আফজাল হোসেনের কবিতা থেকে তানভীর তারেকের গান

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্টুডিওতে আফজাল হোসেন ও তানভীর তারেক

স্টুডিওতে আফজাল হোসেন ও তানভীর তারেক

বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের কথায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতপরিচালক তানভীর তারেকের সুর-সঙ্গীতে নতুন গান প্রকাশ পাচ্ছে এবারের ঈদে। গানটির শিরোনাম ‘কবে ও কীভাবে’। গানটি আফজাল হোসেনের কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকনার আমরা আদর্শলিপির’ থেকে নেয়া।

তানভীর তারেক বলেন, ‘‘আফজাল ভাইয়ের স্নেহধন্য হয়ে আনন্দ লাগে, সৃজনশীল কাজ করার সাহস পাই। এত বড় গুণী মানুষ আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন, এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তার নির্মানে প্রথম চলচ্চিত্র ‘মানিকের লাল কাঁকড়া’তে আমি সঙ্গীতপরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। একই সাথে এ ছবিটিতে আমাকে দিয়ে অভিনয়ও করিয়েছেন তিনি। এরপর বিচ্ছিন্নভাবে তার সাথে বিভিন্ন ধরণের কাজ হয়েছে।’’

বিজ্ঞাপন
আফজাল হোসেন ও তানভীর তারেক

তিনি আরও বলেন, ‘‘হঠাৎ করেই আফজাল ভাইকে প্রস্তাব দিলাম তার একটি কবিতাকে গানে রুপান্তরের। তিনি সম্মতি জানালেন। গানের কথাগুলো এমন ‘আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে’। চমৎকার একটি গল্প আছে গানটিতে। পরে কবিতাটি গানে রুপান্তরের জন্য সংযোজন বিয়োজন করা হলো। আমি যখন তাকে ডেমো শুনালাম তখন তিনি যুক্তরাষ্ট্রে। এভাবেই গানটি তৈরি হলো। এটা আমার জন্য একটা দারুণ অনুভব বলতে পারেন। এমন গুণীজনের সাথে একটি স্মৃতিস্মারক হয়ে থাকবে গানটি। গিটার-পিয়ানোর ওপরে গানটি বেঁধে মেলো রোমান্টিক জনরায়।’’

আফজাল হোসেন বলেন, ‘তানভীরের বিভিণ্ন সৃজনশীল পাগলামি আমার ভাল লাগে। এটিও ওর একটা অংশ। ভাল কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।’

বিজ্ঞাপন

‘কবে ও কীভাবে’ শিরোনামের গানটি ‘সাউন্ডস অব তানভীর’ নামের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ঈদ উপলক্ষে। এবং বিশ্বব্যাপী গানটি আন্তর্জাতিক প্লাটফর্মে ডিস্ট্রিবিউট করবে স্বাধীন মিউজিক অ্যাপ। এটির মিউজিক ভিডিও নির্মান করছেন ইয়ামিন ইলান।

আফজাল হোসেন ও তানভীর তারেক

উল্লেখ্য, তানভীর তারেক সঙ্গীত পরিচালনার পাশাপাশি উপস্থাপনা, কন্টেন্ট নির্মানে এখন নিয়মিত ব্যস্ত রয়েছেন। এবারের ঈদ উপলক্ষে টিভি ও এফএমএ তার উপস্থাপনায় ঈদ অনুষ্ঠান প্রচার পাবে। এছাড়া বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যানেল এটিভি ইউএস এর কান্ট্রিহেড হিসেবে দায়িত্ব পালন করছেন।