদ্দিন জাকির বলেন, ‘মায়া—দ্য লাভ ২’ সিনেমার আর মাত্র সাত দিনের শুটিং বাকি। তবে বাকি অংশের শুটিংয়ের জন্য অসংখ্যবার ফোন করেও বুবলীর কোনো সাড়া পাইনি। তার জন্য আর অপেক্ষা করতে পারছি না। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।'

বুবলী / ছবি: সংগৃহীত

জাকির আরও বলেন, ‘মায়া-দ্য লাভ ২’ সিনেমার শুটিং তো পরের বিষয়, বুবলীকে আমরা এই ছবির প্রথম পার্ট মুক্তির সময় প্রোমোশনেও পাইনি। তাই তাকে নিয়ে কাজ করার আর কোনো আগ্রহ আর আমার নেই।
এই ছবির প্রযোজক আলীনুর আশিক ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বুবলীকে আমরা প্রস্তাব দিয়েছিলাম আপনি বর্তমানে যে পারিশ্রামিক নেন তার থেকে ১ লাখ টাকা বেশি দেব তবুও কাজটি শেষ করে দেন। কিন্তু তার সাড়া পাওয়া যায়নি। এমন অপেশাদার শিল্পী নিয়ে প্রযোজক-পরিচালকরা কাজ করবে কিভাবে। বুবলীর থেকে আমরা শিল্পী সুলভ আচরণ পাইনি।'

বুবলী / ছবি: সংগৃহীত

;